টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।
টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।
অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।
১১ মিনিট আগেবাংলাদেশ দরের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
১ ঘণ্টা আগেআগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আল
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। পরে লিগ কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে বাইলজ পরিবর্তন করে তার শাস্তি এক ম্যাচে কমিয়ে আনলেও, ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি।
৪ ঘণ্টা আগে