Ajker Patrika

সাকিবের দলে বন্ধু জিমি, রুমমেট পিন্টু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৭: ১২
সাকিবের দলে বন্ধু জিমি, রুমমেট পিন্টু

রীতিমতো যেন কোমর বেঁধে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি হকির ড্রাফট অনুষ্ঠানে এসেছিলেন মোনার্ক মার্ট পদ্মার কর্মকর্তারা। স্থানীয়  আইকন ও এ+ খেলোয়াড় ক্যাটাগরিতে দুই খেলোয়াড় নিশ্চিত করেই তাঁদের মুখে চওড়া হাসি।

ফ্র‍্যাঞ্চাইজি হকি ড্রাফটে আইকন খেলোয়াড়দের তালিকায় ছিল ১৯ খেলোয়াড়ের নাম! নিজেদের সুযোগ আসতেই আর দ্বিতীয়বার চিন্তা করেনি মোনার্ক পদ্মা। প্রথম সুযোগেই দলটি নিশ্চিত করেছে   সাবেক অধিনায়ক ও তারকা  ফরোয়ার্ড  রাসেল মাহমুদ জিমিকে। 

এ+ ক্যাটাগরিতেও খেলোয়াড় নিতে দেরি করেনি মোনার্ক পদ্মা। তড়িৎ দলে নেওয়া হয়েছে নৌবাহিনীর ডিফেন্ডার ইমরান হাসান পিন্টুকে। আইকন ও এ+ ক্যাটাগরিতে কেন এ দুই খেলোয়াড়কে দলে নেওয়া হল সেই প্রশ্নের জবাবে মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরো জানালেন, ' মোনার্ক মার্টের মালিক সাকিব আল হাসান। তাঁর বন্ধু জিমি, বাংলাদেশ হকির পোস্টার বয়। আমাদের লক্ষ্যই ছিল যে সুযোগ পেলে  আমরা জিমিকে নেব। সৌভাগ্যক্রমে তাকেই পেয়েছি।' 

বিকেএসপিতে সাকিবের প্রিয় বন্ধু ছিলেন জিমি। রুমমেট ছিলেন আরেক হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। ফ্র‍্যাঞ্চাইজি হকির উদ্বোধনী দিনে বন্ধু পিন্টুকে নিয়েও কথা বলেছিলেন সাকিব। হকি দলের মালিক হয়ে বন্ধুদের প্রতিই আস্থা রাখলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। 

স্থানীয় আইকন খেলোয়াড়-

মোনার্ক পদ্মা-রাসেল মাহমুদ জিমি

একমি চট্টগ্রাম -রেজাউল করিম বাবু

রুপায়ন গ্রুপ কুমিল্লা-সোহানুর রহমান সবুজ

সাইফ পাওয়ার খুলনা- বিপ্লব কুজুর 

মেট্রো এক্সপ্রেস বরিশাল-রোমান সরকার

ওয়ালাটন ঢাকা- আশরাফুল ইসলাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত