বিমানে উত্ত্যক্তকারীকে টাইসনের ‘ঘুষি’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ১২: ৫৩

বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!

কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।

সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।

ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।

টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত