ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়। গতকাল সম্পন্ন হয়েছে সমস্ত আনুষ্ঠানিকতা। এখন কেবল মাঠে নেমে মেসির জাদু দেখানোর অপেক্ষা। মেসি নিজেও উন্মুখ হয়ে আছেন প্যারিসকে মাতিয়ে তুলতে। তার আগে অবশ্য আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন মেসি। যেখানে তিনি ক্লাবকে সব শিরোপা এনে দেওয়ার কথা বলেন।
দুই বছরের চুক্তিতে গতকাল পিএসজির সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন বেতনে মেসির সুযোগ আছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর। পিএসজিতে এসে আনন্দিত মেসি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। সবাই জানে বার্সেলোনা ছাড়া আমার জন্য কতটা কষ্টের ছিল। দীর্ঘদিন পর এই পরিবর্তন খুবই কঠিন ছিল। কিন্তু আমি এখন এখানে এসেছি। আমি এখন দারুণ উৎসাহী। পরিবার নিয়ে এখানে সময়টা দারুণ উপভোগ করছি। কঠিন চুক্তিটা যত সহজে হলো তাতে আমি কৃতজ্ঞ। আমি অনুভব করছি, এই ক্লাব এখন সব শিরোপার জন্য লড়াই করবে।
মেসিকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, ‘লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে নিয়ে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই লিওকে চেনেন। সে ফুটবলে আরও জাদু ছড়িয়ে দিয়েছে। একমাত্র খেলোয়াড় যে ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’
এর আগে চুক্তি স্বাক্ষরের পর মেসি বলেন, ‘আমি প্যারিসে নতুন অধ্যায় খোলার অপেক্ষায় আছি। ক্লাব ও আমার উদ্দেশ একই। আমি ক্লাব ও সমর্থকদের জন্য দারুণ উপহার দিতে প্রত্যয়ী। প্রাক দেস প্রিন্সের মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
লিওনেল মেসি এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়। গতকাল সম্পন্ন হয়েছে সমস্ত আনুষ্ঠানিকতা। এখন কেবল মাঠে নেমে মেসির জাদু দেখানোর অপেক্ষা। মেসি নিজেও উন্মুখ হয়ে আছেন প্যারিসকে মাতিয়ে তুলতে। তার আগে অবশ্য আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন মেসি। যেখানে তিনি ক্লাবকে সব শিরোপা এনে দেওয়ার কথা বলেন।
দুই বছরের চুক্তিতে গতকাল পিএসজির সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন বেতনে মেসির সুযোগ আছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর। পিএসজিতে এসে আনন্দিত মেসি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। সবাই জানে বার্সেলোনা ছাড়া আমার জন্য কতটা কষ্টের ছিল। দীর্ঘদিন পর এই পরিবর্তন খুবই কঠিন ছিল। কিন্তু আমি এখন এখানে এসেছি। আমি এখন দারুণ উৎসাহী। পরিবার নিয়ে এখানে সময়টা দারুণ উপভোগ করছি। কঠিন চুক্তিটা যত সহজে হলো তাতে আমি কৃতজ্ঞ। আমি অনুভব করছি, এই ক্লাব এখন সব শিরোপার জন্য লড়াই করবে।
মেসিকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, ‘লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে নিয়ে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই লিওকে চেনেন। সে ফুটবলে আরও জাদু ছড়িয়ে দিয়েছে। একমাত্র খেলোয়াড় যে ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’
এর আগে চুক্তি স্বাক্ষরের পর মেসি বলেন, ‘আমি প্যারিসে নতুন অধ্যায় খোলার অপেক্ষায় আছি। ক্লাব ও আমার উদ্দেশ একই। আমি ক্লাব ও সমর্থকদের জন্য দারুণ উপহার দিতে প্রত্যয়ী। প্রাক দেস প্রিন্সের মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৬ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৮ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১০ ঘণ্টা আগে