ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলের মৌসুম শেষেই মাঠে নেমে যেতে হয়েছিল জাতীয় দলগুলোকে। সেই পর্ব শেষ করে এবার কিছুটা অবসর পেলেন ফুটবলাররা। সেই অবসরে মিয়ামিতে ছুটি কাটাতে গেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। এই ভ্রমণে নেইমারের সঙ্গী হয়েছেন বোন রাফায়েলা এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকর্দি।
কদিন পরেই ক্লাব ফুটবলের লড়াই শুরু হবে আবার। তারপর বিশ্বকাপের লড়াই। খেলোয়াড়েরা নিজেদের মতো সময় কাটানোর সুযোগ খুব একটা পাবেন না আর। তাই মিয়ামির সমুদ্রে জলকেলিতে মেতে হাতে পাওয়া অবসরটুকু দারুণ উপভোগ করছেন নেইমার। সমুদ্রের পানিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দাপাদাপির বেশ কিছু ছবিও সামনে এসেছে।
শুধু নেইমারই নন, সমুদ্রে গিয়ে নিজেদের সময়টাকে দারুণ উপভোগ করেছেন রাফায়েলা ও ব্রুনোও। এ সময় সুইম স্যুটে উত্তাপ ছড়াতেও দেখা গেছে তাঁদের। পরে তাঁদের সঙ্গে যোগ দেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ আর্থার মেলো। শুধু সমুদ্রেই নয়, সমুদ্রের বাইরেও আনন্দমুখর সময় পার করতে দেখা গেছে নেইমারদের।
শুরুতে ব্রুনোর সঙ্গে নেইমারের প্রেম গুঞ্জন আকারেই ছিল। গত ডিসেম্বরে প্রথম জনসমক্ষে আসেন তাঁরা। আর এখন তো চুটিয়ে প্রেম করছেন!
ক্লাব ফুটবলের মৌসুম শেষেই মাঠে নেমে যেতে হয়েছিল জাতীয় দলগুলোকে। সেই পর্ব শেষ করে এবার কিছুটা অবসর পেলেন ফুটবলাররা। সেই অবসরে মিয়ামিতে ছুটি কাটাতে গেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। এই ভ্রমণে নেইমারের সঙ্গী হয়েছেন বোন রাফায়েলা এবং প্রেমিকা ব্রুনো বিয়ানকর্দি।
কদিন পরেই ক্লাব ফুটবলের লড়াই শুরু হবে আবার। তারপর বিশ্বকাপের লড়াই। খেলোয়াড়েরা নিজেদের মতো সময় কাটানোর সুযোগ খুব একটা পাবেন না আর। তাই মিয়ামির সমুদ্রে জলকেলিতে মেতে হাতে পাওয়া অবসরটুকু দারুণ উপভোগ করছেন নেইমার। সমুদ্রের পানিতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দাপাদাপির বেশ কিছু ছবিও সামনে এসেছে।
শুধু নেইমারই নন, সমুদ্রে গিয়ে নিজেদের সময়টাকে দারুণ উপভোগ করেছেন রাফায়েলা ও ব্রুনোও। এ সময় সুইম স্যুটে উত্তাপ ছড়াতেও দেখা গেছে তাঁদের। পরে তাঁদের সঙ্গে যোগ দেন নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ আর্থার মেলো। শুধু সমুদ্রেই নয়, সমুদ্রের বাইরেও আনন্দমুখর সময় পার করতে দেখা গেছে নেইমারদের।
শুরুতে ব্রুনোর সঙ্গে নেইমারের প্রেম গুঞ্জন আকারেই ছিল। গত ডিসেম্বরে প্রথম জনসমক্ষে আসেন তাঁরা। আর এখন তো চুটিয়ে প্রেম করছেন!
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১২ ঘণ্টা আগে