নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাইব্রেক যেন হয়ে উঠেছে দিয়া সিদ্দিকীর গলার কাঁটা! প্যারিসে অলিম্পিকের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন শুটঅফ পর্যন্ত এসে। অলিম্পিকে এসেও একই দুর্ভাগ্য পিছু ছাড়ল না বাংলাদেশি তিরন্দাজের। প্রথম সেট জিতেও বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে টাইব্রেকে হেরে দিয়া বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই।
আজ টোকিওর ইয়েমোনেসো হিমাপার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নারী এককের এলিমিনেশনের প্রথম রাউন্ডে দিয়ার হার ৬-৫ ব্যবধানে। অথচ ২৩ স্কোর করে প্রথম সেটে জয় দিয়েই দারুণ শুরু করেছিলেন দিয়া। তাঁর বেলারুশিয়ান প্রতিপক্ষ কারিনার স্কোর ছিল ২২।
দ্বিতীয় সেটে ২৬ স্কোর করে এগিয়ে যান কারিনা। দিয়া এই সেটে স্কোর করেন ২৫।
তৃতীয় সেটে দুজনই ২৫ স্কোর করায় সেই সেটটি হয়েছিল ড্র। চতুর্থ সেটে ২৫ স্কোরে আবার পিছিয়ে পড়েন দিয়া। কারিনা স্কোর করেন ২৭। শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে দিয়া খেলা নিয়ে যান টাইব্রেকে। এই সেটে দিয়ার স্কোর ছিল ২৭, কারিনার ২৬।
টাইব্রেকে খুব যে খারাপ করেছিলেন দিয়া, সেটাও বলা যাবে না। এক তিরের শুটঅফে দিয়ার পয়েন্ট ছিল ৯ আর কারিনার তির ঠিক ১০-এর ঘরে পড়ায় কপাল পোড়ে বাংলাদেশের। দিয়ার হারে থামল বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আর্চারির অলিম্পিক-যাত্রাও।
টাইব্রেক যেন হয়ে উঠেছে দিয়া সিদ্দিকীর গলার কাঁটা! প্যারিসে অলিম্পিকের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন শুটঅফ পর্যন্ত এসে। অলিম্পিকে এসেও একই দুর্ভাগ্য পিছু ছাড়ল না বাংলাদেশি তিরন্দাজের। প্রথম সেট জিতেও বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে টাইব্রেকে হেরে দিয়া বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই।
আজ টোকিওর ইয়েমোনেসো হিমাপার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নারী এককের এলিমিনেশনের প্রথম রাউন্ডে দিয়ার হার ৬-৫ ব্যবধানে। অথচ ২৩ স্কোর করে প্রথম সেটে জয় দিয়েই দারুণ শুরু করেছিলেন দিয়া। তাঁর বেলারুশিয়ান প্রতিপক্ষ কারিনার স্কোর ছিল ২২।
দ্বিতীয় সেটে ২৬ স্কোর করে এগিয়ে যান কারিনা। দিয়া এই সেটে স্কোর করেন ২৫।
তৃতীয় সেটে দুজনই ২৫ স্কোর করায় সেই সেটটি হয়েছিল ড্র। চতুর্থ সেটে ২৫ স্কোরে আবার পিছিয়ে পড়েন দিয়া। কারিনা স্কোর করেন ২৭। শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে দিয়া খেলা নিয়ে যান টাইব্রেকে। এই সেটে দিয়ার স্কোর ছিল ২৭, কারিনার ২৬।
টাইব্রেকে খুব যে খারাপ করেছিলেন দিয়া, সেটাও বলা যাবে না। এক তিরের শুটঅফে দিয়ার পয়েন্ট ছিল ৯ আর কারিনার তির ঠিক ১০-এর ঘরে পড়ায় কপাল পোড়ে বাংলাদেশের। দিয়ার হারে থামল বাংলাদেশের আশা-ভরসার প্রতীক আর্চারির অলিম্পিক-যাত্রাও।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪ ঘণ্টা আগে