কোর্টে ফিরছেন শারাপোভা, খেলবেন আগাসি-গ্রাফ জুটির বিপক্ষে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২৩

টেনিস ছেড়েছেন তিন বছর হয়ে গেল। কোর্টের বাইরে সময়টাও বেশ ভালোই কাটছিল মারিয়া শারাপোভার। তবে রুশ সুন্দরী ভক্তদের জন্য সুখবর। আবারও খেলতে দেখতে যাবে শারাপোভাকে। তবে টেনিসে নয়, ‘পিকলবল’ নামে এক টুর্নামেন্টে।

পিকলবল স্ল্যাম-২ এর এই আসরে নারী এককের সাবেক শীর্ষ বাছাই জুটি বাধবেন আমেরিকান কিংবদন্তি জন ম্যাকেনরোর সঙ্গে। তাঁদের প্রতিপক্ষ আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ জুটি। এ যেন কিংবদন্তিদের সঙ্গে কিংবদন্তির লড়াই। 

পিকলবল স্লামের দ্বিতীয় আসরে কোর্টে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে নিশ্চিত করেছেন শারাপোভা। এই টুর্নামেন্টে হবে দক্ষিণ ফ্লোরিডার সেমিনোলে হার্ড রক হোটেলে। 

পিকলবল খেলাটা দেখতে প্রায় টেনিসের মতো। বিশ্বব্যাপী খেলাটি বেশ জনপ্রিয়। খেলতে হয় ছোট কোর্টে। খেলার উপকরণ হিসেবে থাকে টেনিস ব্যাট বা র্যাকেটের মতো দেখতে প্লাস্টিক প্যাডল ও ফাঁপা প্লাস্টিক বল। সেই বল টেনিসের মতো নেটের ওপর দিয়ে ছুড়তে হয়। 

পিকলবল স্লামে খেলার বিষয়ে ভিডিওতে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভা বলেছেন, ‘আমি পিকলবল খেলছি। যেমন তেমন পিকলবর নয়, আমি জন ম্যাকেনরোর সঙ্গে খেলব স্টেফি গ্রাফ ও আন্দ্রে আগাসি জুটির বিপক্ষে। একটু সাহস করেই বলি, আমি একটু প্রতিযোগিতামূলক হচ্ছি। কিছুটা নার্ভাস এবং উদ্বিগ্নও।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত