Ajker Patrika

জোকোভিচের গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন জার্মান তারকা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৮: ০০
জোকোভিচের গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন জার্মান তারকা

অলিম্পিকে গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে নোভাক জোকোভিচের। টোকিও অলিম্পিকে টেনিসের সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভের কাছে হেরে গেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই। এ হারে গোল্ডেন স্লামের সঙ্গে ক্যালেন্ডার ইয়ার গোল্ডেন স্লাম জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকার।

টেনিসের পুরুষ এককের সিঙ্গেলে ফাইনালে ওঠার লড়াইয়ে জোকাভিচের প্রতিপক্ষ ছিলেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ। কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে সরাসরি ৬-২, ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠা জোকোভিচ এদিনও শুরু করেছিলেন দাপটের সঙ্গেই। প্রথম সেটে জোকারের জয় ৬-১ গেমে। 

প্রথম সেটে সার্বিয়ান তারকা জোকোভিচের একচ্ছত্র দাপটের পরও দমে যাননি জভেরেভ। দ্বিতীয় সেটে জোকারকে চাপে ফেলে ম্যাচে ফেরেন ২৪ বছর বয়সী এই জার্মান তারকা। ৬-৩ গেমে সেট জিতে লড়াই জমিয়ে তোলেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও আগের সেটের দাপট ধরে রাখেন জভেরেভ। 

৬-১ গেমে শেষ সেটে জোকোভিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন এই জভেরেভ। ২০০৮ বেইজিং অলিম্পিকের ব্রোঞ্জ জয় ছিল জোকারের অলিম্পিকের সেরা অর্জনও। সেমিফাইনালে হেরে এবারও জোকারের সামনে থাকল ব্রোঞ্জ জয়ের সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত