ক্রীড়া ডেস্ক, ঢাকা
অলিম্পিকে সাঁতার মানেই একটা সময় মাইকেল ফেলপসের নামটা সবার আগে আসত। সাঁতারে ফেলপসের অনুপস্থিতি বুঝতে না দেওয়ার কাজটা দারুণভাবে করছেন যুক্তরাষ্ট্রেরই আরেক সাঁতারু কেলেব ড্রেসেল।
ছেলেদের ১০০ মিটারে বাটারফ্লাইয়ের ফেলপসের বিশ্ব রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন ড্রেসেল। এবার নিজের সেই বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন ড্রেসেল।
১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জেতার পথে আজ ড্রেসেল সময় নিয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড। এর আগে ২০১৯ সালে গুয়াংজুতে ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২৪ বছর বয়সী এই সাঁতারু। ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের এই ইভেন্টে রৌপ্য জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তোফ মিলাক। মিলাক সময় নিয়েছেন ৪৯ দশমিক ৬৮ সেকেন্ড। ৫০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নোয়ে পন্টি।
টোকিও অলিম্পিকে ড্রেসেল নিজের বড় স্বপ্নটাকে নিয়ে ছুটছেন। এ নিয়ে তিন ইভেন্টে সোনা জিতলেন তিনি। এর মধ্যে দুটি ব্যক্তিগত ও একটি দলীয়। ১০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন ড্রেসেল। অলিম্পিকে সেটিই ছিল ড্রেসেলের প্রথম ব্যক্তিগত সোনা। ১০০ মিটার রিলে দলীয় ইভেন্টেও সোনা জিতেছেন তিনি।
অলিম্পিকে সাঁতার মানেই একটা সময় মাইকেল ফেলপসের নামটা সবার আগে আসত। সাঁতারে ফেলপসের অনুপস্থিতি বুঝতে না দেওয়ার কাজটা দারুণভাবে করছেন যুক্তরাষ্ট্রেরই আরেক সাঁতারু কেলেব ড্রেসেল।
ছেলেদের ১০০ মিটারে বাটারফ্লাইয়ের ফেলপসের বিশ্ব রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন ড্রেসেল। এবার নিজের সেই বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন ড্রেসেল।
১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জেতার পথে আজ ড্রেসেল সময় নিয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড। এর আগে ২০১৯ সালে গুয়াংজুতে ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২৪ বছর বয়সী এই সাঁতারু। ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের এই ইভেন্টে রৌপ্য জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তোফ মিলাক। মিলাক সময় নিয়েছেন ৪৯ দশমিক ৬৮ সেকেন্ড। ৫০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নোয়ে পন্টি।
টোকিও অলিম্পিকে ড্রেসেল নিজের বড় স্বপ্নটাকে নিয়ে ছুটছেন। এ নিয়ে তিন ইভেন্টে সোনা জিতলেন তিনি। এর মধ্যে দুটি ব্যক্তিগত ও একটি দলীয়। ১০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন ড্রেসেল। অলিম্পিকে সেটিই ছিল ড্রেসেলের প্রথম ব্যক্তিগত সোনা। ১০০ মিটার রিলে দলীয় ইভেন্টেও সোনা জিতেছেন তিনি।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
২৫ মিনিট আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৩ ঘণ্টা আগে