অনলাইন ডেস্ক
নতুন এক আপডেটের মধ্যে দিয়ে গুগল ড্রাইভের স্টোরেজ দখল শুরু করছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর জন্য ব্যবহারকারীরা নানা উপায় খুঁজছেন। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সাইজ কমালে গুগল ড্রাইভের স্টোরেজ তাড়াতাড়ি পূর্ণ হবে না।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ যেমন গুগলে ড্রাইভে আপলোড হয়। তেমনি আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আই ক্লাউডে জায়গা দখল করে। গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ ও আইক্লাইডে ৫ জিবি স্টোরেজ ব্যবহার করা যায়। আরও স্টোরেজের দরকার হলে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে অথবা হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমাতে হবে।
তিন উপায়ে আইফোন ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমানো যায়। সেগুলো জানানো হলো—
স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ করুন
ছবির স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের অপশনটি বন্ধ করে রাখলে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্খিত মিডিয়া ডাউনলোড হবে না। যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে রয়েছে, তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রতিদিনের গুড মর্নিং (শুভ সকাল), গুড ইভিনিংয়ের (শুভ সন্ধ্যা) মতো শুভেচ্ছা বার্তার ছবি ডাউনলোড বন্ধ করে রাখা যায়। ছবিগুলো ছোট হলেও ধীরে ধীরে এগুলো অনেক স্টোরেজ দখল করে।
ভিডিও ব্যাকআপ বন্ধ রাখুন
হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে ভিডিও অনেক জায়গা দখল করে। সেটিংসের চ্যাট ব্যাকআপ অপশনে ‘include videos’ অপশনটি বন্ধ করে দিলে ব্যাকআপের সাইজ কমে যাবে। এখন হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও সমর্থন করে। এর মাধ্যমে হাই–রেজল্যুশনের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। এগুলোও অনেক স্টোরেজ দখর করে।
ডিসঅ্যাপেয়ারিং মেসেজ
অপ্রয়োজনীয় চ্যাটের জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অপশনটি চালু রাখতে পারেন। এরফলে নিদির্ষ্ট সময়ের পরে মেসেজ ও চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এর ফলে চ্যাট ব্যকআপের সাইজ অনেক কমে যাবে। সব কনট্যাক্টের জন্য বা নির্দিষ্ট কনট্যাক্টের জন্য এই ফিচার চালু করতে পারেন।
যদি হোয়াটসঅ্যাপের ডেটার ব্যকআপ রাখা খুবই প্রয়োজনীয় তাহলে গুগল বা আইক্লাউডের স্টোরেজের অতিরিক্ত স্টোরেজ কেনা যায়। বর্তমানে গুগল অ্যাকাউন্টের ১০০ জিবি স্টোরেজের জন্য ১৫০ টাকা এবং ২০০ জিবি ও ২ টিবি স্টোরেজের জন্য যথাক্রমে ২৫০ টাকা ও ৭০০ টাকা প্রতি মাসে দিতে হবে।
আইক্লাউডের ৫০ জিবি স্টোরেজের জন্য প্রায় ৯৯ টাকা, ২০০ জিবির জন্য প্রায় ২৯১ টাকা খরচ করতে হবে। ২০০ জিবি প্ল্যানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
তথ্যসূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নতুন এক আপডেটের মধ্যে দিয়ে গুগল ড্রাইভের স্টোরেজ দখল শুরু করছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর জন্য ব্যবহারকারীরা নানা উপায় খুঁজছেন। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সাইজ কমালে গুগল ড্রাইভের স্টোরেজ তাড়াতাড়ি পূর্ণ হবে না।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ যেমন গুগলে ড্রাইভে আপলোড হয়। তেমনি আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আই ক্লাউডে জায়গা দখল করে। গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ ও আইক্লাইডে ৫ জিবি স্টোরেজ ব্যবহার করা যায়। আরও স্টোরেজের দরকার হলে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে অথবা হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমাতে হবে।
তিন উপায়ে আইফোন ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমানো যায়। সেগুলো জানানো হলো—
স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ করুন
ছবির স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের অপশনটি বন্ধ করে রাখলে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্খিত মিডিয়া ডাউনলোড হবে না। যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে রয়েছে, তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রতিদিনের গুড মর্নিং (শুভ সকাল), গুড ইভিনিংয়ের (শুভ সন্ধ্যা) মতো শুভেচ্ছা বার্তার ছবি ডাউনলোড বন্ধ করে রাখা যায়। ছবিগুলো ছোট হলেও ধীরে ধীরে এগুলো অনেক স্টোরেজ দখল করে।
ভিডিও ব্যাকআপ বন্ধ রাখুন
হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে ভিডিও অনেক জায়গা দখল করে। সেটিংসের চ্যাট ব্যাকআপ অপশনে ‘include videos’ অপশনটি বন্ধ করে দিলে ব্যাকআপের সাইজ কমে যাবে। এখন হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও সমর্থন করে। এর মাধ্যমে হাই–রেজল্যুশনের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। এগুলোও অনেক স্টোরেজ দখর করে।
ডিসঅ্যাপেয়ারিং মেসেজ
অপ্রয়োজনীয় চ্যাটের জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অপশনটি চালু রাখতে পারেন। এরফলে নিদির্ষ্ট সময়ের পরে মেসেজ ও চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এর ফলে চ্যাট ব্যকআপের সাইজ অনেক কমে যাবে। সব কনট্যাক্টের জন্য বা নির্দিষ্ট কনট্যাক্টের জন্য এই ফিচার চালু করতে পারেন।
যদি হোয়াটসঅ্যাপের ডেটার ব্যকআপ রাখা খুবই প্রয়োজনীয় তাহলে গুগল বা আইক্লাউডের স্টোরেজের অতিরিক্ত স্টোরেজ কেনা যায়। বর্তমানে গুগল অ্যাকাউন্টের ১০০ জিবি স্টোরেজের জন্য ১৫০ টাকা এবং ২০০ জিবি ও ২ টিবি স্টোরেজের জন্য যথাক্রমে ২৫০ টাকা ও ৭০০ টাকা প্রতি মাসে দিতে হবে।
আইক্লাউডের ৫০ জিবি স্টোরেজের জন্য প্রায় ৯৯ টাকা, ২০০ জিবির জন্য প্রায় ২৯১ টাকা খরচ করতে হবে। ২০০ জিবি প্ল্যানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
তথ্যসূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে