অনলাইন ডেস্ক
জিপিটি স্টোর চালুর সময় পিছিয়ে দিয়েছে চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআই। এক মেমোর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, ২০২৪ সালের আগে এ স্টোর বাজারে ছাড়া হবে না।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টমানের বরখাস্ত ও পুর্নবহালের এবং কর্মীদের পদত্যাগের হুমকির নাটকীয় ঘটনার জন্য এই বিলম্ব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নভেম্বরের প্রথম ডেভেলপার কনফারেন্সে ওপেনএআই কাস্টম জিপিটি ও স্টোর উন্মোচন করে। গত মাসেই এটি বাজারে ছাড়ার কথা ছিল।
মেমোতে বলা হয়, কোম্পানিটি গ্রাহকদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে জিপিটির আরও ‘উন্নতিসাধন’ করবে।
নতুন জিপিটিগুলো এআই অ্যাস্টিটেন্টের প্রাথমিক সংষ্করণ। এটি প্লেনের টিকিট কাটার মত দৈনন্দিন কাজে মানুষকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কাস্টম জিপিটি তৈরি করে গ্রাহকেরা তা শেয়ার করতে পারবে ও জিপিটি ব্যবহারের ওপর নির্ভর করে তা থেকে আয়ও করা যাবে।
নভেম্বরের ডেভেলপার কনফারেন্সে জিপিটি–৪ টার্বো উন্মোচন করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম চ্যাটবট তৈরি করতে সক্ষম হবে। বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীদের চ্যাটজিপটিতে নিজস্ব ডেটা আপলোড করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে চ্যাটবটকে নিজস্ব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ও কাস্টমাইজও করা যাবে। গ্রাহকরা অনেক জায়গায় ব্যক্তিকৃত এআই চ্যাটবট দেখতে পাবে। এর মধ্যে আছে গ্রাহকদের নিয়মিত ব্যবহৃত অ্যাপ ও ওয়েবসাইট।
কোম্পানি জিপিটি–৪ টার্বো সম্পর্কে বলেছিল, যে কেউ সহজেই নিজস্ব জিপিটি তৈরি করতে পারবে। এর জন্য কোডিংয়ের প্রয়োজন নেই। নিজের ব্যবহারের জন্য বা কোম্পানির অভ্যন্তরে বা সবার ব্যবহারের জন্য তৈরি করা যাবে। কথোপকথন শুরুর মতোই এটি তৈরিও সহজ, শুধু নির্দেশনা ও একটু বাড়তি জ্ঞান দিতে হবে। ওয়েব সার্চ, ছবি তৈরি করা বা ডেটা বিশ্লেষণ যেমনভাবে করে, তেমনি ব্যক্তিকৃত জিপিটি তৈরির কাজও করতে পারে।
জিপিটি স্টোর চালুর সময় পিছিয়ে দিয়েছে চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআই। এক মেমোর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, ২০২৪ সালের আগে এ স্টোর বাজারে ছাড়া হবে না।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টমানের বরখাস্ত ও পুর্নবহালের এবং কর্মীদের পদত্যাগের হুমকির নাটকীয় ঘটনার জন্য এই বিলম্ব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নভেম্বরের প্রথম ডেভেলপার কনফারেন্সে ওপেনএআই কাস্টম জিপিটি ও স্টোর উন্মোচন করে। গত মাসেই এটি বাজারে ছাড়ার কথা ছিল।
মেমোতে বলা হয়, কোম্পানিটি গ্রাহকদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে জিপিটির আরও ‘উন্নতিসাধন’ করবে।
নতুন জিপিটিগুলো এআই অ্যাস্টিটেন্টের প্রাথমিক সংষ্করণ। এটি প্লেনের টিকিট কাটার মত দৈনন্দিন কাজে মানুষকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কাস্টম জিপিটি তৈরি করে গ্রাহকেরা তা শেয়ার করতে পারবে ও জিপিটি ব্যবহারের ওপর নির্ভর করে তা থেকে আয়ও করা যাবে।
নভেম্বরের ডেভেলপার কনফারেন্সে জিপিটি–৪ টার্বো উন্মোচন করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম চ্যাটবট তৈরি করতে সক্ষম হবে। বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীদের চ্যাটজিপটিতে নিজস্ব ডেটা আপলোড করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে চ্যাটবটকে নিজস্ব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ও কাস্টমাইজও করা যাবে। গ্রাহকরা অনেক জায়গায় ব্যক্তিকৃত এআই চ্যাটবট দেখতে পাবে। এর মধ্যে আছে গ্রাহকদের নিয়মিত ব্যবহৃত অ্যাপ ও ওয়েবসাইট।
কোম্পানি জিপিটি–৪ টার্বো সম্পর্কে বলেছিল, যে কেউ সহজেই নিজস্ব জিপিটি তৈরি করতে পারবে। এর জন্য কোডিংয়ের প্রয়োজন নেই। নিজের ব্যবহারের জন্য বা কোম্পানির অভ্যন্তরে বা সবার ব্যবহারের জন্য তৈরি করা যাবে। কথোপকথন শুরুর মতোই এটি তৈরিও সহজ, শুধু নির্দেশনা ও একটু বাড়তি জ্ঞান দিতে হবে। ওয়েব সার্চ, ছবি তৈরি করা বা ডেটা বিশ্লেষণ যেমনভাবে করে, তেমনি ব্যক্তিকৃত জিপিটি তৈরির কাজও করতে পারে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ ঘণ্টা আগে