টোকিও অলিম্পিকে মেয়েদের সাঁতারে ৪X২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন। চীনের সাঁতারু ইয়াং জানঝুয়ান, ট্যাং মুহান, ঝাং ইয়ফেই এবং লি বিংজি এই ইভেন্টে তাঁদের প্রথম অলিম্পিক সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়েই।
আজ টোকিও অলিম্পিকে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ড ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ডে সাঁতার শেষ করেছে চীনের দলটি। এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়ার দলটি।
চীনা দলটির দাপুটে পারফরম্যান্সে নিজেদের আগের বিশ্ব রেকর্ড ছাড়িয়েও হতাশ হতে হয়েছে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে। ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র পেয়েছে রৌপ্য। ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ডে সাঁতার শেষ করে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।
বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে দারুণ উচ্ছ্বসিত চীনা দলটি। সাঁতারু ইয়াং জানঝুয়ান নিজের উচ্ছ্বাস জানিয়েছেন এভাবে, ‘ইভেন্ট শুরুর আগে কোচ বলছিল, অতিরিক্ত চিন্তার দরকার নেই। নিজের মধ্যে থেকো। আশা করি, সোনা আমাদের ঘরেই আসবে। তবে ফল যেটা এসেছে, এতটা হয়তো আশা করিনি। যখন স্কোর শুনছিলাম, মনে হচ্ছিল কেউ মজা করছে!’
টোকিও অলিম্পিকে মেয়েদের সাঁতারে ৪X২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন। চীনের সাঁতারু ইয়াং জানঝুয়ান, ট্যাং মুহান, ঝাং ইয়ফেই এবং লি বিংজি এই ইভেন্টে তাঁদের প্রথম অলিম্পিক সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়েই।
আজ টোকিও অলিম্পিকে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ড ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ডে সাঁতার শেষ করেছে চীনের দলটি। এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়ার দলটি।
চীনা দলটির দাপুটে পারফরম্যান্সে নিজেদের আগের বিশ্ব রেকর্ড ছাড়িয়েও হতাশ হতে হয়েছে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে। ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র পেয়েছে রৌপ্য। ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ডে সাঁতার শেষ করে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।
বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে দারুণ উচ্ছ্বসিত চীনা দলটি। সাঁতারু ইয়াং জানঝুয়ান নিজের উচ্ছ্বাস জানিয়েছেন এভাবে, ‘ইভেন্ট শুরুর আগে কোচ বলছিল, অতিরিক্ত চিন্তার দরকার নেই। নিজের মধ্যে থেকো। আশা করি, সোনা আমাদের ঘরেই আসবে। তবে ফল যেটা এসেছে, এতটা হয়তো আশা করিনি। যখন স্কোর শুনছিলাম, মনে হচ্ছিল কেউ মজা করছে!’
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১১ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে