চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে