নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ১–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে লাল সবুজের প্রতিনিধিদের পক্ষে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। রোববার একই ভেন্যুতে এই ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা।
এ দিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে অনেকটা গুছিয়ে আক্রমণে উঠে হাবিয়ের কাবরেরার দল। খানিকটা বাদেই কৌশলটা একটু বদলায় তারা। সরাসরি না গিয়ে ডানপ্রান্ত দিয়ে ভুটানের রক্ষণ ভাঙার চেষ্টা চালায়। বল নিয়ে ছুটতে থাকেন রাকিব হোসেন। তাকে থামানোর চেষ্টা চালান প্রতিপক্ষের দুজন খেলোয়াড়। কর্নারে যেতেই রাকিবকে ঘিরে ধরেন আরো কয়েকজন।
এরপর কোনো কুল না পেয়ে রাকিব ক্রস বাড়ান ডি বক্সে থাকা মোরসালিনের উদ্দেশ্যে। তবে ক্রসটা নিশানা ভেদ না করে সোজা প্রতিপক্ষ গোলকিপার ধেনদুপ তিসেরাংয়ের হাতে চলে যায়। সামনেই দাঁড়ানো ছিলেন মোরসালিন। ততক্ষণে বল ক্লিয়ার করতে গিয়ে হাতছাড়া করে ফেলেন স্বাগতিক গোলকিপার। এমন সুযোগ পেয়ে তাৎক্ষনিক বল জালে জড়ান মোরসালিন। তাতেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।
এ নিয়ে দেশের হয়ে পঞ্চম গোল করলেন মোরসালিন। ভুটানের বিপক্ষে নামার আগে ১১ ম্যাচ খেলা এই ফরোরার্ডের গোল ছিল চারটি। যার মধ্যে আবার গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেই করেছিলেন চার ম্যাচে দুই গোল।
বিরতির পর বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে কেমন জানি একটা ক্লান্তির ছাপ চোখে পড়ে। মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামের অস্বাভাবিক উচ্চতাই তাদের স্বাভাবিক পারফরম্যান্সের পথে বাগড়া দেয়। যা নিয়ে আগে থেকেই ভয়ে ছিল বাংলাদেশি ফুটবলাররা। মাঠে নেমে সেটা হাড়েহাড়ে টের পায় তারা।
যে কারণে হয়তো ম্যাচের সময় যত এগোতে থাকে তত বাড়ে বাংলাদেশি ফুটবলারদের ভুলের সংখ্য। অবশ্য আক্রমণে তারা ঢিলেমি করেনি। আর ভুটানও তাদের পরিকল্পনায় একটু পরিবর্তন আনে। দ্রুত আক্রমণে না গিয়ে সুযোগ খুঁজতে থাকে তারা। পাশাপাশি বাংলাদেশের আক্রমণগুলো আটকে দেওয়ার জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যায়।
ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ১–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে লাল সবুজের প্রতিনিধিদের পক্ষে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। রোববার একই ভেন্যুতে এই ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা।
এ দিন ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে অনেকটা গুছিয়ে আক্রমণে উঠে হাবিয়ের কাবরেরার দল। খানিকটা বাদেই কৌশলটা একটু বদলায় তারা। সরাসরি না গিয়ে ডানপ্রান্ত দিয়ে ভুটানের রক্ষণ ভাঙার চেষ্টা চালায়। বল নিয়ে ছুটতে থাকেন রাকিব হোসেন। তাকে থামানোর চেষ্টা চালান প্রতিপক্ষের দুজন খেলোয়াড়। কর্নারে যেতেই রাকিবকে ঘিরে ধরেন আরো কয়েকজন।
এরপর কোনো কুল না পেয়ে রাকিব ক্রস বাড়ান ডি বক্সে থাকা মোরসালিনের উদ্দেশ্যে। তবে ক্রসটা নিশানা ভেদ না করে সোজা প্রতিপক্ষ গোলকিপার ধেনদুপ তিসেরাংয়ের হাতে চলে যায়। সামনেই দাঁড়ানো ছিলেন মোরসালিন। ততক্ষণে বল ক্লিয়ার করতে গিয়ে হাতছাড়া করে ফেলেন স্বাগতিক গোলকিপার। এমন সুযোগ পেয়ে তাৎক্ষনিক বল জালে জড়ান মোরসালিন। তাতেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।
এ নিয়ে দেশের হয়ে পঞ্চম গোল করলেন মোরসালিন। ভুটানের বিপক্ষে নামার আগে ১১ ম্যাচ খেলা এই ফরোরার্ডের গোল ছিল চারটি। যার মধ্যে আবার গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেই করেছিলেন চার ম্যাচে দুই গোল।
বিরতির পর বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে কেমন জানি একটা ক্লান্তির ছাপ চোখে পড়ে। মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামের অস্বাভাবিক উচ্চতাই তাদের স্বাভাবিক পারফরম্যান্সের পথে বাগড়া দেয়। যা নিয়ে আগে থেকেই ভয়ে ছিল বাংলাদেশি ফুটবলাররা। মাঠে নেমে সেটা হাড়েহাড়ে টের পায় তারা।
যে কারণে হয়তো ম্যাচের সময় যত এগোতে থাকে তত বাড়ে বাংলাদেশি ফুটবলারদের ভুলের সংখ্য। অবশ্য আক্রমণে তারা ঢিলেমি করেনি। আর ভুটানও তাদের পরিকল্পনায় একটু পরিবর্তন আনে। দ্রুত আক্রমণে না গিয়ে সুযোগ খুঁজতে থাকে তারা। পাশাপাশি বাংলাদেশের আক্রমণগুলো আটকে দেওয়ার জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যায়।
জাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট—মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা বেশ পুরনো। মিউজিক্যাল চেয়ারের মতো কখনো ওপেনিং, কখনো চার-পাঁচে, আবার কখনো সাত কিংবা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাঁকে। মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং
৩৩ মিনিট আগে১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পেলেন পুষ্কর ক্ষিসা মিমো। তাঁর নেতৃত্বেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি খেলবে বাংলাদেশ। মিমোকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাদ পড়েছেন ২৪ জনের প্রাথমিক দলে থাকা নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম...
১ ঘণ্টা আগে৮৯ রানের লক্ষ্য দিয়ে বর্তমান ক্রিকেটে জেতা তো অনেক দূরের কথা। ন্যুনতম লড়াইটুকু করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেডের ম্যাচটা হয়েছে এমনই। এই একপেশে ম্যাচেই রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
২ ঘণ্টা আগেবিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
২ ঘণ্টা আগে