ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১১ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৩ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে