অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে রিলসগুলো আরও আর্কষণীয় করার জন্য নিজের কণ্ঠ যুক্ত করেন অনেকেই। এর মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা যায়। বিশেষ করে ভ্লগের মতো ভিডিওতে ‘ভয়েস ওভার’ ফিচারটি বেশি কাজে লাগে। কোনো থার্ড পার্ট অ্যাপ ছাড়াই এই প্ল্যাটফরম ব্যবহার করে খুব সহজেই রিলসে কণ্ঠ যুক্ত করা যায়।
ইনস্টাগ্রামে নিজের কণ্ঠ যুক্ত করার আগেই কি বলতে চান তা ঠিক করে রাখুন। তাই কথা বলার সময় বারবার ভুল হবে না। তাই পেশাদার ক্রিয়েটররা আগে থেকেই স্ক্রিপট তৈরি করে রাখেন। তবে কথা বলার সময় ভুল হলে রেকর্ডটি মুছে ফেলে আবার রেকর্ড করার সুযোগ রয়েছে।
রিলসে নিজের কণ্ঠ যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর নিচের মেনু থেকে ‘রিল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ওপরের ক্যামেরা বাটন দিয়ে নতুন ভিডিও ধারণ করুন বা গ্যালারি থেকে আগের ধারণ করা ভিডিও নির্বাচন করুন।
৫. ভিডিও নির্বাচন করার পর নিচের দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে ‘অ্যাড অডিও’ বাটনে ট্যাপ করুন
৬. এরপর ভয়েস অপশনে ট্যাপ করুন। এরপর ভয়েসওভার বাটনে ট্যাপ করুন। ৩ সেকেন্ড পর নিজের কণ্ঠ রেকর্ড শুরু হবে।
৭. স্পষ্ট ভাষায় কথা বলুন এবং প্রয়োজনমতো ভলিউম ব্যবস্থা করুন। রেকর্ডটি পছন্দ না হলে ‘ভয়েসওভার’টির ওপর ট্যাপ করুন এবং বাঁ পাশের ডিলিট বাটনে ট্যাপ করুন। তাহলে এই রেকর্ড ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে কণ্ঠ রেকর্ড করুন। পছন্দের মতো কণ্ঠ রেকর্ড হলে প্রয়োজনমতো মিউজিক, টেক্সট ও ফিল্টার যুক্ত করুন।
৮. এরপর ওপরে ডান দিকমুখী বাটনে ট্যাপ করুন। ক্যাপশন দিয়ে শেয়ার বাটনে ট্যাপ করুন। ফলে নিজের কণ্ঠসহ ভিডিওটি ইনস্টাগ্রামে যুক্ত হবে।
ভিডিওর সঙ্গে মজাদার ইফেক্ট যুক্ত করবেন যেভাবে
১. উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে একটি ভিডিও নির্বাচন করুন।
২. ভিডিও নির্বাচন করার পর নিচের দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে ‘অ্যাড অডিও’ বাটনে ট্যাপ করুন।
৩. এরপর সাউন্ড ইফেক্টস অপশনে ট্যাপ করুন।
৪. নতুন একটি পেজে মজাদার সাউন্ড ইফেক্টসগুলো দেখা যাবে। পছন্দের মতো সাউন্ড ইফেক্টস নির্বাচন করুন।
৫. ডান অপশনে ট্যাপ করলে ভিডিওতে এই ইফেক্ট যুক্ত হয়ে যাবে।
এবার আগের মতোই রিলসটি পোস্ট করুন।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
ইনস্টাগ্রামে রিলসগুলো আরও আর্কষণীয় করার জন্য নিজের কণ্ঠ যুক্ত করেন অনেকেই। এর মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা যায়। বিশেষ করে ভ্লগের মতো ভিডিওতে ‘ভয়েস ওভার’ ফিচারটি বেশি কাজে লাগে। কোনো থার্ড পার্ট অ্যাপ ছাড়াই এই প্ল্যাটফরম ব্যবহার করে খুব সহজেই রিলসে কণ্ঠ যুক্ত করা যায়।
ইনস্টাগ্রামে নিজের কণ্ঠ যুক্ত করার আগেই কি বলতে চান তা ঠিক করে রাখুন। তাই কথা বলার সময় বারবার ভুল হবে না। তাই পেশাদার ক্রিয়েটররা আগে থেকেই স্ক্রিপট তৈরি করে রাখেন। তবে কথা বলার সময় ভুল হলে রেকর্ডটি মুছে ফেলে আবার রেকর্ড করার সুযোগ রয়েছে।
রিলসে নিজের কণ্ঠ যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর নিচের মেনু থেকে ‘রিল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ওপরের ক্যামেরা বাটন দিয়ে নতুন ভিডিও ধারণ করুন বা গ্যালারি থেকে আগের ধারণ করা ভিডিও নির্বাচন করুন।
৫. ভিডিও নির্বাচন করার পর নিচের দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে ‘অ্যাড অডিও’ বাটনে ট্যাপ করুন
৬. এরপর ভয়েস অপশনে ট্যাপ করুন। এরপর ভয়েসওভার বাটনে ট্যাপ করুন। ৩ সেকেন্ড পর নিজের কণ্ঠ রেকর্ড শুরু হবে।
৭. স্পষ্ট ভাষায় কথা বলুন এবং প্রয়োজনমতো ভলিউম ব্যবস্থা করুন। রেকর্ডটি পছন্দ না হলে ‘ভয়েসওভার’টির ওপর ট্যাপ করুন এবং বাঁ পাশের ডিলিট বাটনে ট্যাপ করুন। তাহলে এই রেকর্ড ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে কণ্ঠ রেকর্ড করুন। পছন্দের মতো কণ্ঠ রেকর্ড হলে প্রয়োজনমতো মিউজিক, টেক্সট ও ফিল্টার যুক্ত করুন।
৮. এরপর ওপরে ডান দিকমুখী বাটনে ট্যাপ করুন। ক্যাপশন দিয়ে শেয়ার বাটনে ট্যাপ করুন। ফলে নিজের কণ্ঠসহ ভিডিওটি ইনস্টাগ্রামে যুক্ত হবে।
ভিডিওর সঙ্গে মজাদার ইফেক্ট যুক্ত করবেন যেভাবে
১. উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে একটি ভিডিও নির্বাচন করুন।
২. ভিডিও নির্বাচন করার পর নিচের দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে ‘অ্যাড অডিও’ বাটনে ট্যাপ করুন।
৩. এরপর সাউন্ড ইফেক্টস অপশনে ট্যাপ করুন।
৪. নতুন একটি পেজে মজাদার সাউন্ড ইফেক্টসগুলো দেখা যাবে। পছন্দের মতো সাউন্ড ইফেক্টস নির্বাচন করুন।
৫. ডান অপশনে ট্যাপ করলে ভিডিওতে এই ইফেক্ট যুক্ত হয়ে যাবে।
এবার আগের মতোই রিলসটি পোস্ট করুন।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে