নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!
২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৩ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে