নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রীতিমতো যেন কোমর বেঁধে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি হকির ড্রাফট অনুষ্ঠানে এসেছিলেন মোনার্ক মার্ট পদ্মার কর্মকর্তারা। স্থানীয় আইকন ও এ+ খেলোয়াড় ক্যাটাগরিতে দুই খেলোয়াড় নিশ্চিত করেই তাঁদের মুখে চওড়া হাসি।
ফ্র্যাঞ্চাইজি হকি ড্রাফটে আইকন খেলোয়াড়দের তালিকায় ছিল ১৯ খেলোয়াড়ের নাম! নিজেদের সুযোগ আসতেই আর দ্বিতীয়বার চিন্তা করেনি মোনার্ক পদ্মা। প্রথম সুযোগেই দলটি নিশ্চিত করেছে সাবেক অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে।
এ+ ক্যাটাগরিতেও খেলোয়াড় নিতে দেরি করেনি মোনার্ক পদ্মা। তড়িৎ দলে নেওয়া হয়েছে নৌবাহিনীর ডিফেন্ডার ইমরান হাসান পিন্টুকে। আইকন ও এ+ ক্যাটাগরিতে কেন এ দুই খেলোয়াড়কে দলে নেওয়া হল সেই প্রশ্নের জবাবে মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরো জানালেন, ' মোনার্ক মার্টের মালিক সাকিব আল হাসান। তাঁর বন্ধু জিমি, বাংলাদেশ হকির পোস্টার বয়। আমাদের লক্ষ্যই ছিল যে সুযোগ পেলে আমরা জিমিকে নেব। সৌভাগ্যক্রমে তাকেই পেয়েছি।'
বিকেএসপিতে সাকিবের প্রিয় বন্ধু ছিলেন জিমি। রুমমেট ছিলেন আরেক হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। ফ্র্যাঞ্চাইজি হকির উদ্বোধনী দিনে বন্ধু পিন্টুকে নিয়েও কথা বলেছিলেন সাকিব। হকি দলের মালিক হয়ে বন্ধুদের প্রতিই আস্থা রাখলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
স্থানীয় আইকন খেলোয়াড়-
মোনার্ক পদ্মা-রাসেল মাহমুদ জিমি
একমি চট্টগ্রাম -রেজাউল করিম বাবু
রুপায়ন গ্রুপ কুমিল্লা-সোহানুর রহমান সবুজ
সাইফ পাওয়ার খুলনা- বিপ্লব কুজুর
মেট্রো এক্সপ্রেস বরিশাল-রোমান সরকার
ওয়ালাটন ঢাকা- আশরাফুল ইসলাম
রীতিমতো যেন কোমর বেঁধে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি হকির ড্রাফট অনুষ্ঠানে এসেছিলেন মোনার্ক মার্ট পদ্মার কর্মকর্তারা। স্থানীয় আইকন ও এ+ খেলোয়াড় ক্যাটাগরিতে দুই খেলোয়াড় নিশ্চিত করেই তাঁদের মুখে চওড়া হাসি।
ফ্র্যাঞ্চাইজি হকি ড্রাফটে আইকন খেলোয়াড়দের তালিকায় ছিল ১৯ খেলোয়াড়ের নাম! নিজেদের সুযোগ আসতেই আর দ্বিতীয়বার চিন্তা করেনি মোনার্ক পদ্মা। প্রথম সুযোগেই দলটি নিশ্চিত করেছে সাবেক অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে।
এ+ ক্যাটাগরিতেও খেলোয়াড় নিতে দেরি করেনি মোনার্ক পদ্মা। তড়িৎ দলে নেওয়া হয়েছে নৌবাহিনীর ডিফেন্ডার ইমরান হাসান পিন্টুকে। আইকন ও এ+ ক্যাটাগরিতে কেন এ দুই খেলোয়াড়কে দলে নেওয়া হল সেই প্রশ্নের জবাবে মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরো জানালেন, ' মোনার্ক মার্টের মালিক সাকিব আল হাসান। তাঁর বন্ধু জিমি, বাংলাদেশ হকির পোস্টার বয়। আমাদের লক্ষ্যই ছিল যে সুযোগ পেলে আমরা জিমিকে নেব। সৌভাগ্যক্রমে তাকেই পেয়েছি।'
বিকেএসপিতে সাকিবের প্রিয় বন্ধু ছিলেন জিমি। রুমমেট ছিলেন আরেক হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। ফ্র্যাঞ্চাইজি হকির উদ্বোধনী দিনে বন্ধু পিন্টুকে নিয়েও কথা বলেছিলেন সাকিব। হকি দলের মালিক হয়ে বন্ধুদের প্রতিই আস্থা রাখলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
স্থানীয় আইকন খেলোয়াড়-
মোনার্ক পদ্মা-রাসেল মাহমুদ জিমি
একমি চট্টগ্রাম -রেজাউল করিম বাবু
রুপায়ন গ্রুপ কুমিল্লা-সোহানুর রহমান সবুজ
সাইফ পাওয়ার খুলনা- বিপ্লব কুজুর
মেট্রো এক্সপ্রেস বরিশাল-রোমান সরকার
ওয়ালাটন ঢাকা- আশরাফুল ইসলাম
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১১ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১১ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১২ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে