Ajker Patrika

দিয়াও বিদায় নিলেন টাইব্রেকে হেরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০: ৩৬
দিয়াও বিদায় নিলেন টাইব্রেকে হেরে

টাইব্রেক যেন হয়ে উঠেছে দিয়া সিদ্দিকীর গলার কাঁটা! প্যারিসে অলিম্পিকের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন শুটঅফ পর্যন্ত এসে। অলিম্পিকে এসেও  একই দুর্ভাগ্য পিছু ছাড়ল না বাংলাদেশি তিরন্দাজের। প্রথম সেট জিতেও বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে টাইব্রেকে হেরে দিয়া বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই।

আজ টোকিওর ইয়েমোনেসো হিমাপার্কে  হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নারী এককের এলিমিনেশনের প্রথম রাউন্ডে দিয়ার হার ৬-৫ ব্যবধানে। অথচ ২৩ স্কোর করে প্রথম সেটে জয় দিয়েই দারুণ শুরু করেছিলেন দিয়া। তাঁর বেলারুশিয়ান প্রতিপক্ষ কারিনার স্কোর ছিল ২২। 

দ্বিতীয় সেটে ২৬ স্কোর করে এগিয়ে যান কারিনা। দিয়া এই সেটে স্কোর করেন ২৫। 

তৃতীয় সেটে দুজনই ২৫ স্কোর করায় সেই সেটটি হয়েছিল ড্র। চতুর্থ সেটে ২৫ স্কোরে আবার পিছিয়ে পড়েন দিয়া। কারিনা স্কোর করেন ২৭। শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে দিয়া খেলা নিয়ে যান টাইব্রেকে। এই সেটে দিয়ার স্কোর ছিল ২৭, কারিনার ২৬।

টাইব্রেকে খুব যে খারাপ করেছিলেন দিয়া, সেটাও বলা যাবে না। এক তিরের শুটঅফে দিয়ার পয়েন্ট ছিল ৯ আর কারিনার তির ঠিক ১০-এর ঘরে পড়ায় কপাল পোড়ে বাংলাদেশের। দিয়ার হারে থামল বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আর্চারির অলিম্পিক-যাত্রাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত