অনলাইন ডেস্ক
ইউটিউব, এক্স (টুইটার) ও টেলিগ্রামের মত প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য নির্দেশ দিয়েছে ভারত। এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরকার কোম্পানিগুলোর আইনি সুরক্ষা কেড়ে নেবে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
আইনি নোটিসটি ইলেকট্রনিকস এন্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রণালয় (এমইআইটিওয়াই) থেকে দেওয়া হয়। দ্রুত ও স্থায়ীভাবে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য গুরুত্ব দেওয়া হয় এতে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে, আইটি আইন ৭৯ এর অধীনে কোম্পানিগুলোর নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হবে এবং ভারতীয় আইন অনুসারে এর ফলাফল ভোগ করতে হবে।
চন্দ্রশেখর অনেক দিন ধরেই ইন্টারনেট থেকে এই ধরনের কনটেন্ট সরানোর দাবি তুলছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও ‘আইটি আইনের আওতায় নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট’ সেবা দিতে বদ্ধপরিকর।
টেলিগ্রাম বলেছে, কোম্পানির সেবা পাওয়ার শর্ত অনুযায়ী শিশুনির্যাতন বিষয়ক কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কোম্পানির মডারেটররা সক্রিয়ভাবে পাবলিক অংশগুলো পর্যবেক্ষণ করেন ও ব্যবহারকারীর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে।
তবে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
কনটেন্ট মডারেশন অ্যালগরিদম ও রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট বন্ধের জন্য ভারতের সরকার কোম্পানিগুলোকে অনুরোধ করে।
গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স ও ডিজনির মত সম্প্রচারকারীদের অনলাইনে ছাড়ার পূর্বে অশ্লীল ও সহিংস কনটেন্ট বাছাই করে সরিয়ে ফেলতে নির্দেশ দেয় ভারত।
ইউটিউব, এক্স (টুইটার) ও টেলিগ্রামের মত প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য নির্দেশ দিয়েছে ভারত। এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরকার কোম্পানিগুলোর আইনি সুরক্ষা কেড়ে নেবে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
আইনি নোটিসটি ইলেকট্রনিকস এন্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রণালয় (এমইআইটিওয়াই) থেকে দেওয়া হয়। দ্রুত ও স্থায়ীভাবে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য গুরুত্ব দেওয়া হয় এতে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে, আইটি আইন ৭৯ এর অধীনে কোম্পানিগুলোর নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হবে এবং ভারতীয় আইন অনুসারে এর ফলাফল ভোগ করতে হবে।
চন্দ্রশেখর অনেক দিন ধরেই ইন্টারনেট থেকে এই ধরনের কনটেন্ট সরানোর দাবি তুলছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও ‘আইটি আইনের আওতায় নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট’ সেবা দিতে বদ্ধপরিকর।
টেলিগ্রাম বলেছে, কোম্পানির সেবা পাওয়ার শর্ত অনুযায়ী শিশুনির্যাতন বিষয়ক কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কোম্পানির মডারেটররা সক্রিয়ভাবে পাবলিক অংশগুলো পর্যবেক্ষণ করেন ও ব্যবহারকারীর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে।
তবে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
কনটেন্ট মডারেশন অ্যালগরিদম ও রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট বন্ধের জন্য ভারতের সরকার কোম্পানিগুলোকে অনুরোধ করে।
গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স ও ডিজনির মত সম্প্রচারকারীদের অনলাইনে ছাড়ার পূর্বে অশ্লীল ও সহিংস কনটেন্ট বাছাই করে সরিয়ে ফেলতে নির্দেশ দেয় ভারত।
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
১ দিন আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
১ দিন আগে