Ajker Patrika

রিয়ালে প্রতি মৌসুমে প্রায় ২০০ কোটি টাকা পাবেন এমবাপ্পে 

আপডেট : ০২ জুন ২০২৪, ২১: ১৬
রিয়ালে প্রতি মৌসুমে প্রায় ২০০ কোটি টাকা পাবেন এমবাপ্পে 

মে মাসের প্রথমদিকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা দেন কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে কোথায় যাবেন, তখন গুঞ্জন হিসেবে শোনা যেতে থাকে রিয়াল মাদ্রিদের নাম। শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করেই ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড। 

বিবিসি আজ এক প্রতিবেদনে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পের চুক্তির কথা নিশ্চিত করেছে। ৩০ জুন যখন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে, তখন ফ্রি ট্রান্সফারে রিয়ালে চলে যাবেন তিনি। ২০২৯ পর্যন্ত চুক্তি হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। মৌসুমপ্রতি ১.৫ কোটি ইউরো করে পাবেন, বাংলাদেশি মুদ্রায় যা ১৯১ কোটি ৫ লাখ টাকা। পাশাপাশি চুক্তির জন্য বোনাস হিসেবে পাঁচ বছর পাবেন ১৫ কোটি ইউরো (বাংলাদেশি ১৯১০ কোটি ৫২ লাখ টাকা)। ইমেজ রাইট থেকেও লভ্যাংশ পাবেন তিনি। ১ জুলাই যখন লা লিগার নতুন ট্রান্সফার মৌসুম শুরু হবে, তখন স্পেনে চলে যাবেন। মাদ্রিদ আগামী সপ্তাহে চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে বিবিসি জানিয়েছে। ২০২৪ ইউরো শেষে সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। 

রিয়াল মাদ্রিদে লুকা মদরিচের সঙ্গে খেলার সুযোগ থাকছে এমবাপ্পের। ২০২৫ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন মদরিচ। ওয়েম্বলিতে গত রাতে ১৫ তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে রিয়াল। ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি ঠিকই। তবে দ্বিতীয়ার্ধে ৭৪ ও ৮৩—৯ মিনিটে রিয়ালের গোল দুটি করেন দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল পায় ২-০ গোলের জয়। 

২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপ্পে। প্যারিসিয়ানদের হয়ে ৩০৮ ম্যাচে করেন ২৫৬ গোল। অ্যাসিস্ট করেছেন ১০৮ গোলে। পিএসজিতে জিতেছেন ১৫ শিরোপা। যার মধ্যে ৬ বার জিতেছেন লিগ ওয়ান। তবে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি এমবাপ্পে। পিএসজিকে ১-০ গোলে কাঁদিয়ে ৪ বছর আগে চ্যাম্পিয়নস লিগ জেতে বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত