ইনস্টাগ্রাম রিলসে নিজের কণ্ঠ যুক্ত করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯: ২৭
আপডেট : ১২ জুন ২০২৪, ১০: ৩৮

ইনস্টাগ্রামে রিলসগুলো আরও আর্কষণীয় করার জন্য নিজের কণ্ঠ যুক্ত করেন অনেকেই। এর মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা যায়। বিশেষ করে ভ্লগের মতো ভিডিওতে ‘ভয়েস ওভার’ ফিচারটি বেশি কাজে লাগে। কোনো থার্ড পার্ট অ্যাপ ছাড়াই এই প্ল্যাটফরম ব্যবহার করে খুব সহজেই রিলসে কণ্ঠ যুক্ত করা যায়। 

ইনস্টাগ্রামে নিজের কণ্ঠ যুক্ত করার আগেই কি বলতে চান তা ঠিক করে রাখুন। তাই কথা বলার সময় বারবার ভুল হবে না। তাই পেশাদার ক্রিয়েটররা আগে থেকেই স্ক্রিপট তৈরি করে রাখেন। তবে কথা বলার সময় ভুল হলে রেকর্ডটি মুছে ফেলে আবার রেকর্ড করার সুযোগ রয়েছে।

রিলসে নিজের কণ্ঠ যুক্ত করবেন যেভাবে 
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। 
২. নিচের দিকে থাকা ‘‍+’ আইকোনে ট্যাপ করুন। 
৩. এরপর নিচের মেনু থেকে ‘রিল’ অপশনটি নির্বাচন করুন। 
৪. ওপরের ক্যামেরা বাটন দিয়ে নতুন ভিডিও ধারণ করুন বা গ্যালারি থেকে আগের ধারণ করা ভিডিও নির্বাচন করুন। 
৫. ভিডিও নির্বাচন করার পর নিচের দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে ‘অ্যাড অডিও’ বাটনে ট্যাপ করুন 
৬. এরপর ভয়েস অপশনে ট্যাপ করুন। এরপর ভয়েসওভার বাটনে ট্যাপ করুন। ৩ সেকেন্ড পর নিজের কণ্ঠ রেকর্ড শুরু হবে। 
৭. স্পষ্ট ভাষায় কথা বলুন এবং প্রয়োজনমতো ভলিউম ব্যবস্থা করুন। রেকর্ডটি পছন্দ না হলে ‘ভয়েসওভার’টির ওপর ট্যাপ করুন এবং বাঁ পাশের ডিলিট বাটনে ট্যাপ করুন। তাহলে এই রেকর্ড ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে কণ্ঠ রেকর্ড করুন। পছন্দের মতো কণ্ঠ  রেকর্ড হলে প্রয়োজনমতো মিউজিক, টেক্সট ও ফিল্টার যুক্ত করুন। 
৮. এরপর ওপরে ডান দিকমুখী বাটনে ট্যাপ করুন। ক্যাপশন দিয়ে শেয়ার বাটনে ট্যাপ করুন। ফলে নিজের কণ্ঠসহ ভিডিওটি ইনস্টাগ্রামে যুক্ত হবে। 

ভিডিওর সঙ্গে মজাদার ইফেক্ট যুক্ত করবেন যেভাবে 
১. উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে একটি ভিডিও নির্বাচন করুন। 
২. ভিডিও নির্বাচন করার পর নিচের দিকে থাকা অপশনগুলোর মধ্য থেকে ‘অ্যাড অডিও’ বাটনে ট্যাপ করুন। 
৩. এরপর সাউন্ড ইফেক্টস অপশনে ট্যাপ করুন। 
৪. নতুন একটি পেজে মজাদার সাউন্ড ইফেক্টসগুলো দেখা যাবে। পছন্দের মতো সাউন্ড ইফেক্টস নির্বাচন করুন। 
৫. ডান অপশনে ট্যাপ করলে ভিডিওতে এই ইফেক্ট যুক্ত হয়ে যাবে। 

এবার আগের মতোই রিলসটি পোস্ট করুন। 

তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত