নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ মিনিট পর্যন্ত মেরিনার ইয়াংস এগিয়ে ৩-২ গোলে। ম্যাচটা জয় বা ড্র হলেই নিশ্চিত হবে মেরিনার্সের দ্বিতীয় লিগ শিরোপা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে যখন লিগ জয়ের স্বপ্ন দেখছে মেরিনার্স তখনই জ্বলে উঠলেন খোরশেদুর রহমান। শেষ মিনিটে তাঁর জোড়া গোলে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে আবাহনী।
আবাহনীর এই জয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপার লড়াই। লিগের প্রথম হারে ১৪ ম্যাচে মেরিনার্সের পয়েন্ট এখন ৩৯। ১৫ ম্যাচে সমান পয়েন্ট আবাহনীরও। লিগে মেরিনার্স তাদের শেষ ম্যাচ খেলবে মোহামেডানের বিপক্ষে। সেই ম্যাচে জয়-ড্র পেলেই চলবে মেরিনার্সের। আর হেরে গেলে মোহামেডান-মেরিনার্স আর আবাহনীর পয়েন্ট সমান ৩৯ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিন দল প্লে-অফে খেলবে একে অপরের বিপক্ষে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সপ্তম মিনিটে বৃত্তের বাইরে থেকে বিয়র্ন কেলারমানের হিট সরাসরি ঠিকানা খুঁজে পেলে গোল দেন রেফারি। কিন্তু প্রশ্ন ওঠে কেলারমানের শট বৃত্তের ভেতর থাকা রোমান সরকারের স্টিক ছুঁয়েছিল কিনা। রিভিউয়ে দেখা যায় রোমানের স্টিক স্পর্শ করেনি বল। বাতিল হয় গোল। এই সিদ্ধান্তের জেরে খেলা বন্ধ থাকে আধ ঘণ্টারও বেশি সময়। পুনরায় খেলা শুরুর পরপরই পেনাল্টি স্ট্রোক থেকে আবাহনীকে এগিয়ে নেন কেলারমান।
পঞ্চদশ মিনিটের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফিরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ সুখজিৎ সিং স্টপ করার পর সোহানুর রহমান সোহানের হিট জাল খুঁজে নেয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে থেকে সরাসরি গোল না পেলেও ওই আক্রমণ থেকে ব্যবধান বাড়ান সোহানুর।
২৫তম মিনিটে মরিস আলফন্সের গোলে সমতায় ফিরে আবাহনী। কিন্তু একটু পরই প্রতিপক্ষের স্বস্তি কেড়ে নেয় মেরিনার্স। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর।
সমতা ফেরাতে মরিয়া আবাহনী শেষ ১৫ মিনিটে করেছে একের পর এক আক্রমণ। খেলার অন্তিম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলও করেন ফরোয়ার্ড খোরশেদুর রহমান। খেলা শেষ হতে বাকি যখন বাকি মাত্র দুই সেকেন্ড তখন আবারও পেনাল্টি কর্নার পায় আকাশি-নীলরা। সেই পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে মেরিনার্সের অপেক্ষা বাড়ান খোরশেদুর রহমান।
শেষ মিনিট পর্যন্ত মেরিনার ইয়াংস এগিয়ে ৩-২ গোলে। ম্যাচটা জয় বা ড্র হলেই নিশ্চিত হবে মেরিনার্সের দ্বিতীয় লিগ শিরোপা। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে যখন লিগ জয়ের স্বপ্ন দেখছে মেরিনার্স তখনই জ্বলে উঠলেন খোরশেদুর রহমান। শেষ মিনিটে তাঁর জোড়া গোলে ৪-৩ গোলের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে আবাহনী।
আবাহনীর এই জয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপার লড়াই। লিগের প্রথম হারে ১৪ ম্যাচে মেরিনার্সের পয়েন্ট এখন ৩৯। ১৫ ম্যাচে সমান পয়েন্ট আবাহনীরও। লিগে মেরিনার্স তাদের শেষ ম্যাচ খেলবে মোহামেডানের বিপক্ষে। সেই ম্যাচে জয়-ড্র পেলেই চলবে মেরিনার্সের। আর হেরে গেলে মোহামেডান-মেরিনার্স আর আবাহনীর পয়েন্ট সমান ৩৯ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তিন দল প্লে-অফে খেলবে একে অপরের বিপক্ষে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ সপ্তম মিনিটে বৃত্তের বাইরে থেকে বিয়র্ন কেলারমানের হিট সরাসরি ঠিকানা খুঁজে পেলে গোল দেন রেফারি। কিন্তু প্রশ্ন ওঠে কেলারমানের শট বৃত্তের ভেতর থাকা রোমান সরকারের স্টিক ছুঁয়েছিল কিনা। রিভিউয়ে দেখা যায় রোমানের স্টিক স্পর্শ করেনি বল। বাতিল হয় গোল। এই সিদ্ধান্তের জেরে খেলা বন্ধ থাকে আধ ঘণ্টারও বেশি সময়। পুনরায় খেলা শুরুর পরপরই পেনাল্টি স্ট্রোক থেকে আবাহনীকে এগিয়ে নেন কেলারমান।
পঞ্চদশ মিনিটের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফিরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ সুখজিৎ সিং স্টপ করার পর সোহানুর রহমান সোহানের হিট জাল খুঁজে নেয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে থেকে সরাসরি গোল না পেলেও ওই আক্রমণ থেকে ব্যবধান বাড়ান সোহানুর।
২৫তম মিনিটে মরিস আলফন্সের গোলে সমতায় ফিরে আবাহনী। কিন্তু একটু পরই প্রতিপক্ষের স্বস্তি কেড়ে নেয় মেরিনার্স। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর।
সমতা ফেরাতে মরিয়া আবাহনী শেষ ১৫ মিনিটে করেছে একের পর এক আক্রমণ। খেলার অন্তিম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলও করেন ফরোয়ার্ড খোরশেদুর রহমান। খেলা শেষ হতে বাকি যখন বাকি মাত্র দুই সেকেন্ড তখন আবারও পেনাল্টি কর্নার পায় আকাশি-নীলরা। সেই পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে মেরিনার্সের অপেক্ষা বাড়ান খোরশেদুর রহমান।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে