ক্রীড়া ডেস্ক
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে সবার শীর্ষে তিনি। এবার আরেকটি প্রথমের জন্ম দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে অন্য তিন গ্র্যান্ড স্লামেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে চক্রপূর্ণ করলেন টেনিসের শীর্ষ বাছাই।
অস্ট্রেলিয়ান ওপেনে সেঞ্চুরি করার আগে ইউএস ওপেনে খেলেছেন ১০১ এবং উইম্বলডনে ১০৩ ম্যাচ। আর সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোকে পেছনে ফেলার কোনো সুযোগ এবার না থাকলেও বাকি দুই গ্র্যান্ড স্লামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলে তাঁর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি।
মেলবোর্ন পার্কে মাইলফলক ছোঁয়ার রাতকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে শেষ ষোলোতেও উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেখানো আর্জেন্টাইন তারকাকে সরাসরি ৬–৩,৬–৩, ৭–৬ (৭–২) সেটে হারিয়েছেন জোকোভিচ।
২৫ গ্র্যান্ড স্লাম জয়কে পাখির চোখ করা জোকভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ৯২ তম জয়। দুর্দান্ত এই জয়কে মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত খেলা সেরা পারফরম্যান্স বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা আমার সেরা পারফরম্যান্স এটি। যেভাবে পুরো ম্যাচ খেলেছি তাতে আমি খুবই খুশি। বিশেষ করে প্রথম দুই সেটের পারফরম্যান্স।’
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে সবার শীর্ষে তিনি। এবার আরেকটি প্রথমের জন্ম দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে অন্য তিন গ্র্যান্ড স্লামেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে চক্রপূর্ণ করলেন টেনিসের শীর্ষ বাছাই।
অস্ট্রেলিয়ান ওপেনে সেঞ্চুরি করার আগে ইউএস ওপেনে খেলেছেন ১০১ এবং উইম্বলডনে ১০৩ ম্যাচ। আর সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোকে পেছনে ফেলার কোনো সুযোগ এবার না থাকলেও বাকি দুই গ্র্যান্ড স্লামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলে তাঁর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি।
মেলবোর্ন পার্কে মাইলফলক ছোঁয়ার রাতকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে শেষ ষোলোতেও উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেখানো আর্জেন্টাইন তারকাকে সরাসরি ৬–৩,৬–৩, ৭–৬ (৭–২) সেটে হারিয়েছেন জোকোভিচ।
২৫ গ্র্যান্ড স্লাম জয়কে পাখির চোখ করা জোকভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ৯২ তম জয়। দুর্দান্ত এই জয়কে মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত খেলা সেরা পারফরম্যান্স বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা আমার সেরা পারফরম্যান্স এটি। যেভাবে পুরো ম্যাচ খেলেছি তাতে আমি খুবই খুশি। বিশেষ করে প্রথম দুই সেটের পারফরম্যান্স।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
১ ঘণ্টা আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৪ ঘণ্টা আগে