Ajker Patrika

একবার চার্জে শোনাবে ৫০ ঘণ্টা

অনিন্দ্য চৌধুরী অর্ণব
আপডেট : ১৬ মে ২০২৩, ১০: ৪৫
একবার চার্জে শোনাবে ৫০ ঘণ্টা

গান শোনার জন্য এখন আর সাউন্ডবক্স ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হেডফোন। সেই হেডফোনে যদি এক চার্জে দীর্ঘ সময় গান শোনার সুবিধা থাকে, থাকে নয়েজ ক্যান্সেলেশন, ডুয়েল কানেকটিভিটি, ব্লুটুথ কানেকশনের বিশেষ সুবিধা, তবে তা সোনায় সোহাগা। সনির নতুন ডব্লিউএইচ-সিএইচ৫২০ হেডফোন এমন সুবিধাই দেবে।

একবার চার্জ দিলে সনির ডব্লিউএইচ-সিএইচ৫২০ হেডফোনে ৫০ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে। সঙ্গে রয়েছে কল করা ও ধরার সুবিধা। ৩ মিনিট চার্জে এই হেডফোন দেড় ঘণ্টা গান শোনাতে সক্ষম। তবে এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৩ ঘণ্টা। এতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এটি দেবে সিনেমাটিক সাউন্ডের অভিজ্ঞতা। কম্প্রেসড মিউজিক ফাইলের গুণমান বাড়াতে এবং ডিএসইইর মাধ্যমে উচ্চ মানের সাউন্ডসহ স্ট্রিমিং মিউজিক উপভোগ করা যাবে।

ছবি: সংগৃহীতফোন কলের জন্য বিশেষ ধরনের কিছু ফিচার জুড়ে দেওয়া হয়েছে। ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ব্যবহার করায় কলে কথা বলতে কোনো রকম অসুবিধা হবে না। তা ছাড়া বিল্টইন মাইক্রোফোন হ্যান্ডস-ফ্রি, ক্রিস্টাল-ক্লিয়ার ভয়েস কল করতে সাহায্য করবে। 

সূত্র: গ্যাজেট ৩৬০, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টেক আউটলুক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত