Ajker Patrika

বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারে সোনা জয় চীনের

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২: ৪৫
বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারে সোনা জয় চীনের

টোকিও অলিম্পিকে মেয়েদের সাঁতারে ৪X২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন। চীনের সাঁতারু ইয়াং জানঝুয়ান, ট্যাং মুহান, ঝাং ইয়ফেই এবং লি বিংজি এই ইভেন্টে তাঁদের প্রথম অলিম্পিক সোনা জিতেছেন বিশ্ব রেকর্ড গড়েই।

আজ টোকিও অলিম্পিকে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ড ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ডে সাঁতার শেষ করেছে চীনের দলটি। এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়ার দলটি।

চীনা দলটির দাপুটে পারফরম্যান্সে নিজেদের আগের বিশ্ব রেকর্ড ছাড়িয়েও হতাশ হতে হয়েছে যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়াকে। ৭ মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র পেয়েছে রৌপ্য। ৭ মিনিট ৪১.২৯ সেকেন্ডে সাঁতার শেষ করে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।

বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে দারুণ উচ্ছ্বসিত চীনা দলটি। সাঁতারু ইয়াং জানঝুয়ান নিজের উচ্ছ্বাস জানিয়েছেন এভাবে, ‘ইভেন্ট শুরুর আগে কোচ বলছিল, অতিরিক্ত চিন্তার দরকার নেই। নিজের মধ্যে থেকো। আশা করি, সোনা আমাদের ঘরেই আসবে। তবে ফল যেটা এসেছে, এতটা হয়তো আশা করিনি। যখন স্কোর শুনছিলাম, মনে হচ্ছিল কেউ মজা করছে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত