নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানাডাপ্রবাসী ফুটবলার সমিত সোমকে নিয়ে এখন চলছে নানা কথাবার্তা। প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে কদিন আগে খেলার ইচ্ছা পোষণ করেছেন বলে শোনা গেছে। জামাল ভূঁইয়ার মতে এমনটা হলে বাংলাদেশ ফুটবলই উপকৃত হবে।
ঢাকার এক মাঠে আজ বৈশাখের প্রথম দিনে জামাল ভূঁইয়া কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সমিতকে নিয়ে অনেক আলাপ-আলোচনাই হয়েছে জামালের সঙ্গে। সমিত কোথায় খেলেন, সেটা তিনি (জামাল) জানতে চাইলে সাংবাদিকেরা জানিয়েছেন সমিত কানাডার একটা লিগে খেলেন। কানাডাপ্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন, তাতে খুশি জামাল। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘এটা একটা ইতিবাচক দিক। কানাডার লিগ তো ভালো। যেহেতু সে (সমিত) উচ্চপর্যায়ে খেলছে, এটা দেশের জন্য অনেক ভালো হবে।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর কদিন আগে অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। অভিষেকে আলো ছড়ানো হামজার কারণেই মূলত অন্যান্য প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
প্রবাসী ফুটবলারদের খেলা প্রসঙ্গে জামাল উল্লেখ করেছেন তারিক কাজীর নাম। আর স্বয়ং জামাল তো ডেনমার্কপ্রবাসী ফুটবলার। সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারিক কাজী তো ডিফেন্ডার। স্ট্রাইকার বাইরে কে কে আছে, আমি জানিনা। তবে হঠাৎ একটা স্ট্রাইকার চলে আসবে। এটা নিশ্চিত। তবে এখন পর্যন্ত বিদেশি স্ট্রাইকার দেখিনি।’
বৈশাখের প্রথম দিনে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামাল। বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির ঐতিহ্যগতভাবে ইলিশ খাওয়ার যে চল আছে, সেটাই সাংবাদিকেরা মনে করিয়ে দিয়েছেন জামালকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইলিশ তো অনেকবার খেয়েছি।’ আজ ইলিশ খেয়েছেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জামাল মনে করার চেষ্টা করলেন যে কী তিনি খেয়েছেন। বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘আজ খিচুড়ি আর গরুর মাংস দিয়েছে। এমনিতে আজ সবজি আর মুরগি খাব। আর কিছু খাব না।’
বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশের মাঠেই হবে। এছাড়া এ বছরের শেষের দিকে বাংলাদেশকে খেলতে হবে তিনটি ম্যাচ। যার মধ্যে দুটি হংকংয়ের বিপক্ষে আর একটি ভারতের বিপক্ষে ঘরের মাঠ। যেখানে ভারতকে কদিন আগেই হামজার অভিষেকে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোকে জামাল গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন বছরে সামনে খেলা আছে। সিঙ্গাপুরের পর হংকংয়ের বিপক্ষে। দুইটাই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে যদি আমরা ৬ পয়েন্ট নিতে পারি, তাহলে আমরা ভালো একটা অবস্থানে যাব। আর বছরের শেষে সবচেয়ে বড় ও মজার ম্যাচ, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো ভারতের বিপক্ষে ম্যাচ।’
বাংলাদেশের হয়ে খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সমিত যে সবুজ সংকেত দিয়েছেন, সেটা জানা গেছে কদিন আগেই। ১১ এপ্রিল ঢাকার এক বিখ্যাত হোটেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সমিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে।’
হামজার পর জাতীয় দলের জন্য সমিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
কানাডাপ্রবাসী ফুটবলার সমিত সোমকে নিয়ে এখন চলছে নানা কথাবার্তা। প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে কদিন আগে খেলার ইচ্ছা পোষণ করেছেন বলে শোনা গেছে। জামাল ভূঁইয়ার মতে এমনটা হলে বাংলাদেশ ফুটবলই উপকৃত হবে।
ঢাকার এক মাঠে আজ বৈশাখের প্রথম দিনে জামাল ভূঁইয়া কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সমিতকে নিয়ে অনেক আলাপ-আলোচনাই হয়েছে জামালের সঙ্গে। সমিত কোথায় খেলেন, সেটা তিনি (জামাল) জানতে চাইলে সাংবাদিকেরা জানিয়েছেন সমিত কানাডার একটা লিগে খেলেন। কানাডাপ্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন, তাতে খুশি জামাল। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘এটা একটা ইতিবাচক দিক। কানাডার লিগ তো ভালো। যেহেতু সে (সমিত) উচ্চপর্যায়ে খেলছে, এটা দেশের জন্য অনেক ভালো হবে।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর কদিন আগে অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। অভিষেকে আলো ছড়ানো হামজার কারণেই মূলত অন্যান্য প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
প্রবাসী ফুটবলারদের খেলা প্রসঙ্গে জামাল উল্লেখ করেছেন তারিক কাজীর নাম। আর স্বয়ং জামাল তো ডেনমার্কপ্রবাসী ফুটবলার। সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারিক কাজী তো ডিফেন্ডার। স্ট্রাইকার বাইরে কে কে আছে, আমি জানিনা। তবে হঠাৎ একটা স্ট্রাইকার চলে আসবে। এটা নিশ্চিত। তবে এখন পর্যন্ত বিদেশি স্ট্রাইকার দেখিনি।’
বৈশাখের প্রথম দিনে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামাল। বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির ঐতিহ্যগতভাবে ইলিশ খাওয়ার যে চল আছে, সেটাই সাংবাদিকেরা মনে করিয়ে দিয়েছেন জামালকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইলিশ তো অনেকবার খেয়েছি।’ আজ ইলিশ খেয়েছেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জামাল মনে করার চেষ্টা করলেন যে কী তিনি খেয়েছেন। বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘আজ খিচুড়ি আর গরুর মাংস দিয়েছে। এমনিতে আজ সবজি আর মুরগি খাব। আর কিছু খাব না।’
বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশের মাঠেই হবে। এছাড়া এ বছরের শেষের দিকে বাংলাদেশকে খেলতে হবে তিনটি ম্যাচ। যার মধ্যে দুটি হংকংয়ের বিপক্ষে আর একটি ভারতের বিপক্ষে ঘরের মাঠ। যেখানে ভারতকে কদিন আগেই হামজার অভিষেকে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোকে জামাল গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন বছরে সামনে খেলা আছে। সিঙ্গাপুরের পর হংকংয়ের বিপক্ষে। দুইটাই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে যদি আমরা ৬ পয়েন্ট নিতে পারি, তাহলে আমরা ভালো একটা অবস্থানে যাব। আর বছরের শেষে সবচেয়ে বড় ও মজার ম্যাচ, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো ভারতের বিপক্ষে ম্যাচ।’
বাংলাদেশের হয়ে খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সমিত যে সবুজ সংকেত দিয়েছেন, সেটা জানা গেছে কদিন আগেই। ১১ এপ্রিল ঢাকার এক বিখ্যাত হোটেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সমিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে।’
হামজার পর জাতীয় দলের জন্য সমিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
১ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে