কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তরুণদের তুলনা তো নতুন কিছু নয়। ক্রিকেট, ফুটবলসহ বেশিরভাগ খেলায় ঐতিহ্যবাহী দল, ক্লাবগুলোতে এমন তুলনা হয়ে থাকে। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আসার পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরী মনে করেন তাঁকে (এমবাপ্পে)। তবে এমবাপ্পে জানালেন, ঐতিহ্যবাহী ক্লাবে নিজের স্বকীয়তা ধরে রাখতে চান।
সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জেতে ২-০ গোলে। যেখানে ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে প্রথম গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয় গোল এমবাপ্পে করেন পেনাল্টি থেকে। লা লিগায় প্রথমবার গোল পাওয়ার পর এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়, রোনালদোর ছায়া তিনি (এমবাপ্পে) নিজের মধ্যে দেখতে পান কি না। এমবাপ্পে তখন বলেন, ‘রোনালদোকে নিয়ে ভাবছি না। তার প্রতি সম্মান রেখেই আমি বলছি সেটা। সবাই আপনারা জানেন যে এখানে কিলিয়ান হতে এসেছি।’
রিয়ালে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান এমবাপ্পে। উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোলটি করেন তিনি। তবে লা লিগায় গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে এসে। স্প্যানিশ লিগটিতে গোলের হালখাতা খোলার পর এমবাপ্পে বলেন, ‘এটা দারুণ এক মুহূর্ত। ঐতিহাসিক এই স্টেডিয়ামে গোল করতে মুখিয়ে ছিলাম। বিশ্বেরই সেরা স্টেডিয়াম এটা। আমার ক্যারিয়ারে অসংখ্য গোল করেছি। আরও করব। তিন ম্যাচে গোল না পাওয়া আমার জন্য বড় ব্যাপার ছিল। তবে ঠিক আছে। সতীর্থদের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল।’
চ্যাম্পিয়নস লিগ, লা লিগা দুটিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ২০২৪-২৫ লা লিগায় তাদের শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতেছিল ‘রয়্যাল মাদ্রিদ’। বাকি দুই ম্যাচ করেছিল ড্র। নিজের গোলের চেয়েও গত রাতে দলের জয়কে এগিয়ে রাখছেন এমবাপ্পে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জয়। লাস পালমাস ম্যাচের পর আমাদের জিততেই হতো। যদিও আমরা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। যেখানে সবাই আমাদের প্রতিপক্ষ। তবে আমরা রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত জিতেছি।’
পিএসজি থেকে এবারই রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির হয়ে কোনোবার চ্যাম্পিয়নস লিগ না জেতা হলেও ৬ বার লিগ ওয়ান, ৪ বার ফ্রেঞ্চ কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ইউরোপ পর্ব শেষে গত দেড় বছর সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পর্তুগিজ তারকা লা লিগায় ২৯২ ম্যাচে করেছিলেন ৩১১ গোল।
কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তরুণদের তুলনা তো নতুন কিছু নয়। ক্রিকেট, ফুটবলসহ বেশিরভাগ খেলায় ঐতিহ্যবাহী দল, ক্লাবগুলোতে এমন তুলনা হয়ে থাকে। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আসার পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরী মনে করেন তাঁকে (এমবাপ্পে)। তবে এমবাপ্পে জানালেন, ঐতিহ্যবাহী ক্লাবে নিজের স্বকীয়তা ধরে রাখতে চান।
সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জেতে ২-০ গোলে। যেখানে ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে প্রথম গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয় গোল এমবাপ্পে করেন পেনাল্টি থেকে। লা লিগায় প্রথমবার গোল পাওয়ার পর এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়, রোনালদোর ছায়া তিনি (এমবাপ্পে) নিজের মধ্যে দেখতে পান কি না। এমবাপ্পে তখন বলেন, ‘রোনালদোকে নিয়ে ভাবছি না। তার প্রতি সম্মান রেখেই আমি বলছি সেটা। সবাই আপনারা জানেন যে এখানে কিলিয়ান হতে এসেছি।’
রিয়ালে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান এমবাপ্পে। উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোলটি করেন তিনি। তবে লা লিগায় গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে এসে। স্প্যানিশ লিগটিতে গোলের হালখাতা খোলার পর এমবাপ্পে বলেন, ‘এটা দারুণ এক মুহূর্ত। ঐতিহাসিক এই স্টেডিয়ামে গোল করতে মুখিয়ে ছিলাম। বিশ্বেরই সেরা স্টেডিয়াম এটা। আমার ক্যারিয়ারে অসংখ্য গোল করেছি। আরও করব। তিন ম্যাচে গোল না পাওয়া আমার জন্য বড় ব্যাপার ছিল। তবে ঠিক আছে। সতীর্থদের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল।’
চ্যাম্পিয়নস লিগ, লা লিগা দুটিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ২০২৪-২৫ লা লিগায় তাদের শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতেছিল ‘রয়্যাল মাদ্রিদ’। বাকি দুই ম্যাচ করেছিল ড্র। নিজের গোলের চেয়েও গত রাতে দলের জয়কে এগিয়ে রাখছেন এমবাপ্পে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জয়। লাস পালমাস ম্যাচের পর আমাদের জিততেই হতো। যদিও আমরা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। যেখানে সবাই আমাদের প্রতিপক্ষ। তবে আমরা রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত জিতেছি।’
পিএসজি থেকে এবারই রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির হয়ে কোনোবার চ্যাম্পিয়নস লিগ না জেতা হলেও ৬ বার লিগ ওয়ান, ৪ বার ফ্রেঞ্চ কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ইউরোপ পর্ব শেষে গত দেড় বছর সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পর্তুগিজ তারকা লা লিগায় ২৯২ ম্যাচে করেছিলেন ৩১১ গোল।
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে