মানসিক অবসাদে ভুগতে থাকা সিমোন বাইলস বেশ আলোচিত ছিলেন টোকিও অলিম্পিকে। বেশ কিছু ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন চারটি অলিম্পিক সোনাজয়ী মার্কিন জিমন্যাস্ট।
অনেক দিন হলো মানসিকভাবে বিপর্যস্ত থাকার ব্যাপারটি এত দিন গোপন রাখলেও এবার মুখ খুললেন বাইলস। সেটাও ভরা আদালতে। অবসাদের কারণ হিসেবে ২৪ বছরের তরুণী উল্লেখ করেছেন যৌন হয়রানিকে।
যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্ট দলের সাবেক চিকিৎসক ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বাইলস।
শুধু বাইলস নন, ১৮ বছর ধরে ন্যাসারের শিকার হয়েছিলেন আরও অনেক নারী জিমন্যাস্ট। এ নিয়ে মামলা করা হয় ২০১৫ সালে। সেই মামলার সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকেই দুষলেন বাইলস।
সিনেট জুডিসিয়ারি কমিটির সামনে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে ল্যারি ন্যাসারকে যেমন আমি দোষ দিচ্ছি, একইভাবে দোষ দিচ্ছি আমাদের গোটা ব্যবস্থাটাকে। তার জন্যই ন্যাসার দিনের পর দিন এই কুকর্ম করে যাওয়ার সুযোগ পেয়েছে। আমাদের জিমন্যাস্টিক্স, অলিম্পিক, প্যারালিম্পিক সংস্থা নিজেদের কাজ ঠিকমতো করেনি। তদন্ত সংস্থা এফবিআই অন্ধের বেশ ধরে ছিল। তারা দায়িত্ব পালন করলে এত দিন ধরে একই অপরাধ ঘটত না।’
মানসিক অবসাদে ভুগতে থাকা সিমোন বাইলস বেশ আলোচিত ছিলেন টোকিও অলিম্পিকে। বেশ কিছু ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন চারটি অলিম্পিক সোনাজয়ী মার্কিন জিমন্যাস্ট।
অনেক দিন হলো মানসিকভাবে বিপর্যস্ত থাকার ব্যাপারটি এত দিন গোপন রাখলেও এবার মুখ খুললেন বাইলস। সেটাও ভরা আদালতে। অবসাদের কারণ হিসেবে ২৪ বছরের তরুণী উল্লেখ করেছেন যৌন হয়রানিকে।
যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্ট দলের সাবেক চিকিৎসক ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বাইলস।
শুধু বাইলস নন, ১৮ বছর ধরে ন্যাসারের শিকার হয়েছিলেন আরও অনেক নারী জিমন্যাস্ট। এ নিয়ে মামলা করা হয় ২০১৫ সালে। সেই মামলার সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকেই দুষলেন বাইলস।
সিনেট জুডিসিয়ারি কমিটির সামনে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে ল্যারি ন্যাসারকে যেমন আমি দোষ দিচ্ছি, একইভাবে দোষ দিচ্ছি আমাদের গোটা ব্যবস্থাটাকে। তার জন্যই ন্যাসার দিনের পর দিন এই কুকর্ম করে যাওয়ার সুযোগ পেয়েছে। আমাদের জিমন্যাস্টিক্স, অলিম্পিক, প্যারালিম্পিক সংস্থা নিজেদের কাজ ঠিকমতো করেনি। তদন্ত সংস্থা এফবিআই অন্ধের বেশ ধরে ছিল। তারা দায়িত্ব পালন করলে এত দিন ধরে একই অপরাধ ঘটত না।’
অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।
৩ মিনিট আগেবাংলাদেশ দরের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
১ ঘণ্টা আগেআগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আল
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। পরে লিগ কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে বাইলজ পরিবর্তন করে তার শাস্তি এক ম্যাচে কমিয়ে আনলেও, ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত এখন বাতিল করেছে লিগের টেকনিক্যাল কমিটি।
৩ ঘণ্টা আগে