Ajker Patrika

ম্যানইউর অর্জনে খুশি নন রোনালদো 

ম্যানইউর অর্জনে খুশি নন রোনালদো 

ইউরোপিয়ান ফুটবলে দলবদলে নাটকের জন্ম দিয়ে গত আগস্টে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরোনো গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের ডাকে সাড়া দিয়ে ম্যানইউতে ফেরার পরের এই সময়ে ক্লাবের অর্জনে খুশি নন রোনালদো। 

বছর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অতৃপ্তির কথা জানিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে সিআর সেভেন লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যা অর্জন করেছি তা নিয়ে আমি খুশি নই। আমি নিশ্চিত কেউই খুশি নয়। আমরা জানি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে। এখন যেভাবে পরিশ্রম করছি, এর চেয়ে বেশি করতে হবে।’  

একই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। পুরো বছরের অর্জন প্রসঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘২০২১ সাল শেষ হয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আমার ৪৭ গোল ছাড়া এই বছরটা সহজ ছিল না। দুটি ভিন্ন ক্লাব এবং পাঁচ জন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে ইউরো কাপ এবং বিশ্বকাপ বাছাইপর্ব। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জয় এবং সিরি আ লিগের শীর্ষ স্কোরার হতে পেরে আমি গর্বিত। পর্তুগালের হয়ে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই বছর আমার অন্যতম অর্জন ছিল। এবং অবশ্যই, ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত