Ajker Patrika

ফেলপসের অনুপস্থিতি বুঝতে দিচ্ছেন না তিনি

ফেলপসের অনুপস্থিতি বুঝতে দিচ্ছেন না তিনি

অলিম্পিকে সাঁতার মানেই একটা সময় মাইকেল ফেলপসের নামটা সবার আগে আসত। সাঁতারে ফেলপসের অনুপস্থিতি বুঝতে না দেওয়ার কাজটা দারুণভাবে করছেন যুক্তরাষ্ট্রেরই আরেক সাঁতারু কেলেব ড্রেসেল। 

ছেলেদের ১০০ মিটারে বাটারফ্লাইয়ের ফেলপসের বিশ্ব রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন ড্রেসেল। এবার নিজের সেই বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন ড্রেসেল। 

১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জেতার পথে আজ ড্রেসেল সময় নিয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড। এর আগে ২০১৯ সালে গুয়াংজুতে ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২৪ বছর বয়সী এই সাঁতারু। ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের এই ইভেন্টে রৌপ্য জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তোফ মিলাক। মিলাক সময় নিয়েছেন ৪৯ দশমিক ৬৮ সেকেন্ড। ৫০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নোয়ে পন্টি। 

টোকিও অলিম্পিকে ড্রেসেল নিজের বড় স্বপ্নটাকে নিয়ে ছুটছেন। এ নিয়ে তিন ইভেন্টে সোনা জিতলেন তিনি। এর মধ্যে ‍দুটি ব্যক্তিগত ও একটি দলীয়। ১০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন ড্রেসেল। অলিম্পিকে সেটিই ছিল ড্রেসেলের প্রথম ব্যক্তিগত সোনা। ১০০ মিটার রিলে দলীয় ইভেন্টেও সোনা জিতেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত