Ajker Patrika

৪ লাখ ডলারে বিক্রি হলো স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটার

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২: ০৪
৪ লাখ ডলারে বিক্রি হলো স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটার

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি কম্পিউটারটি ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৪৫ বছর আগে তৈরি কম্পিউটারটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিলামে বিক্রি হয়।  

ধারণা করা হচ্ছিল, ছয় লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হবে এই কম্পিউটারটি। 

নিলামে ওঠা অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি।  জবস এবং ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়েছিল।

নিলাম হাউসের ওয়েবসাইটে বলা হয়,  ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এই কম্পিউটারটি কিনেছিলেন। পরে তিনি ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি বিক্রি করে দেয়।

লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই শিক্ষার্থী তখন ৬৫০ ডলারে কম্পিউটারটি কিনেছিলেন।

নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।  

নিলামের বিষয়ে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, শুধু প্রযুক্তিশিল্প সংশ্লিষ্টরা নয় অনেক মানুষই জানতে চায় কোন ব্যক্তির আছে অ্যাপল-১ কম্পিউটারটি রয়েছে।  

১৯৭০ এবং ৮০র দশকে সফলতা পায় জবস এবং ওজনিয়াকের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল। ২০১১ সালের মৃত্যুর আগে অ্যাপলকে জনপ্রিয় কোম্পানি হিসেবে দেখে গিয়েছে এর প্রতিষ্ঠাতে স্টিভ জবস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ