গ্র্যান্ড স্লামে জোকোভিচের আরেকটি প্রথম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৮: ২৫

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে সবার শীর্ষে তিনি। এবার আরেকটি প্রথমের জন্ম দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।

প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে অন্য তিন গ্র্যান্ড স্লামেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে চক্রপূর্ণ করলেন টেনিসের শীর্ষ বাছাই।

অস্ট্রেলিয়ান ওপেনে সেঞ্চুরি করার আগে ইউএস ওপেনে খেলেছেন ১০১ এবং উইম্বলডনে ১০৩ ম্যাচ। আর সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোকে পেছনে ফেলার কোনো সুযোগ এবার না থাকলেও বাকি দুই গ্র্যান্ড স্লামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলে তাঁর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি।

মেলবোর্ন পার্কে মাইলফলক ছোঁয়ার রাতকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে শেষ ষোলোতেও উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেখানো আর্জেন্টাইন তারকাকে সরাসরি ৬–৩,৬–৩, ৭–৬ (৭–২) সেটে হারিয়েছেন জোকোভিচ।

 ২৫ গ্র্যান্ড স্লাম জয়কে পাখির চোখ করা জোকভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ৯২ তম জয়। দুর্দান্ত এই জয়কে মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত খেলা সেরা পারফরম্যান্স বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা আমার সেরা পারফরম্যান্স এটি। যেভাবে পুরো ম্যাচ খেলেছি তাতে আমি খুবই খুশি। বিশেষ করে প্রথম দুই সেটের পারফরম্যান্স।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত