Ajker Patrika

আগের চেয়ে ভালো করেও হলো না আরিফ-জুনাইনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের চেয়ে ভালো করেও হলো না আরিফ-জুনাইনার

এক ঝাঁপেই বা হিটে অলিম্পিকে বাদ পড়ার নিয়তি থেকে বের হতে পারেনি বাংলাদেশের সাঁতার। অতীতের মতো এবার টোকিও অলিম্পিকেও প্রথম হিটেই বা বাছাইয়ে বাদ পড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। হারলেও অলিম্পিকে নিজেদের হিটে সেরা পারফরম্যান্স হয়েছে আরিফ-জুনাইনার।

টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে ৪ নম্বর হিটে নেমেছিলেন আরিফ। ২৪.৮১ সেকেন্ডে ক্যারিয়ারসেরা টাইমিং করেও হিটে তৃতীয় হয়েছেন ২২ বছর বয়সী সাঁতারু। আন্তর্জাতিক সাঁতারে এর আগে আরিফের সেরা টাইমিং ছিল ২৪.৯২। ২৪.৭১ টাইমিং করে এই হিটে প্রথম হয়েছেন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডার শেন কাডোগান।

ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন লন্ডনপ্রবাসী জুনাইনা আহমেদেও। মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে তিন নম্বর হিটে পঞ্চম হয়েছেন জুনাইনা। ১৮ বছর বয়সী সাঁতারু তাঁর টাইমিং শেষ করেছেন ২৯.৭৮ সেকেন্ডে। জুনাইনার আগের টাইমিং ছিল ৩০.৯৬ সেকেন্ড। ২৯.০৫ সেকেন্ড সময় নিয়ে এই হিটে প্রথম হয়েছেন তাজিকিস্তানের আনাস্তেসিয়া তুরিনা।

১ আগস্ট ৪০০ মিটার দৌড়ের বাছাইপর্ব খেলবেন এবারের অলিম্পিকে বাংলাদেশের শেষ প্রতিনিধি জহির রায়হান। তাঁর ইভেন্ট শেষ হলে জহিরের সঙ্গে ২ আগস্ট দেশে ফিরবেন আরিফুল। অলিম্পিকের বিশেষ বৃত্তি নিয়ে তিন বছর ফ্রান্সে অনুশীলন করেছেন আরিফ। জুনাইনা ফিরে যাবেন তাঁর বর্তমান আবাস লন্ডনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত