অনলাইন ডেস্ক
চ্যাট জিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেন এআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে শতকোটি ডলারের মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বুধবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করে সংবাদপত্রটি। তাদের অভিযোগ, চ্যাট জিপিটির সিস্টেমকে প্রশিক্ষণ দিতে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, মামলায় শতকোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে নিউইয়র্ক টাইমস।
চ্যাটজিপিটি ও অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (এলএলএম) প্রায়শই অনলাইনে পাওয়া বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্রতিক্ষণ দেওয়া হয়।
মামলার বিষয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে মন্তব্য জানতে চেয়েছে বিবিসি। তবে সাড়া মেলেনি।
মামলার অভিযোগ অনুসারে, চ্যাটজিপিটিকে আরও বুদ্ধিমান করার জন্য অনুমতি ছাড়াই নিউইয়র্ক টাইমসের কয়েক লাখ প্রতিবেদন ব্যবহার করা হয়েছে। এখন এ টুল সংবাদপত্রের বিপরীতে বিশ্বস্ত তথ্যসূত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মামলার এজাহারে বলা হয়, বর্তমান কোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে চ্যাটজিপিটি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে কিছু উদ্ধৃতি ব্যবহার করে, যা সাধারণত সাবস্ক্রিপশন ছাড়া পড়া যায় না। এর মানে হলো পাঠকেরা অর্থ পরিশোধ ছাড়াই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন পড়তে পারছে। এতে সংবাদপত্রটি সাবস্ক্রিপশন থেকে আয় ও ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয় হারাচ্ছে।
এ ছাড়া মামলার এজাহারে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের উদাহরণ দেওয়া হয়েছে। এ সার্চ ইঞ্জিন নিউইয়র্ক টাইমসের কাছ থেকে তথ্য নিয়ে ফলাফল প্রস্তুত করে, তবে প্রতিবেদনের কোনো লিংক ফলাফলের সঙ্গে যুক্ত করে না। বিং সার্চ ইঞ্জিনেও চ্যাটজিপিটির কিছু ফিচার রয়েছে।
মাইক্রোসফট ওপেন এআইয়ে ১ হাজার কোটির ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছে।
বুধবারের মামলা থেকে জানা যায়, এর আগে গত এপ্রিলেও মাইক্রোসফট ও ওপেন এআইয়ের সঙ্গে কপিরাইটের বিষয়ে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে নিউইয়র্ক টাইমস।
চ্যাট জিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেন এআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে শতকোটি ডলারের মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বুধবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করে সংবাদপত্রটি। তাদের অভিযোগ, চ্যাট জিপিটির সিস্টেমকে প্রশিক্ষণ দিতে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, মামলায় শতকোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে নিউইয়র্ক টাইমস।
চ্যাটজিপিটি ও অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (এলএলএম) প্রায়শই অনলাইনে পাওয়া বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্রতিক্ষণ দেওয়া হয়।
মামলার বিষয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে মন্তব্য জানতে চেয়েছে বিবিসি। তবে সাড়া মেলেনি।
মামলার অভিযোগ অনুসারে, চ্যাটজিপিটিকে আরও বুদ্ধিমান করার জন্য অনুমতি ছাড়াই নিউইয়র্ক টাইমসের কয়েক লাখ প্রতিবেদন ব্যবহার করা হয়েছে। এখন এ টুল সংবাদপত্রের বিপরীতে বিশ্বস্ত তথ্যসূত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
মামলার এজাহারে বলা হয়, বর্তমান কোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে চ্যাটজিপিটি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে কিছু উদ্ধৃতি ব্যবহার করে, যা সাধারণত সাবস্ক্রিপশন ছাড়া পড়া যায় না। এর মানে হলো পাঠকেরা অর্থ পরিশোধ ছাড়াই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন পড়তে পারছে। এতে সংবাদপত্রটি সাবস্ক্রিপশন থেকে আয় ও ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয় হারাচ্ছে।
এ ছাড়া মামলার এজাহারে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের উদাহরণ দেওয়া হয়েছে। এ সার্চ ইঞ্জিন নিউইয়র্ক টাইমসের কাছ থেকে তথ্য নিয়ে ফলাফল প্রস্তুত করে, তবে প্রতিবেদনের কোনো লিংক ফলাফলের সঙ্গে যুক্ত করে না। বিং সার্চ ইঞ্জিনেও চ্যাটজিপিটির কিছু ফিচার রয়েছে।
মাইক্রোসফট ওপেন এআইয়ে ১ হাজার কোটির ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছে।
বুধবারের মামলা থেকে জানা যায়, এর আগে গত এপ্রিলেও মাইক্রোসফট ও ওপেন এআইয়ের সঙ্গে কপিরাইটের বিষয়ে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে নিউইয়র্ক টাইমস।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৩ ঘণ্টা আগে