নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ১-১ নেপাল
নেপালের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে শেষ হলো বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। আক্ষেপ নিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ অভিযান। অন্যদিকে ড্র করেই প্রথমবারের মতো সাফের ফাইনালে গেল নেপাল। ম্যাচের ৮ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় ব্রুজোন শিষ্যরা। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল নেপাল। তবে গোলের একাধিক সুযোগ বাংলাদেশও তৈরি করেছ। ৭৯ মিনিটে পুরো ম্যাচে দুর্দান্ত খেলা জিকো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ছন্দ হারায় বাংলাদেশ। ৮ মিনিট পর এর খেসারতও দিতে হয়। তবে সেটি নিয়ে আছে প্রশ্ন। ম্যাচের ৮৬ মিনিটে ডি-বক্সের মধ্যে সাদ ও বিশ্বনাথের মাঝখানে বল দখলে পড়ে যান অঞ্জন বিষ্ঠা। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে দুজনের কারোর শরীরের সঙ্গেই সেভাবে সংঘর্ষ হয়নি অঞ্জন বিষ্ঠার। তবু রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৮৮ মিনিটে পেনাল্টিতে গোল করে নেপালকে সমতায় ফেরায় বিষ্ঠা। রেফারির ‘প্রশ্নবিদ্ধ’ এক সিদ্ধান্তে ১৬ বছর পর সাফের ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে গিয়েও স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।
সেই নেপালের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
৯০ +৬
ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছে। ৮৮ মিনিটে রেফারির প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরে নেপাল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে ফাইনালে নেপাল। আবারও সেই নেপালের কাছে স্বপ্নভঙ্গ। রেফারির শেষ বাঁশি বাজতেই মেজাজ হারাল বাংলাদেশের ফুটবলাররা। মাঠে পুলিশ ঢুকে শান্ত করলেন জামাল-তপুদের। আক্ষেপ নিয়ে নিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ অভিযান।
প্রশ্নবিদ্ধ রেফারিংয়ে ম্যাচে ফিরল নেপাল
৮৮ মিনিট
ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে পেনাল্টি পেল নেপাল। গোল করলেন অঞ্জন বিষ্ঠা। তীরে এসে তরি ডোবার শঙ্কায় বাংলাদেশ। আরও একবার স্বপ্নভঙ্গের দ্বারপ্রান্তে জামাল-সাদরা। স্তব্ধ হয়ে গেল গ্যালারির প্রবাসী সমর্থকরাও। গ্যালারিতে এখন পিন পতন নীরবতা।
লাল কার্ড পেল জিকো
৮০ মিনিট
বাংলাদেশ কী শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারবে? গ্যালারিতে প্রবাসী দর্শকদের বাঁধভাঙা উল্লাস। এই উল্লাস শেষ পর্যন্ত থাকলেই ১৬ বছর পর সাফের ফাইনালে উঠবে বাংলাদেশ। বলতে বলতে আক্রমণে নেপাল। গোলপোস্ট থেকে এবার বেরিয়ে এসেছেন জিকো। দলকে বিপদমুক্ত করলেন ঠিকই সেটার খেসারতও দিলেন জিকো। লাল কার্ড খেয়ে মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন জিকো। ১০ জনের বাংলাদেশ। বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। ম্যাচের আর বাকি আছে প্রায় ১০ মিনিট।
নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন জিকো
৬৫ মিনিট
আনিসুর রহমান জিকো আরও একবার বাংলাদেশকে বিপদমুক্ত করলেন। বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন জিকো। ‘দ্য সেভিয়ার’ জিকো অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন বাংলাদেশের গোলপোস্ট। ইব্রাহিমকে তুলে নিয়ে মতিনকে মাঠে নামানো হলো।
জামালকে তুলে সোহেলকে নামালেন অস্কার
৬৩ মিনিট
ম্যাচের প্রায় ৩০ মিনিটের খেলা বাকি। ফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। সেই কাঙ্ক্ষিত জয় পেতে হলে ১-০ গোলের লিড ধরে রাখতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। কারণ ফাইনাল খেলতে বাংলাদেশের দরকার পূর্ণ ৩ পয়েন্ট। অন্যদিকে নেপাল ড্র করলেই ফাইনালে যাবে। ৬৩ মিনিটে জামাল ভূঁইয়াকে তুলে নিয়ে সোহেল রানাকে নামালেন অস্কার।
সহজ সুযোগ হাতছাড়া করলেন সুমন
৫৬ মিনিট
পাল্টা আক্রমণে বাংলাদেশ। সুমন রেজা বক্সে ঢুকে পড়েছেন। নেপাল গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারলেন না সুমন।
দ্বিতীয়ার্ধেও বল পজিশনে নেপালের আধিপত্য
৫০ মিনিট
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। এই ৪৫ মিনিট রক্ষণে দেয়াল দিতে হবে তপু-বিশ্বনাথদের। শুরুতেই ফ্রি কিক পেল নেপাল। আইয়ুশ ফ্রি কিক নিতে যাচ্ছেন। আইয়ুশের ফ্রি কিক হেড। ফিস্ট করে বিপদমুক্ত করলেন জিকো। গোল শোধে মরিয়া নেপাল। ম্যাচের ৫০ মিনিটের খেলা এগিয়ে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। ১ গোলের ভরসা নেই। যেকোনো মুহূর্তে ম্যাচ ফিরতে পারে নেপাল। বলতে বলতে আক্রমণে নেপাল। বিপদ হতে পারে! দুর্দান্তভাবে দলকে বিপদমুক্ত করলেন জিকো।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
৪৫ +৩
প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে। আক্রমণে নেপাল। আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশের পায়ে বল। বলতে বলতে শট নিলেন রাকিব। তবে লক্ষ্যভ্রষ্ট। রেফারির লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথমার্ধে বাকি আছে আর ৪ মিনিট
৪৩ মিনিট
নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া মিলিয়ে দারুণ ফুটবল খেলছে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে সাদ বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছে। প্রথমার্ধে শেষ দিকের শেষ দিকের খেলা চলছে। বাংলাদেশ আক্রমণে উঠলেই বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে ফেটে পড়ছে প্রবাসী দর্শকরা।
বল পজিশনে নেপাল এগিয়ে গোলে এগিয়ে বাংলাদেশ
৩৫ মিনিট
বল পজিশনে নেপাল এগিয়ে থাকলেও গোল করেছে বাংলাদেশ। ৮ মিনিটে সুমন রেজা সেই কাজের কাজ করেন। ম্যাচের প্রায় ৩৫ মিনিটের খেলা এগিয়ে। প্রবাসী সমর্থকদের ভুভুজেলায় মুখরিত মালে জাতীয় স্টেডিয়াম। মালে জাতীয় স্টেডিয়াম এই মুহূর্তে যেন এক টুকরো বাংলাদেশ।
সুযোগ এবার কাজে লাগাতে পারলেন না সুমন
২২ মিনিট
ম্যাচের ২২ মিনিটের খেলা এগিয়ে। ৮ মিনিটে সুমন রেজার গোলে এখন পর্যন্ত ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। বলতে বলতে আবারও আক্রমণে বাংলাদেশ। সেই সুমন রেজা বক্সে ঢুকে পড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংটা হলো না। ডান প্রান্তে ফাঁকা ছিলেন ইব্রাহিম। কিন্তু নিজেই শট নিতে গিয়ে এবার লক্ষ্যভেদ করতে পারলেন না সুমন।
সুযোগ হাতছাড়া করল নেপাল
১৬ মিনিট
দারুণ এক সুযোগ কাজে লাগাতে পারলেন না রোহিত চাঁদ। সামনে বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছাড়া কেউ ছিলেন না। বল পোস্টে রাখতে পারলেই ম্যাচে ফিরতে পারত নেপাল। কিন্তু রোহিত নার্ভ ধরে রাখতে পারলেন না। শট করলেন পোস্টের অনেক ওপর দিয়ে।
সুমনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ
৮ মিনিট
জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ালেন সুমন রেজা। লাল সবুজের জার্সিতে প্রথম গোল পেলেন সুমন। মতিন মিয়ার জায়গায় আজ সুমনকে খেলিয়ে টোটকাটা কাজে লাগালেন ব্রুজোন। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে গেল বাংলাদেশ। এখন রক্ষণভাগকে তাদের কাজটা ঠিকঠাক করে এই লিডটা ধরে রাখতে হবে।
শুরুতে কিছুটা ছন্নছাড়া বাংলাদেশ
৭ মিনিট
এই বছর এখন পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে বাংলাদেশ-নেপালের মধ্যে। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ নেপাল দুই দলই। বাকি দুটি ম্যাচ হয়েছিল ড্র।পরিসংখ্যান আশা দেখাচ্ছে বাংলাদেশকে । আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে পারলেই সাফের স্বপ্নের ফাইনালে পা রাখবে অস্কার ব্রুজোন শিষ্যরা। ম্যাচের শুরুতেই ফ্রি কিক পেল নেপাল। তবে এ যাত্রায় বেঁচে গেল জামাল ভূঁইয়ারা। শুরুতে কিছুটা ছন্নছাড়া বাংলাদেশ।
ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের সামনে আজ বাঁচামরার লড়াই। নেপালকে হারাতে পারলেই ১৬ বছর পর সাফের ফাইনালয়ে উঠবে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে মূল একাদশে দুই ফরোয়ার্ডকে দলে রেখেছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। সাদ উদ্দিনের সঙ্গে একাদশে আছেন ফরোয়ার্ড সুমন রেজা। কার্ড জটিলতায় মালদ্বীপ ম্যাচে খেলতে না পারা দুই খেলোয়াড় রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ ফিরেছেন একাদশে।
বাংলাদেশ একাদশ
তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা , জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, সাদ উদ্দিন, সুমন রেজা, আনিসুর রহমান জিকো।
বাংলাদেশ ১-১ নেপাল
নেপালের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে শেষ হলো বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। আক্ষেপ নিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ অভিযান। অন্যদিকে ড্র করেই প্রথমবারের মতো সাফের ফাইনালে গেল নেপাল। ম্যাচের ৮ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় ব্রুজোন শিষ্যরা। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল নেপাল। তবে গোলের একাধিক সুযোগ বাংলাদেশও তৈরি করেছ। ৭৯ মিনিটে পুরো ম্যাচে দুর্দান্ত খেলা জিকো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ছন্দ হারায় বাংলাদেশ। ৮ মিনিট পর এর খেসারতও দিতে হয়। তবে সেটি নিয়ে আছে প্রশ্ন। ম্যাচের ৮৬ মিনিটে ডি-বক্সের মধ্যে সাদ ও বিশ্বনাথের মাঝখানে বল দখলে পড়ে যান অঞ্জন বিষ্ঠা। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে দুজনের কারোর শরীরের সঙ্গেই সেভাবে সংঘর্ষ হয়নি অঞ্জন বিষ্ঠার। তবু রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৮৮ মিনিটে পেনাল্টিতে গোল করে নেপালকে সমতায় ফেরায় বিষ্ঠা। রেফারির ‘প্রশ্নবিদ্ধ’ এক সিদ্ধান্তে ১৬ বছর পর সাফের ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে গিয়েও স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।
সেই নেপালের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
৯০ +৬
ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছে। ৮৮ মিনিটে রেফারির প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরে নেপাল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে ফাইনালে নেপাল। আবারও সেই নেপালের কাছে স্বপ্নভঙ্গ। রেফারির শেষ বাঁশি বাজতেই মেজাজ হারাল বাংলাদেশের ফুটবলাররা। মাঠে পুলিশ ঢুকে শান্ত করলেন জামাল-তপুদের। আক্ষেপ নিয়ে নিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ অভিযান।
প্রশ্নবিদ্ধ রেফারিংয়ে ম্যাচে ফিরল নেপাল
৮৮ মিনিট
ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে পেনাল্টি পেল নেপাল। গোল করলেন অঞ্জন বিষ্ঠা। তীরে এসে তরি ডোবার শঙ্কায় বাংলাদেশ। আরও একবার স্বপ্নভঙ্গের দ্বারপ্রান্তে জামাল-সাদরা। স্তব্ধ হয়ে গেল গ্যালারির প্রবাসী সমর্থকরাও। গ্যালারিতে এখন পিন পতন নীরবতা।
লাল কার্ড পেল জিকো
৮০ মিনিট
বাংলাদেশ কী শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারবে? গ্যালারিতে প্রবাসী দর্শকদের বাঁধভাঙা উল্লাস। এই উল্লাস শেষ পর্যন্ত থাকলেই ১৬ বছর পর সাফের ফাইনালে উঠবে বাংলাদেশ। বলতে বলতে আক্রমণে নেপাল। গোলপোস্ট থেকে এবার বেরিয়ে এসেছেন জিকো। দলকে বিপদমুক্ত করলেন ঠিকই সেটার খেসারতও দিলেন জিকো। লাল কার্ড খেয়ে মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন জিকো। ১০ জনের বাংলাদেশ। বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। ম্যাচের আর বাকি আছে প্রায় ১০ মিনিট।
নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন জিকো
৬৫ মিনিট
আনিসুর রহমান জিকো আরও একবার বাংলাদেশকে বিপদমুক্ত করলেন। বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন জিকো। ‘দ্য সেভিয়ার’ জিকো অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন বাংলাদেশের গোলপোস্ট। ইব্রাহিমকে তুলে নিয়ে মতিনকে মাঠে নামানো হলো।
জামালকে তুলে সোহেলকে নামালেন অস্কার
৬৩ মিনিট
ম্যাচের প্রায় ৩০ মিনিটের খেলা বাকি। ফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। সেই কাঙ্ক্ষিত জয় পেতে হলে ১-০ গোলের লিড ধরে রাখতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। কারণ ফাইনাল খেলতে বাংলাদেশের দরকার পূর্ণ ৩ পয়েন্ট। অন্যদিকে নেপাল ড্র করলেই ফাইনালে যাবে। ৬৩ মিনিটে জামাল ভূঁইয়াকে তুলে নিয়ে সোহেল রানাকে নামালেন অস্কার।
সহজ সুযোগ হাতছাড়া করলেন সুমন
৫৬ মিনিট
পাল্টা আক্রমণে বাংলাদেশ। সুমন রেজা বক্সে ঢুকে পড়েছেন। নেপাল গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারলেন না সুমন।
দ্বিতীয়ার্ধেও বল পজিশনে নেপালের আধিপত্য
৫০ মিনিট
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। এই ৪৫ মিনিট রক্ষণে দেয়াল দিতে হবে তপু-বিশ্বনাথদের। শুরুতেই ফ্রি কিক পেল নেপাল। আইয়ুশ ফ্রি কিক নিতে যাচ্ছেন। আইয়ুশের ফ্রি কিক হেড। ফিস্ট করে বিপদমুক্ত করলেন জিকো। গোল শোধে মরিয়া নেপাল। ম্যাচের ৫০ মিনিটের খেলা এগিয়ে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। ১ গোলের ভরসা নেই। যেকোনো মুহূর্তে ম্যাচ ফিরতে পারে নেপাল। বলতে বলতে আক্রমণে নেপাল। বিপদ হতে পারে! দুর্দান্তভাবে দলকে বিপদমুক্ত করলেন জিকো।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
৪৫ +৩
প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে। আক্রমণে নেপাল। আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশের পায়ে বল। বলতে বলতে শট নিলেন রাকিব। তবে লক্ষ্যভ্রষ্ট। রেফারির লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথমার্ধে বাকি আছে আর ৪ মিনিট
৪৩ মিনিট
নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া মিলিয়ে দারুণ ফুটবল খেলছে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে সাদ বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছে। প্রথমার্ধে শেষ দিকের শেষ দিকের খেলা চলছে। বাংলাদেশ আক্রমণে উঠলেই বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে ফেটে পড়ছে প্রবাসী দর্শকরা।
বল পজিশনে নেপাল এগিয়ে গোলে এগিয়ে বাংলাদেশ
৩৫ মিনিট
বল পজিশনে নেপাল এগিয়ে থাকলেও গোল করেছে বাংলাদেশ। ৮ মিনিটে সুমন রেজা সেই কাজের কাজ করেন। ম্যাচের প্রায় ৩৫ মিনিটের খেলা এগিয়ে। প্রবাসী সমর্থকদের ভুভুজেলায় মুখরিত মালে জাতীয় স্টেডিয়াম। মালে জাতীয় স্টেডিয়াম এই মুহূর্তে যেন এক টুকরো বাংলাদেশ।
সুযোগ এবার কাজে লাগাতে পারলেন না সুমন
২২ মিনিট
ম্যাচের ২২ মিনিটের খেলা এগিয়ে। ৮ মিনিটে সুমন রেজার গোলে এখন পর্যন্ত ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। বলতে বলতে আবারও আক্রমণে বাংলাদেশ। সেই সুমন রেজা বক্সে ঢুকে পড়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংটা হলো না। ডান প্রান্তে ফাঁকা ছিলেন ইব্রাহিম। কিন্তু নিজেই শট নিতে গিয়ে এবার লক্ষ্যভেদ করতে পারলেন না সুমন।
সুযোগ হাতছাড়া করল নেপাল
১৬ মিনিট
দারুণ এক সুযোগ কাজে লাগাতে পারলেন না রোহিত চাঁদ। সামনে বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছাড়া কেউ ছিলেন না। বল পোস্টে রাখতে পারলেই ম্যাচে ফিরতে পারত নেপাল। কিন্তু রোহিত নার্ভ ধরে রাখতে পারলেন না। শট করলেন পোস্টের অনেক ওপর দিয়ে।
সুমনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ
৮ মিনিট
জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ালেন সুমন রেজা। লাল সবুজের জার্সিতে প্রথম গোল পেলেন সুমন। মতিন মিয়ার জায়গায় আজ সুমনকে খেলিয়ে টোটকাটা কাজে লাগালেন ব্রুজোন। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে গেল বাংলাদেশ। এখন রক্ষণভাগকে তাদের কাজটা ঠিকঠাক করে এই লিডটা ধরে রাখতে হবে।
শুরুতে কিছুটা ছন্নছাড়া বাংলাদেশ
৭ মিনিট
এই বছর এখন পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে বাংলাদেশ-নেপালের মধ্যে। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ নেপাল দুই দলই। বাকি দুটি ম্যাচ হয়েছিল ড্র।পরিসংখ্যান আশা দেখাচ্ছে বাংলাদেশকে । আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে পারলেই সাফের স্বপ্নের ফাইনালে পা রাখবে অস্কার ব্রুজোন শিষ্যরা। ম্যাচের শুরুতেই ফ্রি কিক পেল নেপাল। তবে এ যাত্রায় বেঁচে গেল জামাল ভূঁইয়ারা। শুরুতে কিছুটা ছন্নছাড়া বাংলাদেশ।
ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের সামনে আজ বাঁচামরার লড়াই। নেপালকে হারাতে পারলেই ১৬ বছর পর সাফের ফাইনালয়ে উঠবে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে মূল একাদশে দুই ফরোয়ার্ডকে দলে রেখেছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন। সাদ উদ্দিনের সঙ্গে একাদশে আছেন ফরোয়ার্ড সুমন রেজা। কার্ড জটিলতায় মালদ্বীপ ম্যাচে খেলতে না পারা দুই খেলোয়াড় রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ ফিরেছেন একাদশে।
বাংলাদেশ একাদশ
তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা , জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, সাদ উদ্দিন, সুমন রেজা, আনিসুর রহমান জিকো।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
২৬ মিনিট আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
১ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
২ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৬ ঘণ্টা আগে