অনলাইন ডেস্ক
ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিকি মারা গেছেন। গত শুক্রবার (৯ আগস্ট) ৫৬ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজসিকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দর পিচাই। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নিজের গ্যারেজে গুগলকে দাঁড় করাতে সাহায্য করেন কোম্পানির দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা সুসান ওজসিকি। দীর্ঘ ২ বছর ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সুন্দর পিচাই বলেন, ‘তাঁকে হারিয়ে দুঃখ পেয়েছি আমরা। ওজসিকি গুগলের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন।’
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই খুদে ব্লগ সাইট এক্সে লিখেছেন, ‘ইউটিউবের প্রাক্তন সিইও সুসান ওজসিকি ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছর ভুগে মারা গেছেন।
সার্চ জায়ান্ট গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানিটির ‘বিজ্ঞাপন ব্যবসা’ পরিচালনা করার পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইও’র দায়িত্ব পালন করেছেন ওজসিকি।
গুগলের প্রতিষ্ঠার শুরু থেকেই কোম্পানির সঙ্গে ছিলেন ওজসিকি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের গ্যারেজ গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজকে ভাড়া দেন তিনি। ১৯৯৯ সালে তিনি গুগলের প্রথম বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। তার আগে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশনের বিপণন বিভাগে কাজ করেছেন তিনি। তিনি গুগলের ১৬ তম কর্মী হিসেবে নিয়োগ পান। গুগল ডুডলের ভাবনা ছিল তাঁর। গুগল ইমেজ সার্চ তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৩ সালে পণ্য ব্যবস্থাপক হিসেবে অ্যাডসেন্স চালু ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রযুক্তি শিল্পে প্রধান ভূমিকা পালনকারী নারীদের মধ্যে ওজসিকি অন্যতম। তিনি আরও বেশি নারীকে এই খাতে যুক্ত হতে উৎসাহিত করতে চেয়েছিলেন। করেন। ২০১৫ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সুসানকে অভিহিত করে।
২০১৩ সালে বিবিসিকে তিনি বলেন, ‘এই খাতে খুব কম নারী আছেন। সামগ্রিকভাবে প্রযুক্তি শিল্পে গড়ে প্রায় ২০ শতাংশ নারী রয়েছে এবং আমি প্রযুক্তিগত ডিগ্রি নেওয়ার মেয়েদের দিকে লক্ষ্য করে দেখেছি ও এই সংখ্যাও খুব কম।’
ওজসিকি ইউটিউবের প্রধান হিসেবে থাকারও সময় প্ল্যাটফর্মটি নিয়ে বিভিন্ন সমালোচনা শোনা যায়। করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য ইউটিউব সমালোচনার মুখোমুখি হয়েছিল।
২০২২ সালে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেকিং সংস্থা ইউটিউবকে ‘বিশ্বব্যাপী অনলাইন বিভ্রান্তি এবং ভুল তথ্যের অন্যতম প্রধান কারণ’ বলে অভিযুক্ত করে ওজসিকি চিঠি পাঠিয়েছিল। এর এক বছর পরেই ‘পরিবার, স্বাস্থ্য, ও ব্যক্তিগত কাজে’ সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওজসিকি।
ফেসবুকে তাঁর স্বামী ডেনিস ট্রপার শুক্রবার রাতে লিখেছেন, ‘আমার ২৬ বছরের দাম্পত্য সঙ্গী ও আমাদের পাঁচ সন্তানের মা নন-স্মল সেল ফুসফুস ক্যানসারে দুই বছর বেঁচে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছে।’
ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিকি মারা গেছেন। গত শুক্রবার (৯ আগস্ট) ৫৬ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজসিকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দর পিচাই। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নিজের গ্যারেজে গুগলকে দাঁড় করাতে সাহায্য করেন কোম্পানির দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা সুসান ওজসিকি। দীর্ঘ ২ বছর ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সুন্দর পিচাই বলেন, ‘তাঁকে হারিয়ে দুঃখ পেয়েছি আমরা। ওজসিকি গুগলের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন।’
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই খুদে ব্লগ সাইট এক্সে লিখেছেন, ‘ইউটিউবের প্রাক্তন সিইও সুসান ওজসিকি ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছর ভুগে মারা গেছেন।
সার্চ জায়ান্ট গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানিটির ‘বিজ্ঞাপন ব্যবসা’ পরিচালনা করার পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইও’র দায়িত্ব পালন করেছেন ওজসিকি।
গুগলের প্রতিষ্ঠার শুরু থেকেই কোম্পানির সঙ্গে ছিলেন ওজসিকি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের গ্যারেজ গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজকে ভাড়া দেন তিনি। ১৯৯৯ সালে তিনি গুগলের প্রথম বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। তার আগে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশনের বিপণন বিভাগে কাজ করেছেন তিনি। তিনি গুগলের ১৬ তম কর্মী হিসেবে নিয়োগ পান। গুগল ডুডলের ভাবনা ছিল তাঁর। গুগল ইমেজ সার্চ তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৩ সালে পণ্য ব্যবস্থাপক হিসেবে অ্যাডসেন্স চালু ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রযুক্তি শিল্পে প্রধান ভূমিকা পালনকারী নারীদের মধ্যে ওজসিকি অন্যতম। তিনি আরও বেশি নারীকে এই খাতে যুক্ত হতে উৎসাহিত করতে চেয়েছিলেন। করেন। ২০১৫ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সুসানকে অভিহিত করে।
২০১৩ সালে বিবিসিকে তিনি বলেন, ‘এই খাতে খুব কম নারী আছেন। সামগ্রিকভাবে প্রযুক্তি শিল্পে গড়ে প্রায় ২০ শতাংশ নারী রয়েছে এবং আমি প্রযুক্তিগত ডিগ্রি নেওয়ার মেয়েদের দিকে লক্ষ্য করে দেখেছি ও এই সংখ্যাও খুব কম।’
ওজসিকি ইউটিউবের প্রধান হিসেবে থাকারও সময় প্ল্যাটফর্মটি নিয়ে বিভিন্ন সমালোচনা শোনা যায়। করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য ইউটিউব সমালোচনার মুখোমুখি হয়েছিল।
২০২২ সালে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেকিং সংস্থা ইউটিউবকে ‘বিশ্বব্যাপী অনলাইন বিভ্রান্তি এবং ভুল তথ্যের অন্যতম প্রধান কারণ’ বলে অভিযুক্ত করে ওজসিকি চিঠি পাঠিয়েছিল। এর এক বছর পরেই ‘পরিবার, স্বাস্থ্য, ও ব্যক্তিগত কাজে’ সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওজসিকি।
ফেসবুকে তাঁর স্বামী ডেনিস ট্রপার শুক্রবার রাতে লিখেছেন, ‘আমার ২৬ বছরের দাম্পত্য সঙ্গী ও আমাদের পাঁচ সন্তানের মা নন-স্মল সেল ফুসফুস ক্যানসারে দুই বছর বেঁচে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছে।’
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে