ক্রীড়া ডেস্ক
মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী।
হঠাৎই খেই হারানো আল নাসরকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী।
হঠাৎই খেই হারানো আল নাসরকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৫ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৭ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে