ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেন শেষ হলেও এ নিয়ে চর্চা এখনো চলছে। এবার নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়াতেক। ২০২০ সালেও শিরোপাটা উঠেছিল পোলিশ তারকার হাতে।
দুই বছর পর রোলাঁ গারোর রানির মুকুট ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সিয়াতেক। ট্রফি নিয়ে তিনি এখন প্যারিস শহর ঘুরে দেখছেন, নানা ভঙ্গিতে ছবিও তুলছেন। সময়টা এখন তাঁর। ডানা মেলে উড়ে বেড়াবার।
নারী টেনিসের গ্ল্যামার সর্বজনবিদিত ব্যাপার। এখানে খেলার সঙ্গে সৌন্দর্যেরও যোগসূত্র আছে। আনা কুর্নিকোভা-মারিয়া শারাপোভারা তো নিজেদের রূপ দিয়েই নারী টেনিসকে আরেক ধাপ ওপরে নিয়ে গেছেন। তবে সেই গ্ল্যামারে গা ভাসাতে চান না সিয়াতেক। সংবাদ সম্মেলনে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নে তাই একটু বিব্রতই হয়েছেন নারী টেনিসের শীর্ষ তারকা।
সাংবাদিক ক্যাথরিন হুইটেকার সিয়াতেককে প্রশ্ন করেন, ‘যখন আপনি পার্টিতে যান, তখন কি আপনি সাজগোজ (মেকআপ) করেন নাকি টেনিস কোর্টের মতোই সাদামাটা থাকেন? আসলে অতীতে অনেককেই দেখেছি কোর্টে নামার আগে আয়নার সামনে অনেক সময় ব্যয় করেন।’
জবাবে ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘আপনাকে ধন্যবাদ। কোর্টে আমি একটি ক্যাপ পরে থাকি। তাই আমাকে চুল নিয়ে ভাবতে হয় না। এটি সবচেয়ে ইতিবাচক বিষয়। আমার কাছে সাজগোজ করা গুরুত্বপূর্ণ নয়। মেকআপ খুব বেশি পরিবর্তন আনে বলে মনে হয় না। যদি মেকআপ নিয়ে কোর্টে যাই, তাহলে বারবার তোয়ালে ব্যবহার করলে এটি উঠে যাবে।’
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পথে একটি জায়গায় ভেনাস উইলিয়ামসকে ছুঁয়ে ফেলেছেন সিয়াতেক। একুশ শতকে নারী এককে সবচেয়ে বেশি টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। উইম্বলডনে ভেনাসের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। তবে সিয়াতেকের লক্ষ্য শুধু একটি ম্যাচ জয় নয়; সবুজ গালিচাতেও শিরোপা উৎসব করা, ‘আমার কোচ মনে করেন, আমি ঘাসের কোর্টেও শিরোপা জিততে পারি। সেই যোগ্যতা আমার আছে।’
ফ্রেঞ্চ ওপেন শেষ হলেও এ নিয়ে চর্চা এখনো চলছে। এবার নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়াতেক। ২০২০ সালেও শিরোপাটা উঠেছিল পোলিশ তারকার হাতে।
দুই বছর পর রোলাঁ গারোর রানির মুকুট ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সিয়াতেক। ট্রফি নিয়ে তিনি এখন প্যারিস শহর ঘুরে দেখছেন, নানা ভঙ্গিতে ছবিও তুলছেন। সময়টা এখন তাঁর। ডানা মেলে উড়ে বেড়াবার।
নারী টেনিসের গ্ল্যামার সর্বজনবিদিত ব্যাপার। এখানে খেলার সঙ্গে সৌন্দর্যেরও যোগসূত্র আছে। আনা কুর্নিকোভা-মারিয়া শারাপোভারা তো নিজেদের রূপ দিয়েই নারী টেনিসকে আরেক ধাপ ওপরে নিয়ে গেছেন। তবে সেই গ্ল্যামারে গা ভাসাতে চান না সিয়াতেক। সংবাদ সম্মেলনে ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নে তাই একটু বিব্রতই হয়েছেন নারী টেনিসের শীর্ষ তারকা।
সাংবাদিক ক্যাথরিন হুইটেকার সিয়াতেককে প্রশ্ন করেন, ‘যখন আপনি পার্টিতে যান, তখন কি আপনি সাজগোজ (মেকআপ) করেন নাকি টেনিস কোর্টের মতোই সাদামাটা থাকেন? আসলে অতীতে অনেককেই দেখেছি কোর্টে নামার আগে আয়নার সামনে অনেক সময় ব্যয় করেন।’
জবাবে ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘আপনাকে ধন্যবাদ। কোর্টে আমি একটি ক্যাপ পরে থাকি। তাই আমাকে চুল নিয়ে ভাবতে হয় না। এটি সবচেয়ে ইতিবাচক বিষয়। আমার কাছে সাজগোজ করা গুরুত্বপূর্ণ নয়। মেকআপ খুব বেশি পরিবর্তন আনে বলে মনে হয় না। যদি মেকআপ নিয়ে কোর্টে যাই, তাহলে বারবার তোয়ালে ব্যবহার করলে এটি উঠে যাবে।’
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পথে একটি জায়গায় ভেনাস উইলিয়ামসকে ছুঁয়ে ফেলেছেন সিয়াতেক। একুশ শতকে নারী এককে সবচেয়ে বেশি টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। উইম্বলডনে ভেনাসের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। তবে সিয়াতেকের লক্ষ্য শুধু একটি ম্যাচ জয় নয়; সবুজ গালিচাতেও শিরোপা উৎসব করা, ‘আমার কোচ মনে করেন, আমি ঘাসের কোর্টেও শিরোপা জিততে পারি। সেই যোগ্যতা আমার আছে।’
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১৪ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে