ইউটিউব, এক্স (টুইটার) ও টেলিগ্রামের মত প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য নির্দেশ দিয়েছে ভারত। এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরকার কোম্পানিগুলোর আইনি সুরক্ষা কেড়ে নেবে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
আইনি নোটিসটি ইলেকট্রনিকস এন্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রণালয় (এমইআইটিওয়াই) থেকে দেওয়া হয়। দ্রুত ও স্থায়ীভাবে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য গুরুত্ব দেওয়া হয় এতে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে, আইটি আইন ৭৯ এর অধীনে কোম্পানিগুলোর নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হবে এবং ভারতীয় আইন অনুসারে এর ফলাফল ভোগ করতে হবে।
চন্দ্রশেখর অনেক দিন ধরেই ইন্টারনেট থেকে এই ধরনের কনটেন্ট সরানোর দাবি তুলছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও ‘আইটি আইনের আওতায় নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট’ সেবা দিতে বদ্ধপরিকর।
টেলিগ্রাম বলেছে, কোম্পানির সেবা পাওয়ার শর্ত অনুযায়ী শিশুনির্যাতন বিষয়ক কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কোম্পানির মডারেটররা সক্রিয়ভাবে পাবলিক অংশগুলো পর্যবেক্ষণ করেন ও ব্যবহারকারীর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে।
তবে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
কনটেন্ট মডারেশন অ্যালগরিদম ও রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট বন্ধের জন্য ভারতের সরকার কোম্পানিগুলোকে অনুরোধ করে।
গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স ও ডিজনির মত সম্প্রচারকারীদের অনলাইনে ছাড়ার পূর্বে অশ্লীল ও সহিংস কনটেন্ট বাছাই করে সরিয়ে ফেলতে নির্দেশ দেয় ভারত।
ইউটিউব, এক্স (টুইটার) ও টেলিগ্রামের মত প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য নির্দেশ দিয়েছে ভারত। এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরকার কোম্পানিগুলোর আইনি সুরক্ষা কেড়ে নেবে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
আইনি নোটিসটি ইলেকট্রনিকস এন্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রণালয় (এমইআইটিওয়াই) থেকে দেওয়া হয়। দ্রুত ও স্থায়ীভাবে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য গুরুত্ব দেওয়া হয় এতে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে, আইটি আইন ৭৯ এর অধীনে কোম্পানিগুলোর নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হবে এবং ভারতীয় আইন অনুসারে এর ফলাফল ভোগ করতে হবে।
চন্দ্রশেখর অনেক দিন ধরেই ইন্টারনেট থেকে এই ধরনের কনটেন্ট সরানোর দাবি তুলছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও ‘আইটি আইনের আওতায় নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট’ সেবা দিতে বদ্ধপরিকর।
টেলিগ্রাম বলেছে, কোম্পানির সেবা পাওয়ার শর্ত অনুযায়ী শিশুনির্যাতন বিষয়ক কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কোম্পানির মডারেটররা সক্রিয়ভাবে পাবলিক অংশগুলো পর্যবেক্ষণ করেন ও ব্যবহারকারীর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে।
তবে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
কনটেন্ট মডারেশন অ্যালগরিদম ও রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট বন্ধের জন্য ভারতের সরকার কোম্পানিগুলোকে অনুরোধ করে।
গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স ও ডিজনির মত সম্প্রচারকারীদের অনলাইনে ছাড়ার পূর্বে অশ্লীল ও সহিংস কনটেন্ট বাছাই করে সরিয়ে ফেলতে নির্দেশ দেয় ভারত।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
২০ মিনিট আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
২ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৪ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৫ ঘণ্টা আগে