বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।
৩ মিনিট আগেবাংলাদেশ দরের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
১ ঘণ্টা আগেআগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আল
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। পরে লিগ কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে বাইলজ পরিবর্তন করে তার শাস্তি এক ম্যাচে কমিয়ে আনলেও, ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি।
৩ ঘণ্টা আগে