অনলাইন ডেস্ক
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৬ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে