ক্রীড়া ডেস্ক
ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।
পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।
শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’
নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!
ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।
পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।
শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’
নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪ ঘণ্টা আগে