অনলাইন ডেস্ক
নতুন সাবস্ক্রাইবার পেতে বা বন্ধু ও পরিবারের সদস্যের দেখাতে বিভিন্ন মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলটি শেয়ার করেন অনেকেই। এবার চ্যানেল শেয়ারের প্রক্রিয়াটি আরও সহজ করতে ‘কিউআর কোড’ ফিচার যুক্ত করেছে ইউটিউব। কিউআর কোডটি স্ক্যান করলেই কোনো ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল চালু হবে।
এক বিবৃতিতে ইউটিউব বলেছে, ‘বিশ্বজুড়ে ক্রিয়েটর কমিউনিটির জন্য কিউআর কোড ফিচারটি চালু করছি। এই আপডেটের মাধ্যমে চ্যানেল শেয়ারের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছি আমরা।’
ফিচারটির সবচেয়ে ভালো দিক হলো—সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই কিউআর কোড শেয়ার করা যাবে। এমনকি এটি কোনো কাগজেও প্রিন্ট করা যাবে। ফলে কিউআর কোডটি স্ক্যান করলেই এটি সরাসরি ব্যবহারকারীর ডিভাইসকে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে রিডাইরেক্ট করবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে। এটি ইউটিউবের ‘ইউ’ ট্যাব থেকে ব্যবহার করা যাবে। শেয়ার চ্যানেলের অপশনগুলো থেকে স্ক্রল করলেই এই ফিচার দেখা যাবে।
কিউআর কোড অপশন নির্বাচন করা পর একটি নতুন পেজ চালু হবে। সেখানে চ্যানেলের নাম থাকবে। চ্যানেলের লোগো কিউআর কোডের মাঝখানে থাকবে ও এর নিচে ইউটিউবের লোগোও যুক্ত থাকবে। এটি দেখতে ক্রোম ব্রাউজারের কিউআর কোড ফিচারের মতো।
চ্যানেল ক্রিয়েটররা স্ক্রিনশট তুলে বা ‘সেভ টু ক্যামেরা রোল’ ব্যবহার করে কিউআর কোডটি গ্যালারিতে সংরক্ষণ করতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এটি ব্যবহার করতে পারবেন। কিউআর কোডটি ২৪০০×২৪০০ পিক্সেল রেজল্যুশনে সেভ হয়।
প্রায় সব ফোনের ক্যামেরা দিয়েই এসব কোড স্ক্যান ব্যবহার করা যাবে। এ ছাড়া গুগল লেন্স অ্যাপ বা কিউআর কোড স্ক্যানার অ্যাপও ব্যবহার করে এটি স্ক্যান করা যাবে।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অনেকেই ইউটিউব চ্যানেলের কিউআর কোড তৈরি করতেন। ইউটিউবের নতুন ফিচারটি ফলে বাইরের কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা নেই।
আবার নিজের চ্যানেল ছাড়া অন্য কারও চ্যানেলও কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা যাবে। এ জন্য ইউটিউবের কোনো চ্যানেলের পেজ চালু করতে হবে। চ্যানেলের তিন ডট বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এরপর অপশনগুলো থেকে ‘কিউআর কোড’ ফিচারটি ব্যবহার করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ বাইটস
নতুন সাবস্ক্রাইবার পেতে বা বন্ধু ও পরিবারের সদস্যের দেখাতে বিভিন্ন মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলটি শেয়ার করেন অনেকেই। এবার চ্যানেল শেয়ারের প্রক্রিয়াটি আরও সহজ করতে ‘কিউআর কোড’ ফিচার যুক্ত করেছে ইউটিউব। কিউআর কোডটি স্ক্যান করলেই কোনো ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল চালু হবে।
এক বিবৃতিতে ইউটিউব বলেছে, ‘বিশ্বজুড়ে ক্রিয়েটর কমিউনিটির জন্য কিউআর কোড ফিচারটি চালু করছি। এই আপডেটের মাধ্যমে চ্যানেল শেয়ারের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছি আমরা।’
ফিচারটির সবচেয়ে ভালো দিক হলো—সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই কিউআর কোড শেয়ার করা যাবে। এমনকি এটি কোনো কাগজেও প্রিন্ট করা যাবে। ফলে কিউআর কোডটি স্ক্যান করলেই এটি সরাসরি ব্যবহারকারীর ডিভাইসকে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে রিডাইরেক্ট করবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে। এটি ইউটিউবের ‘ইউ’ ট্যাব থেকে ব্যবহার করা যাবে। শেয়ার চ্যানেলের অপশনগুলো থেকে স্ক্রল করলেই এই ফিচার দেখা যাবে।
কিউআর কোড অপশন নির্বাচন করা পর একটি নতুন পেজ চালু হবে। সেখানে চ্যানেলের নাম থাকবে। চ্যানেলের লোগো কিউআর কোডের মাঝখানে থাকবে ও এর নিচে ইউটিউবের লোগোও যুক্ত থাকবে। এটি দেখতে ক্রোম ব্রাউজারের কিউআর কোড ফিচারের মতো।
চ্যানেল ক্রিয়েটররা স্ক্রিনশট তুলে বা ‘সেভ টু ক্যামেরা রোল’ ব্যবহার করে কিউআর কোডটি গ্যালারিতে সংরক্ষণ করতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এটি ব্যবহার করতে পারবেন। কিউআর কোডটি ২৪০০×২৪০০ পিক্সেল রেজল্যুশনে সেভ হয়।
প্রায় সব ফোনের ক্যামেরা দিয়েই এসব কোড স্ক্যান ব্যবহার করা যাবে। এ ছাড়া গুগল লেন্স অ্যাপ বা কিউআর কোড স্ক্যানার অ্যাপও ব্যবহার করে এটি স্ক্যান করা যাবে।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অনেকেই ইউটিউব চ্যানেলের কিউআর কোড তৈরি করতেন। ইউটিউবের নতুন ফিচারটি ফলে বাইরের কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা নেই।
আবার নিজের চ্যানেল ছাড়া অন্য কারও চ্যানেলও কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা যাবে। এ জন্য ইউটিউবের কোনো চ্যানেলের পেজ চালু করতে হবে। চ্যানেলের তিন ডট বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এরপর অপশনগুলো থেকে ‘কিউআর কোড’ ফিচারটি ব্যবহার করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ বাইটস
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
৯ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১২ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৪ ঘণ্টা আগে