নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিফা র্যাঙ্কিংয়ের ১৫০তম স্থানে থাকা গাম্বিয়াকে আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ টম সেইন্টফিট। আফ্রিকান দেশগুলোর ফুটবল ঐতিহ্য সেইন্টফিটকে সাফল্য পেতে সাহায্য করেছে বলে মনে করেন বাংলাদেশেরই আরেক সাবেক কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। এই দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসাই জাতীয় দলকে সাফল্য এনে দিতে পারে বলেও মত এই আর্জেন্টাইনের।
বাংলাদেশের কোচ হওয়ার আগে আফ্রিকান দেশ হাইতিতে কিছুদিন কাজ করেছেন ক্রুসিয়ানি। আফ্রিকানদের খেলার ধরণ আর ফুটবলের প্রতি ভালোবাসা সম্পর্কে তাই বেশ ভালো ধারণা তাঁর। সেই ধারণা থেকেই আজ সংবাদ মাধ্যমকে বললেন, ‘আমি আফ্রিকাতে কাজ করেছি। তাই তাদের সম্পর্কে জানি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো ফুটবলে আফ্রিকার চেয়ে ৪০ বছর পিছিয়ে। সেখানকার দলগুলো ভীষণ শক্তিশালী। আপনি কী মনে করেন ফ্রান্স বিশ্বকাপ জিতেছে? জিতিয়েছে সেখানকার আফ্রিকান ফুটবলাররা। আমি ফ্রান্সের সাফল্যকে খাটো করছি না। কিন্তু তাদের বেশিরভাগ ফুটবলার এসেছে আফ্রিকা থেকে। তারা জিনগত ভাবেই শক্তিশালী।’
ফুটবলে সাফল্য পেতে হলে তৃণমূল থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প দেখছেন না ক্রুসিয়ানি, ‘ইউরোপ, আমেরিকায় যে জায়গা নিয়ে বেশি কাজ হয় তা হলো ফর্মেশন। বাচ্চাদের থেকে শুরু করে কিশোরদের-সব জায়গায় এ নিয়ে কাজ হয়। বাংলাদেশেও এ নিয়ে কাজ হওয়া উচিৎ। এটাই সাফল্যের চাবিকাঠি। উদাহরণ হিসেবে বলা যায়-আমাদের বেশি বেশি স্ট্রাইকার, গোলস্কোরার লাগবে। তৃণমূলে যদি এ নিয়ে কাজ করা যায় সাফল্য আসবেই। কিন্তু এই দেশে ফুটবল আগের মতো জনপ্রিয় নয়, এটাও বড় সমস্যা। এই দেশের বিপুল জনসংখ্যা ফুটবল সমর্থনে কাজে লাগানো উচিৎ। ফেডারেশন, ক্লাব, গণমাধ্যম-সবাইকেই একসঙ্গে ফুটবলকে জনপ্রিয় করতে কাজ করতে হবে। অবকাঠামোর উন্নয়ন করতে হবে। আফ্রিকায় বাচ্চারা রাস্তা থেকে শুরু করে সবখানেই ফুটবল নিয়ে ব্যস্ত। এটাই তো পার্থক্য!’
বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ফুটবল দল সাইফ স্পোর্টিংয়ের কোচিংয়ের দায়িত্বে আছেন ক্রুসিয়ানি। আজ সাইফের অনুশীলন দেখতে এসেছিলেন ক্রুসিয়ানির উত্তরসূরি ও বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। উত্তরসূরিকে কী পরামর্শ দিয়েছেন ক্রুসিয়ানি? জবাবে আর্জেন্টাইনের উত্তর, ‘আমি ইতিমধ্যে তাঁকে (কাবরেরা) বলেছি দেখতে থাক। সবকিছু জানার চেষ্টা কর। বলেছি এখান থেকে ভালো কাউকে তুমি পাবেই।’
ফিফা র্যাঙ্কিংয়ের ১৫০তম স্থানে থাকা গাম্বিয়াকে আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ টম সেইন্টফিট। আফ্রিকান দেশগুলোর ফুটবল ঐতিহ্য সেইন্টফিটকে সাফল্য পেতে সাহায্য করেছে বলে মনে করেন বাংলাদেশেরই আরেক সাবেক কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। এই দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসাই জাতীয় দলকে সাফল্য এনে দিতে পারে বলেও মত এই আর্জেন্টাইনের।
বাংলাদেশের কোচ হওয়ার আগে আফ্রিকান দেশ হাইতিতে কিছুদিন কাজ করেছেন ক্রুসিয়ানি। আফ্রিকানদের খেলার ধরণ আর ফুটবলের প্রতি ভালোবাসা সম্পর্কে তাই বেশ ভালো ধারণা তাঁর। সেই ধারণা থেকেই আজ সংবাদ মাধ্যমকে বললেন, ‘আমি আফ্রিকাতে কাজ করেছি। তাই তাদের সম্পর্কে জানি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো ফুটবলে আফ্রিকার চেয়ে ৪০ বছর পিছিয়ে। সেখানকার দলগুলো ভীষণ শক্তিশালী। আপনি কী মনে করেন ফ্রান্স বিশ্বকাপ জিতেছে? জিতিয়েছে সেখানকার আফ্রিকান ফুটবলাররা। আমি ফ্রান্সের সাফল্যকে খাটো করছি না। কিন্তু তাদের বেশিরভাগ ফুটবলার এসেছে আফ্রিকা থেকে। তারা জিনগত ভাবেই শক্তিশালী।’
ফুটবলে সাফল্য পেতে হলে তৃণমূল থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প দেখছেন না ক্রুসিয়ানি, ‘ইউরোপ, আমেরিকায় যে জায়গা নিয়ে বেশি কাজ হয় তা হলো ফর্মেশন। বাচ্চাদের থেকে শুরু করে কিশোরদের-সব জায়গায় এ নিয়ে কাজ হয়। বাংলাদেশেও এ নিয়ে কাজ হওয়া উচিৎ। এটাই সাফল্যের চাবিকাঠি। উদাহরণ হিসেবে বলা যায়-আমাদের বেশি বেশি স্ট্রাইকার, গোলস্কোরার লাগবে। তৃণমূলে যদি এ নিয়ে কাজ করা যায় সাফল্য আসবেই। কিন্তু এই দেশে ফুটবল আগের মতো জনপ্রিয় নয়, এটাও বড় সমস্যা। এই দেশের বিপুল জনসংখ্যা ফুটবল সমর্থনে কাজে লাগানো উচিৎ। ফেডারেশন, ক্লাব, গণমাধ্যম-সবাইকেই একসঙ্গে ফুটবলকে জনপ্রিয় করতে কাজ করতে হবে। অবকাঠামোর উন্নয়ন করতে হবে। আফ্রিকায় বাচ্চারা রাস্তা থেকে শুরু করে সবখানেই ফুটবল নিয়ে ব্যস্ত। এটাই তো পার্থক্য!’
বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ফুটবল দল সাইফ স্পোর্টিংয়ের কোচিংয়ের দায়িত্বে আছেন ক্রুসিয়ানি। আজ সাইফের অনুশীলন দেখতে এসেছিলেন ক্রুসিয়ানির উত্তরসূরি ও বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। উত্তরসূরিকে কী পরামর্শ দিয়েছেন ক্রুসিয়ানি? জবাবে আর্জেন্টাইনের উত্তর, ‘আমি ইতিমধ্যে তাঁকে (কাবরেরা) বলেছি দেখতে থাক। সবকিছু জানার চেষ্টা কর। বলেছি এখান থেকে ভালো কাউকে তুমি পাবেই।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৩ ঘণ্টা আগে