স্কাই ব্রাউন। বয়স সবে ১৩ পেরিয়েছে। এটুকু বয়সে যেখানে তার সমবয়সীরা বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, ব্রাউন সেখানে অলিম্পিকে রেকর্ড গড়ে চারদিকে সাড়া ফেলে দিয়েছে! সবচেয়ে কম বয়সী ব্রিটিশ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক জিতেছে ব্রাউন।
টোকিও অলিম্পিকে মেয়েদের পার্ক স্কেট বোর্ডিং ফাইনাল ইভেন্টে বোঞ্চ জিতেছে ব্রাউন। ৫৬.৪৭ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে ব্রাউন। ১৩ বছর ২৮ দিন বয়সে এই পদক জিতে গড়েছে রেকর্ড। এমন দারুণ একটা মুহূর্তে আবেগতাড়িত হওয়াটাই স্বাভাবিক। সেটি দেখাও গেল। ব্রোঞ্চ জিতে কান্না ধরে রাখতে পারেনি ব্রাউন। ম্যাচ শেষে ব্রাউন জানাল তার অনুভূতির কথা, ‘এই অনুভূতি বোঝাতে পারব না। এখানে আসতে পেরে খুব খুশি লাগছে। আমি উত্তেজিত ছিলাম।’
ফাইনাল জমিয়ে তুলতে সব প্রতিযোগীকে কৃতিত্ব দিল ব্রাউন। সে বলেছে, ‘দুর্দান্ত একটা ফাইনাল ছিল। সব মেয়েই দারুণ খেলেছে। এটা অবিশ্বাস্য!’ এই ইভেন্টে ৬০.০৯ স্কোর গড়ে সোনা জিতেছেন স্বাগতিক জাপানের ১৯ বছর বয়সী অ্যাথলেট সাকুরা ইয়োসোজুমি। তাঁর স্বদেশি কোকোনা হিরাকি ৫৯.০৪ স্কোর গড়ে পেয়েছেন রুপা।
স্কাই ব্রাউন। বয়স সবে ১৩ পেরিয়েছে। এটুকু বয়সে যেখানে তার সমবয়সীরা বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, ব্রাউন সেখানে অলিম্পিকে রেকর্ড গড়ে চারদিকে সাড়া ফেলে দিয়েছে! সবচেয়ে কম বয়সী ব্রিটিশ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক জিতেছে ব্রাউন।
টোকিও অলিম্পিকে মেয়েদের পার্ক স্কেট বোর্ডিং ফাইনাল ইভেন্টে বোঞ্চ জিতেছে ব্রাউন। ৫৬.৪৭ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে ব্রাউন। ১৩ বছর ২৮ দিন বয়সে এই পদক জিতে গড়েছে রেকর্ড। এমন দারুণ একটা মুহূর্তে আবেগতাড়িত হওয়াটাই স্বাভাবিক। সেটি দেখাও গেল। ব্রোঞ্চ জিতে কান্না ধরে রাখতে পারেনি ব্রাউন। ম্যাচ শেষে ব্রাউন জানাল তার অনুভূতির কথা, ‘এই অনুভূতি বোঝাতে পারব না। এখানে আসতে পেরে খুব খুশি লাগছে। আমি উত্তেজিত ছিলাম।’
ফাইনাল জমিয়ে তুলতে সব প্রতিযোগীকে কৃতিত্ব দিল ব্রাউন। সে বলেছে, ‘দুর্দান্ত একটা ফাইনাল ছিল। সব মেয়েই দারুণ খেলেছে। এটা অবিশ্বাস্য!’ এই ইভেন্টে ৬০.০৯ স্কোর গড়ে সোনা জিতেছেন স্বাগতিক জাপানের ১৯ বছর বয়সী অ্যাথলেট সাকুরা ইয়োসোজুমি। তাঁর স্বদেশি কোকোনা হিরাকি ৫৯.০৪ স্কোর গড়ে পেয়েছেন রুপা।
অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।
১১ মিনিট আগেবাংলাদেশ দরের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
১ ঘণ্টা আগেআগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আল
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। পরে লিগ কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে বাইলজ পরিবর্তন করে তার শাস্তি এক ম্যাচে কমিয়ে আনলেও, ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি।
৪ ঘণ্টা আগে