শুরুটা ভালোই করেছিলেন পি ভি সিন্ধু, তবে ধরে রাখতে পারলেন না। আর তাতেই অলিম্পিকের ফাইনালে পৌঁছানো হলো না এই ভারতীয় শাটলারের।
টোকিও অলিম্পিকে শেষ চারের লড়াইয়ে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা চাইনিজ তাইপেইয়ের তাই জু ইংয়ের কাছে হেরেছেন সিন্ধু। ম্যাচের ফল ১২-২১ ও ১৮-২১। রোববার ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন সিন্ধু।
সরাসরি গেমে ম্যাচ শেষ হলেও রিও অলিম্পিকে রৌপ্য জয়ী সিন্ধুকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে জু ইংকে। শুক্রবার জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৩, ২২-২০ হারিয়ে শেষ চারে উঠেছিলেন সিন্ধু। এরপরই সিন্ধুকে ঘিরে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত।
সোনা জেতার স্বপ্ন ভেঙে গেলেও ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা এখনো টিকে আছে সিন্ধুর। রোববার ব্রোঞ্জ জিততে পারলে দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে এককভাবে ২টি পদক জয়ের অনন্য কীর্তি গড়বে তিনি। এর আগে ভারতীয় বক্সার সুশীল কুমার এই কীর্তি গড়েছিলেন। ২০০৮ ও ২০১২ অলিম্পিকেও যথাক্রমে ব্রোঞ্জ ও রৌপ্য পদক জিতেছিলেন তিনি।
শুরুটা ভালোই করেছিলেন পি ভি সিন্ধু, তবে ধরে রাখতে পারলেন না। আর তাতেই অলিম্পিকের ফাইনালে পৌঁছানো হলো না এই ভারতীয় শাটলারের।
টোকিও অলিম্পিকে শেষ চারের লড়াইয়ে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা চাইনিজ তাইপেইয়ের তাই জু ইংয়ের কাছে হেরেছেন সিন্ধু। ম্যাচের ফল ১২-২১ ও ১৮-২১। রোববার ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নামবেন সিন্ধু।
সরাসরি গেমে ম্যাচ শেষ হলেও রিও অলিম্পিকে রৌপ্য জয়ী সিন্ধুকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে জু ইংকে। শুক্রবার জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৩, ২২-২০ হারিয়ে শেষ চারে উঠেছিলেন সিন্ধু। এরপরই সিন্ধুকে ঘিরে সোনা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত।
সোনা জেতার স্বপ্ন ভেঙে গেলেও ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা এখনো টিকে আছে সিন্ধুর। রোববার ব্রোঞ্জ জিততে পারলে দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে এককভাবে ২টি পদক জয়ের অনন্য কীর্তি গড়বে তিনি। এর আগে ভারতীয় বক্সার সুশীল কুমার এই কীর্তি গড়েছিলেন। ২০০৮ ও ২০১২ অলিম্পিকেও যথাক্রমে ব্রোঞ্জ ও রৌপ্য পদক জিতেছিলেন তিনি।
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১১ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে