ক্রীড়া ডেস্ক
অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট। দেশকে রাশিয়ান আগ্রাসন থেকে বাঁচাতে এবার একই ঘোষণা দিলেন ইউক্রেনের কিংবদন্তি বক্সার ক্লিচকো ভ্রাতৃদ্বয়।
ইউক্রেনকে প্রায় সব দিক দিয়েই ঘিরে ফেলেছে রাশিয়ান সৈন্য-সামন্ত। প্রবেশ করেছে রাজধানী কিয়েভেও। রাজধানী ছেড়ে এরই মধ্যে পালিয়েছে ১ লাখের বেশি মানুষ।
২০১৪ সাল থেকে এই শহরে মেয়রের দায়িত্বে পালন করেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো। এক টেলিভিশন অনুষ্ঠানে ক্লিচকো ভাইদের বড়জন বলেছেন, ‘আমি দেশের মানুষের ওপর বিশ্বাস রেখেছি। আমরা রক্তাক্ত একটা যুদ্ধে জড়িয়ে গেছি। আর কোনো রাস্তা খোলা নেই। যুদ্ধে যেতেই হবে।’
আরেক ভিডিও বার্তায় ভিতালির ছোট ভাই আরেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভ্লাদিমির কিচকো বলেছেন, ‘এই অনর্থক যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না, এখানে আছে শুধু হার। ইউক্রেনের নাগরিকদের বলতে চাই, একসঙ্গে আমরা এই রাশিয়ান আগ্রাসন ঠেকিয়ে দিতে পারব। ইউক্রেন, ইউরোপ কিংবা সারা বিশ্বে এই যুদ্ধ ছড়াতে দেওয়া যাবে না। একতাই আমাদের শক্তি।’
এই মাসের শুরুতেই ইউক্রেনের বিশেষায়িত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ভ্লাদিমির ক্লিচকো। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বার্তায় তিনি লিখেছেন, ‘গণতন্ত্র একটি ভঙ্গুর শাসনব্যবস্থা। গণতন্ত্র একা নিজেকে রক্ষা করতে পারে না, একে রক্ষা করতে প্রয়োজন এর জনগণের। গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।’
অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট। দেশকে রাশিয়ান আগ্রাসন থেকে বাঁচাতে এবার একই ঘোষণা দিলেন ইউক্রেনের কিংবদন্তি বক্সার ক্লিচকো ভ্রাতৃদ্বয়।
ইউক্রেনকে প্রায় সব দিক দিয়েই ঘিরে ফেলেছে রাশিয়ান সৈন্য-সামন্ত। প্রবেশ করেছে রাজধানী কিয়েভেও। রাজধানী ছেড়ে এরই মধ্যে পালিয়েছে ১ লাখের বেশি মানুষ।
২০১৪ সাল থেকে এই শহরে মেয়রের দায়িত্বে পালন করেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো। এক টেলিভিশন অনুষ্ঠানে ক্লিচকো ভাইদের বড়জন বলেছেন, ‘আমি দেশের মানুষের ওপর বিশ্বাস রেখেছি। আমরা রক্তাক্ত একটা যুদ্ধে জড়িয়ে গেছি। আর কোনো রাস্তা খোলা নেই। যুদ্ধে যেতেই হবে।’
আরেক ভিডিও বার্তায় ভিতালির ছোট ভাই আরেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভ্লাদিমির কিচকো বলেছেন, ‘এই অনর্থক যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না, এখানে আছে শুধু হার। ইউক্রেনের নাগরিকদের বলতে চাই, একসঙ্গে আমরা এই রাশিয়ান আগ্রাসন ঠেকিয়ে দিতে পারব। ইউক্রেন, ইউরোপ কিংবা সারা বিশ্বে এই যুদ্ধ ছড়াতে দেওয়া যাবে না। একতাই আমাদের শক্তি।’
এই মাসের শুরুতেই ইউক্রেনের বিশেষায়িত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ভ্লাদিমির ক্লিচকো। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বার্তায় তিনি লিখেছেন, ‘গণতন্ত্র একটি ভঙ্গুর শাসনব্যবস্থা। গণতন্ত্র একা নিজেকে রক্ষা করতে পারে না, একে রক্ষা করতে প্রয়োজন এর জনগণের। গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।’
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
১ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৯ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে