ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির সঙ্গে দিয়েগো ম্যারাডোনার তুলনা চলে প্রায়ই। তবে এই তুলনা যেন পছন্দ নয় ম্যারাডোনার ছেলের। ম্যারাডোনা জুনিয়রের মতে, তার বাবা (ম্যারাডোনা) এবং মেসি দুজনে দুই গ্রহের ফুটবলার।
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলস্কোরার মেসি। এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে করেছেন ৯২ গোল। পাঁচ বিশ্বকাপ খেলে চার বিশ্বকাপেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। বিশ্বকাপে ২০ ম্যাচে করেছেন ৭ গোল। অন্যদিকে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে করেছেন ৩৪ গোল। বিশ্বকাপে ২১ ম্যাচে করেছেন ৮ গোল। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন এই কিংবদন্তি। তবে মেসি এখনো বিশ্বকাপ জিততে পারেননি। দুজনের তুলনা করা প্রসঙ্গে ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘ফুটবল না বোঝা লোকেরাই বাবার সঙ্গে মেসির তুলনা করে। আমরা দুই ভিন্ন গ্রহের ফুটবলার নিয়ে কথা বলছি। আমি লিওনেলকে এখানে তুলনায় আনতে চাই না।’
গতকাল লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা-সৌদি আরব। ম্যাচের ১০ মিনিটের সময় পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর্জেন্টিনার গোল হতে পারত আরও তিনটি । তবে ভিএআর প্রযুক্তিতে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৩ মিনিটে দুটি গোল করে সৌদি আরব। অনেকগুলো গোল করার সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনার এই পরাজয় মেনে নিতে পারছেন না ম্যারাডোনা জুনিয়র। ম্যারাডোনার ছেলে বলেন,‘আমি আর্জেন্টিনার পরাজয়ে খুবই মর্মাহত। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। সৌদি আরবের কাছে পরাজয় আসলেই আশ্চর্যের।’
২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
লিওনেল মেসির সঙ্গে দিয়েগো ম্যারাডোনার তুলনা চলে প্রায়ই। তবে এই তুলনা যেন পছন্দ নয় ম্যারাডোনার ছেলের। ম্যারাডোনা জুনিয়রের মতে, তার বাবা (ম্যারাডোনা) এবং মেসি দুজনে দুই গ্রহের ফুটবলার।
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলস্কোরার মেসি। এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে করেছেন ৯২ গোল। পাঁচ বিশ্বকাপ খেলে চার বিশ্বকাপেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। বিশ্বকাপে ২০ ম্যাচে করেছেন ৭ গোল। অন্যদিকে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে করেছেন ৩৪ গোল। বিশ্বকাপে ২১ ম্যাচে করেছেন ৮ গোল। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন এই কিংবদন্তি। তবে মেসি এখনো বিশ্বকাপ জিততে পারেননি। দুজনের তুলনা করা প্রসঙ্গে ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘ফুটবল না বোঝা লোকেরাই বাবার সঙ্গে মেসির তুলনা করে। আমরা দুই ভিন্ন গ্রহের ফুটবলার নিয়ে কথা বলছি। আমি লিওনেলকে এখানে তুলনায় আনতে চাই না।’
গতকাল লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা-সৌদি আরব। ম্যাচের ১০ মিনিটের সময় পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর্জেন্টিনার গোল হতে পারত আরও তিনটি । তবে ভিএআর প্রযুক্তিতে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৩ মিনিটে দুটি গোল করে সৌদি আরব। অনেকগুলো গোল করার সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনার এই পরাজয় মেনে নিতে পারছেন না ম্যারাডোনা জুনিয়র। ম্যারাডোনার ছেলে বলেন,‘আমি আর্জেন্টিনার পরাজয়ে খুবই মর্মাহত। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। সৌদি আরবের কাছে পরাজয় আসলেই আশ্চর্যের।’
২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৪ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৬ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে