ক্রীড়া ডেস্ক, ঢাকা
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।
গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’
সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ।
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন ডমিনিক থিয়েম। কবজির চোটে মৌসুমের বাকি সময় আর কোর্টে ফিরতে পারবেন না থিয়েম। বাছাইয়ের ৬ নম্বরে থাকা এই অস্ট্রিয়ান টেনিস তারকা নিজেই টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হাঁটুর অপারেশনের পর ইউএস ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালও আগেই জানিয়েছেন চোটের কারণে ইউএস ওপেনে তিনি এবার অংশ নিচ্ছেন না। গত জুনে ম্যালোরকা ওপেনে চোট পাওয়ার পর শঙ্কা ছিল থিয়েমকে নিয়েও। শেষ পর্যন্ত সেই চোটেই সরে যেতে বাধ্য হলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।
গত ছয় মাস ধরেই ডাক্তারের পরামর্শ মেনে কবজিতে স্প্লিন্ট পরে খেলে আসছিলেন থিয়েম। এর মধ্যে গত সপ্তাহে অনুশীলনে চোট পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। থিয়েম এক টুইট বার্তায় লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমাকে ইউএস ওপেন থেকে সরে আসতে হচ্ছে। মৌসুমের বাকি সময়ও হাতছাড়া করব। নিউইয়র্কে শিরোপা জিততে না পেরে আমি সত্যিই হতাশ। আর জুন মাসে ম্যালোরকা ওপেনে কবজিতে আঘাত পেয়েছিলাম, যা এখনো সেরে ওঠেনি।’
সিদ্ধান্তটা কঠিন ছিল থিয়েমের জন্য। তবে কঠিন হলেও ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, `এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি জানি এটা আমাকে করতেই হতো। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে, তাই ঝুঁকি না নেওয়া ও তাড়াহুড়া না করা গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
৩২ মিনিট আগে২০২২ সালের ১৯ সেপ্টেম্বর; দিনটি যেন মারিয়া-মনিকাদের জন্যই সেজেছিল। সেদিন স্বাগতিকদের পনেরো হাজার দর্শককে কাঁদিয়ে স্বপ্ন জয়ের গল্প লিখেছিলেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফে এবার একই মঞ্চে আরও একবার উৎসবের পালা। প্রতিপক্ষও নেপাল। তবে এর মধ্যে কেটে গেছে ৭৭২ দিন। এই সময়ের পরিক্রমায় ব
১ ঘণ্টা আগেবুজ পাহাড়ে ঘেরা নেপাল। দূর থেকে ছোট্ট ছোট্ট গ্রামের সারি দেখলে যে কারও প্রাণ ভরে যাওয়ার কথা। যেখানে বছরের বেশির ভাগ সময় পাহাড়ের চূড়াগুলো থাকে সাদা বরফে ঢাকা। এমন শ্বেত সুন্দর হিমালয়ের বুকে আজ আরেকটি আশাজাগানিয়া ফাইনাল খেলতে নামছেন বাংলাদেশের মেয়েরা।
২ ঘণ্টা আগেসময়টা ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার। এবারের ঘরোয়া মৌসুমে শুরু থেকে ক্লাবের জার্সিতে মাঠে নামা হবে না তাঁর। এবার আরেকটি দুঃসংবাদ। নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের দলেও জায়গা হলো না এই তারকা মিডফিল্ডারের।
২ ঘণ্টা আগে