ক্রীড়া ডেস্ক
জো ফ্রেজিয়ার, মোহাম্মদ আলীর পর এবার আরেক কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যানও ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তিনজনই একে অপরের বিপক্ষে খেলে উপহার দিয়েছেন আইকনিক সব লড়াই। মোহাম্মদ আলীর সঙ্গে জর্জ ফোরম্যানের ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ লড়াইটি তো ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম সেরা ইভেন্ট। নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করলেও অষ্টম রাউন্ডে নকআউট হয়ে শেষ পর্যন্ত আলীর কাছে হার মানেন ফোরম্যান। হারান হেভিওয়েট টাইটেলও।
তবে পরিসংখ্যানের বিচারে আলীর চেয়ে ঢের এগিয়ে ফোরম্যান। ক্যারিয়ারে ৭৬টি জয়ের মধ্যে ৬৮ ম্যাচই নকআউটে জিতেছেন তিনি। যা আলীর চেয়ে দ্বিগুণেরও বেশি। জীবনের অধ্যায়েও আলীর (৭৪) চেয়ে বেশি সময় কাটিয়েছেন ফোরম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
ইনস্টাগ্রামে মৃত্যুর খবর নিশ্চিত করে ফোরম্যানের পরিবার লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জর্জ ফোরম্যান সিনিয়রের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। পরিবারকে পাশে রেখেই ২১ মার্চ তিনি শান্তির সঙ্গে মারা গেছেন। একজন মানবতাবাদী, একজন অলিম্পিয়ান ও দুইবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে তিনি গভীরভাবে সম্মানিত একজন মানুষ। পরিবারের সুনাম বজায় রাখতে তিনি নিরলসভাবে পরিশ্রম করে গেছেন।’
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক হতদরিদ্র পরিবারে জন্ম হয় ফোরম্যানের। বেড়ে উঠেছেন বর্ণবৈষম্যের মধ্যেই। দারিদ্রতার কারণে পড়াশোনা খুব বেশি চালিয়ে যেতে পারেননি তিনি। নিজের সুঠাম দেহ ও শক্তিকে কাজে লাগিয়ে লিপ্ত হন ছিনতাইয়ের মতো অপরাধে। পরে অবশ্য এই অন্ধকার জগত থেকে তাঁকে আলোর পথ দেখিয়েছিল ‘জব কর্পস’।
নিজেকে শুধরে স্বভাবজাত প্রতিভাকে বক্সিংয়ে কাজে লাগান ফোরম্যান। মাত্র ১৯ বছর বয়সে সোনা জেতেন ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। পেশাদার হয়ে টানা ৩৭ ম্যাচ জিতে তিনি মুখোমুখি হন তখনকার বর্তমান চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারের বিপক্ষে। মাত্র দুই রাউন্ডেই ফ্রেজিয়ারকে নকআউট করে হেভিয়েট চ্যাম্পিয়ন হন ফোরম্যান। কিন্তু টাইটেল ধরে রাখতে পারেননি আলীর বিপক্ষে।
বিখ্যাত সেই লড়াইয়ে হারের তিন বছরের মাথায় অবসর নিয়ে চমকে দেন ফোরম্যান। কাজ করেন ধর্ম প্রচারক হিসেবে। কিন্তু ১৯৮৭ সালে আবারও রিংয়ে ফেরেন তিনি। জেতেন টানা ২৪ ম্যাচ। ১৯৯৪ সালে মাইকেল মুরারকে হারিয়ে আবারও হেভিওয়েট চ্যাম্পিয়ন হন এই বক্সার। ৪৫ বছর ২৯৯ বয়সে সবচেয়ে বয়স্ক বক্সার হিসেবে হেভিওয়েট টাইটেল জেতার রেকর্ড গড়েন তিনি। ১৯৯৭ সালে অবসর নেওয়ার আগে গৃহসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সলটন ইনকর্পোরেটেডের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন ফোরম্যান। তাঁর নামেই ৩১ বছর ধরে চর্বি কমানোর গ্রিল বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী হিসেবে বক্সিংয়ের আয়কেও ছাড়িয়ে গেছেন ফোরম্যান।
জো ফ্রেজিয়ার, মোহাম্মদ আলীর পর এবার আরেক কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যানও ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তিনজনই একে অপরের বিপক্ষে খেলে উপহার দিয়েছেন আইকনিক সব লড়াই। মোহাম্মদ আলীর সঙ্গে জর্জ ফোরম্যানের ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ লড়াইটি তো ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম সেরা ইভেন্ট। নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করলেও অষ্টম রাউন্ডে নকআউট হয়ে শেষ পর্যন্ত আলীর কাছে হার মানেন ফোরম্যান। হারান হেভিওয়েট টাইটেলও।
তবে পরিসংখ্যানের বিচারে আলীর চেয়ে ঢের এগিয়ে ফোরম্যান। ক্যারিয়ারে ৭৬টি জয়ের মধ্যে ৬৮ ম্যাচই নকআউটে জিতেছেন তিনি। যা আলীর চেয়ে দ্বিগুণেরও বেশি। জীবনের অধ্যায়েও আলীর (৭৪) চেয়ে বেশি সময় কাটিয়েছেন ফোরম্যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
ইনস্টাগ্রামে মৃত্যুর খবর নিশ্চিত করে ফোরম্যানের পরিবার লিখেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জর্জ ফোরম্যান সিনিয়রের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। পরিবারকে পাশে রেখেই ২১ মার্চ তিনি শান্তির সঙ্গে মারা গেছেন। একজন মানবতাবাদী, একজন অলিম্পিয়ান ও দুইবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে তিনি গভীরভাবে সম্মানিত একজন মানুষ। পরিবারের সুনাম বজায় রাখতে তিনি নিরলসভাবে পরিশ্রম করে গেছেন।’
১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক হতদরিদ্র পরিবারে জন্ম হয় ফোরম্যানের। বেড়ে উঠেছেন বর্ণবৈষম্যের মধ্যেই। দারিদ্রতার কারণে পড়াশোনা খুব বেশি চালিয়ে যেতে পারেননি তিনি। নিজের সুঠাম দেহ ও শক্তিকে কাজে লাগিয়ে লিপ্ত হন ছিনতাইয়ের মতো অপরাধে। পরে অবশ্য এই অন্ধকার জগত থেকে তাঁকে আলোর পথ দেখিয়েছিল ‘জব কর্পস’।
নিজেকে শুধরে স্বভাবজাত প্রতিভাকে বক্সিংয়ে কাজে লাগান ফোরম্যান। মাত্র ১৯ বছর বয়সে সোনা জেতেন ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। পেশাদার হয়ে টানা ৩৭ ম্যাচ জিতে তিনি মুখোমুখি হন তখনকার বর্তমান চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারের বিপক্ষে। মাত্র দুই রাউন্ডেই ফ্রেজিয়ারকে নকআউট করে হেভিয়েট চ্যাম্পিয়ন হন ফোরম্যান। কিন্তু টাইটেল ধরে রাখতে পারেননি আলীর বিপক্ষে।
বিখ্যাত সেই লড়াইয়ে হারের তিন বছরের মাথায় অবসর নিয়ে চমকে দেন ফোরম্যান। কাজ করেন ধর্ম প্রচারক হিসেবে। কিন্তু ১৯৮৭ সালে আবারও রিংয়ে ফেরেন তিনি। জেতেন টানা ২৪ ম্যাচ। ১৯৯৪ সালে মাইকেল মুরারকে হারিয়ে আবারও হেভিওয়েট চ্যাম্পিয়ন হন এই বক্সার। ৪৫ বছর ২৯৯ বয়সে সবচেয়ে বয়স্ক বক্সার হিসেবে হেভিওয়েট টাইটেল জেতার রেকর্ড গড়েন তিনি। ১৯৯৭ সালে অবসর নেওয়ার আগে গৃহসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সলটন ইনকর্পোরেটেডের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন ফোরম্যান। তাঁর নামেই ৩১ বছর ধরে চর্বি কমানোর গ্রিল বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী হিসেবে বক্সিংয়ের আয়কেও ছাড়িয়ে গেছেন ফোরম্যান।
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
১ ঘণ্টা আগেবাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১৩ ঘণ্টা আগে