সাধারণত কোনো টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়েরা বড় আর্থিক পুরস্কার পান। তবে এবারের আফ্রিকান কাপ অব নেশনসের দুই ফাইনালিস্ট আইভরিকোস্ট ও নাইজেরিয়ার খেলোয়াড়েরা শুধু আর্থিক নয়, বাড়ি, ফ্ল্যাট ও জমিও পেয়েছেন।
আফ্রিকান কাপ অব নেশনস জয়ী আইভরিকোস্টের প্রত্যেক খেলোয়াড় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ লাখ করে টাকা পেয়েছেন দেশটির সরকারের পক্ষ থেকে। নায়কদের শুধু অর্থ দিয়ে পুরস্কৃত করেনি আইভরিকোস্টের সরকার, সঙ্গে সমমূল্যের বাড়িও উপহার দিয়েছে। পুরস্কার পাওয়া থেকে বাদ যাননি খাদের কিনারা থেকে শিরোপা জেতানো ভারপ্রাপ্ত কোচ এমেরসে ফায়ে।
জাতীয় নায়কদের সংবর্ধনা দেওয়ার সময় অর্থ পুরস্কারের সঙ্গে খেলোয়াড়দের প্রশংসা ভাসিয়েছেন আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলাসেন উয়াত্তারা। তিনি বলেছেন, ‘আপনারা আইভরিয়ানদের জন্য খুশি বয়ে এনেছেন। শাবাশ, শাবাশ!’
মাঠে ট্রফি জয়ের মতো সরকারের কাছ থেকে শুধু আইভরিকোস্টের ফুটবলাররাই পুরস্কৃত হননি, নাইজেরিয়ার খেলোয়াড়েরাও পুরস্কার পেয়েছে তাদের দেশের সরকারের পক্ষ থেকে। রানার্সআপরা বীরোচিত সংবর্ধনা পেয়েছে। রাজধানী আবুজায় প্রেসিডেন্ট প্রাসাদে খেলোয়াড়দের সংবর্ধনা দেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনিবু। সেখানে প্রত্যক খেলোয়াড়দের একটি করে ফ্ল্যাট ও একখণ্ড জিম উপহারের ঘোষণা দেন তিনি। সঙ্গে সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের জাতীয় পুরস্কার মেম্বার অব দ্য অর্ডার অফ দ্য নাইজারে ভূষিত করেছেন দেশটির প্রেসিডেন্ট।
দুই দিন আগে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকান কাপ অব নেশনস জিতেছে আইভরিকোস্ট। ক্যানসার জয়ী সেবাস্তিয়ান হলারে গোলে ৮ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকেরা। তবে চ্যাম্পিয়ন হওয়াটা সহজ ছিল না তাদের জন্য। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে ছিল তারা।
বাজে পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের মাঝপথে ফরাসি কোচ জঁ-লুই গাসকে বরখাস্ত করে আইভরিকোস্ট। এমন কঠিন সময়ে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়ে দলকে শিরোপা এনে দিয়েছেন দেশটির সাবেক ফুটবলার এমেরসে ফায়ে।
সাধারণত কোনো টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়েরা বড় আর্থিক পুরস্কার পান। তবে এবারের আফ্রিকান কাপ অব নেশনসের দুই ফাইনালিস্ট আইভরিকোস্ট ও নাইজেরিয়ার খেলোয়াড়েরা শুধু আর্থিক নয়, বাড়ি, ফ্ল্যাট ও জমিও পেয়েছেন।
আফ্রিকান কাপ অব নেশনস জয়ী আইভরিকোস্টের প্রত্যেক খেলোয়াড় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ লাখ করে টাকা পেয়েছেন দেশটির সরকারের পক্ষ থেকে। নায়কদের শুধু অর্থ দিয়ে পুরস্কৃত করেনি আইভরিকোস্টের সরকার, সঙ্গে সমমূল্যের বাড়িও উপহার দিয়েছে। পুরস্কার পাওয়া থেকে বাদ যাননি খাদের কিনারা থেকে শিরোপা জেতানো ভারপ্রাপ্ত কোচ এমেরসে ফায়ে।
জাতীয় নায়কদের সংবর্ধনা দেওয়ার সময় অর্থ পুরস্কারের সঙ্গে খেলোয়াড়দের প্রশংসা ভাসিয়েছেন আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলাসেন উয়াত্তারা। তিনি বলেছেন, ‘আপনারা আইভরিয়ানদের জন্য খুশি বয়ে এনেছেন। শাবাশ, শাবাশ!’
মাঠে ট্রফি জয়ের মতো সরকারের কাছ থেকে শুধু আইভরিকোস্টের ফুটবলাররাই পুরস্কৃত হননি, নাইজেরিয়ার খেলোয়াড়েরাও পুরস্কার পেয়েছে তাদের দেশের সরকারের পক্ষ থেকে। রানার্সআপরা বীরোচিত সংবর্ধনা পেয়েছে। রাজধানী আবুজায় প্রেসিডেন্ট প্রাসাদে খেলোয়াড়দের সংবর্ধনা দেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনিবু। সেখানে প্রত্যক খেলোয়াড়দের একটি করে ফ্ল্যাট ও একখণ্ড জিম উপহারের ঘোষণা দেন তিনি। সঙ্গে সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের জাতীয় পুরস্কার মেম্বার অব দ্য অর্ডার অফ দ্য নাইজারে ভূষিত করেছেন দেশটির প্রেসিডেন্ট।
দুই দিন আগে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকান কাপ অব নেশনস জিতেছে আইভরিকোস্ট। ক্যানসার জয়ী সেবাস্তিয়ান হলারে গোলে ৮ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকেরা। তবে চ্যাম্পিয়ন হওয়াটা সহজ ছিল না তাদের জন্য। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে ছিল তারা।
বাজে পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের মাঝপথে ফরাসি কোচ জঁ-লুই গাসকে বরখাস্ত করে আইভরিকোস্ট। এমন কঠিন সময়ে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়ে দলকে শিরোপা এনে দিয়েছেন দেশটির সাবেক ফুটবলার এমেরসে ফায়ে।
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে