নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!
২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১১ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে