ক্রীড়া ডেস্ক
রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর কোনো শিরোপা তো নয়ই, কখনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই খেলা হয়নি গায়েল মনফিলসের। তবে রেকর্ড বইয়ের একটা পাতায় কিন্তু কিংবদন্তি রজার ফেদেরারকেও ছাড়িয়ে গেছেন মনফিলস।
সে রেকর্ডটি কী? সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়। ২০১৯ সালে কিংবদন্তি ফেদেরার বাসেল ওপেন জিতেছিলেন ৩৮ বছর ২ মাস বয়সে। আজকের আগে এটাই ছিল সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়ের রেকর্ড। কিন্তু আজ এই অকল্যান্ড ক্লাসিক জিতে এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মনফিলস। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অকল্যান্ড ক্লাসিকের ফাইনালে তিনি বেলজিয়ামের জিজু বার্গসকে হারিয়েছে ৬-৩, ৬-৪ গেমে। এদিন ফরাসি প্রতিযোগীর বয়স ছিল ৩৮ বছর ২ মাস।
বয়স বাড়লেও খেলা ছাড়ার কোনো লক্ষণই নেই ১৩টি এটিপি শিরোপাজয়ী মনফিলসের। অকল্যান্ডে জিতেই তিনি পাড়ি জমিয়েছেন মেলবোর্নে। আজ থেকে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম মেলবোর্ন ওপেনেও যে তিনি খেলছেন।
রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর কোনো শিরোপা তো নয়ই, কখনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই খেলা হয়নি গায়েল মনফিলসের। তবে রেকর্ড বইয়ের একটা পাতায় কিন্তু কিংবদন্তি রজার ফেদেরারকেও ছাড়িয়ে গেছেন মনফিলস।
সে রেকর্ডটি কী? সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়। ২০১৯ সালে কিংবদন্তি ফেদেরার বাসেল ওপেন জিতেছিলেন ৩৮ বছর ২ মাস বয়সে। আজকের আগে এটাই ছিল সবচেয়ে বেশি বয়সে এটিপি শিরোপা জয়ের রেকর্ড। কিন্তু আজ এই অকল্যান্ড ক্লাসিক জিতে এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মনফিলস। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অকল্যান্ড ক্লাসিকের ফাইনালে তিনি বেলজিয়ামের জিজু বার্গসকে হারিয়েছে ৬-৩, ৬-৪ গেমে। এদিন ফরাসি প্রতিযোগীর বয়স ছিল ৩৮ বছর ২ মাস।
বয়স বাড়লেও খেলা ছাড়ার কোনো লক্ষণই নেই ১৩টি এটিপি শিরোপাজয়ী মনফিলসের। অকল্যান্ডে জিতেই তিনি পাড়ি জমিয়েছেন মেলবোর্নে। আজ থেকে শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম মেলবোর্ন ওপেনেও যে তিনি খেলছেন।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১০ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১৩ ঘণ্টা আগে