ক্রীড়া ডেস্ক
বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!
কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।
সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।
ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।
টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’
বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!
কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।
সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।
ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।
টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৩ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪১ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে