ফ্রিল্যান্সার গড়ার কারিগর ফারজুক আহমদ

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০০: ৫১
Thumbnail image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিভাগে স্নাতকোত্তরে পড়ার পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং শুরু করেন। ১২ জনের একটি অনলাইন টিম নিয়ে কাজ করছেন। মাত্র ২২ বছর বয়সে তাঁর আয় কোটি টাকা পেরিয়েছে। সফল এই ফ্রিল্যান্সারের নাম ফারজুক আহমদ। তাঁর সফলতার গল্প জানিয়েছেন মুহাম্মদ শফিকুর রহমান

পরিবার
মা-বাবা, ছোট দুই ভাই আর এক বোন নিয়ে তাঁর পরিবার। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তবে এখন ফারজুক আহমদ পরিবার নিয়ে বসবাস করেন সিলেট সদরের মেজরটিলা এলাকায়। 

৫ ডলারে শুরু
স্বপ্ন ছিল চিকিৎসক হবেন। কিন্তু পড়ালেখার পাশাপাশি শেখ কামাল আইটি প্রকল্পে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে ফারজুক হয়েছেন একজন সফল ফ্রিল্যান্সার। প্রশিক্ষণ থেকে ফিরে ফারজুক গুগল ও ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখার জন্য সময় দিয়েছেন প্রচুর। এভাবেই তিনি সফল হয়ে ওঠেন। রেডিট সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট প্রমোট করার একটি ৫ ডলারের কাজ দিয়ে ফাইভার মার্কেটপ্লেসে আয় শুরু হয় ফারজুকের। এরপর ২০০ ডলারের মাসিক কাজ পান তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

প্রশিক্ষক হিসেবে বাজিমাত
ফারজুক একজন ডিজিটাল মার্কেটার। মূলত   ফেসবুক ও গুগল অ্যাডস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে তাঁর কাজ। তিনি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং (বেসিক টু অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল মডিউল) অফলাইনে কোর্স করান। তাঁর কোর্সের দৈর্ঘ্য ৬ মাস। তিনি মনে করেন, অফলাইন কোর্সে সাফল্যের হার বেশি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ফারজুক আড়াই হাজারের বেশি মানুষকে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দিয়েছেন। প্রতি ব্যাচে ৪০ জনকে প্রশিক্ষণ দেন। এরই মধ্যে প্রায় ৪৫টি ব্যাচের প্রশিক্ষণ শেষ করেছেন। প্রতি ব্যাচে ৪ জনকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান। ফারজুকের কাছে ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা আয় করছেন এমন একাধিক শিক্ষার্থী আছেন দেশের বিভিন্ন প্রান্তে।

ওয়ান ম্যান সলিউশন
ফারজুকের প্রতিষ্ঠানের নাম ওয়ান ম্যান সলিউশন। ২০২০ সালের করোনাকালে একা সামলাতে না পেরে তিনি ৪ জনের একটি টিম তৈরি করেন। তাঁরা অনলাইনে কোর্স করাতেন। এখন এই টিমের সদস্যসংখ্যা ১২। ওয়ান ম্যান সলিউশনে কর্মরতদের জন্য প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়। তিনি মূলত তাঁর সংগ্রহ করা কাজগুলো প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে করিয়ে নেন। ফারজুক সিলেট জেলার বিএফডিএসের চেয়ারম্যান। এই সংগঠনের মাধ্যমে ট্রেনিং, ব্যাংক ও সোশ্যাল মিডিয়া সাপোর্ট ইত্যাদি দেওয়া হয়।

কোয়ালিটি বজায় রাখা
আয়ের চেয়ে গুণগত মানসম্পন্ন কাজের প্রতি ফারজুকের নজর বেশি। তিনি বিশ্বাস করেন, কাজ ভালো হলে আয় হবেই। পাঁচটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি এখন কাজ করছেন। প্রায় দুই হাজার ইউনিক কাস্টমারের প্রকল্প সফলভাবে শেষ করেছেন। কোটি টাকা আয় হলেও তাঁর অনেকটাই ব্যয় করতে হয়েছে তাঁকে। তাতেও অসন্তুষ্টি নেই। ফাইভারে তাঁর অবস্থান লেভেল-২। এখানে অ্যাকাউন্ট খোলার দুই দিনের মাথায় কাজ পান তিনি। মাত্র ২২ বছর বয়সে ফ্রিল্যান্সিংয়ে তাঁর আয় কোটির ঘর স্পর্শ করে।

লড়াকু যোদ্ধা
ফারজুক এক লড়াকু যোদ্ধা। সাফল্য না পাওয়া পর্যন্ত প্রবল জেদে কাজের পেছনে একটানা লেগে থাকেন তিনি। ফলে সময় লাগলেও সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়। এ জন্য ফ্রিল্যান্সিং শুরুর প্রথম দিকে বন্ধুদের সঙ্গে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটে।

পুরস্কারের ছড়াছড়ি
২০২১ সালে সিলেট জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ফারজুক পান বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড, ২০২২ সালে পান ইনফো-সরকার পেজ-৩ প্রজেক্টে বেস্ট ফ্রিল্যান্সার ফ্রম সিলেট ডিভিশন অ্যাওয়ার্ড, সে বছরেই পান রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড। ২০২৩ সালে বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ফ্রম অল ওভার বাংলাদেশ হিসেবে পান ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড, ২০২৩ সালে সিলেট বিভাগের সেরা ফ্রিল্যান্সার হিসেবে পান এনএফকন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। এ ছাড়া ফারজুক এ বছর বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ফ্রম অল ওভার বাংলাদেশ ক্যাটাগরিতে ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড জিতে নেন।
শুধু দেশেই নয়, বিদেশেও পুরস্কৃত হয়েছেন ফারজুক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা থেকে পেয়েছেন মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড, মালদ্বীপ থেকে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং নেপাল থেকে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড। 

নতুনদের জন্য পরামর্শ 

  • ইংরেজি ভালো জানতে হবে।
  • কমপক্ষে এক বছর একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
  • কাজের পোর্টফোলিও তৈরি করতে হবে ভালোভাবে।
  • ধৈর্য ধরে কাজে লেগে থাকতে হবে। কাজে বিরতি দেওয়া যাবে না।
  • প্রথমে লিংকডইন, ইনস্টাগ্রাম ইত্যাদি দিয়ে কাজ শুরু করা ভালো। তারপর ধীরে ধীরে ফাইভার, আপওয়ার্ক ইত্যাদি প্ল্যাটফর্মে কাজ করতে হবে। 

ভবিষ্যতের ভাবনা
পড়াশোনা শেষ করে আইটি বিষয়ে পিএইচডি করবেন বলে জানিয়েছেন ফারজুক। ওয়ান ম্যান সলিউশনে কমপক্ষে ২০০ জনের কাজের সংস্থান করবেন তিনি। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তোলার আশা তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত