Ajker Patrika

রাকিবের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৪৫
রাকিবের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে একমাত্র গোলটি করেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। 

কম্বোডিয়ার রাজধানী নম পেনের মরোডক টেকো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও কম্বোডিয়ার বিপক্ষে আগের চার দেখায় কখনো হারেনি বাংলাদেশ। সেই অতীত মাথায় রেখে স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে গোলের খোঁজে ঝাঁপিয়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। 

১৪ মিনিটের মাথায় গোলের দারুণ এক সুযোগ নষ্ট করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বনাথের লম্বা থ্রো থেকে জামালের আলতো ছোঁয়া পোস্টে থাকলেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। 

১৯ মিনিটে দারুণ এক সেভে দলকে রক্ষা করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সিন কাকাডার দূরপাল্লার শট ফিস্টে ঠেকান জিকো। 

২৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। দারুণ এক ফিনিশিংয়ে লাল-সবুজদের এগিয়ে দেন রাকিব।। বক্সের বাইরে থেকে মতিন মিয়ার রক্ষণচেরা পাসে ডান পায়ের শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত