Ajker Patrika

নেটফ্লিক্সের বেসিকে ২, প্রিমিয়ামে ৩ ডলার ফি বাড়ল 

নেটফ্লিক্সের বেসিকে ২, প্রিমিয়ামে ৩ ডলার ফি বাড়ল 

স্ট্যান্ডার্ড ছাড়া দুই ধরনের প্ল্যানে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে ভিডিও স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স। এর মধ্যে বেসিক প্ল্যানে ২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ৩ ডলার ফি বেড়েছে। তবে বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত থাকবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেডটের এক প্রতিবদেনে এসব তথ্য জানা যায়। 

এর ফলে গ্রাহকদের বেসিক প্ল্যানে ১২ ডলার ও প্রিমিয়াম প্ল্যানে ২৩ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। বিজ্ঞাপনসহ স্টান্ডার্ড প্ল্যানের ফি ৭ ডলার ও ১৫ দশমিক ৪৯ ডলারই থাকবে। এর আগে ২০২২ সালে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ফি বাড়ায়। 

চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদনে নেটফ্লিক্স বলেছে, কোম্পানির সামগ্রিক পদ্ধতি একই রয়েছে, পেইড শেয়ারিং চালু করে ফি বাড়ানো সীমিত করা হয়েছে। তবে বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে কিছুক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন গ্রাহককের বিজ্ঞাপনসহ মাসিক স্ট্যান্ডার্ড ব্যয় ৬ দশমিক ৯৯ ডলার যা একটি মুভি টিকিটের চেয়েও কম। 

পাসওয়ার্ড ভাগাভাগিতে কড়াকড়ি আরোপে কোম্পানিটির সুবিধা হয়েছে। বেশির ভাগ দর্শকই নেটফ্লিক্সের বিজ্ঞাপনমুক্ত সেবাটির দিকে ঝুঁকেছে।  বছরের তৃতীয় প্রান্তিকে পেইড নেট গ্রাহকসংখ্যা প্রায় ৮৭ লাখ ৬ হাজার, যা গত বছরের সর্বাধিক বৃদ্ধি। বিভিন্ন দেশে ৩০ শতাংশ নতুন সাবক্রাইবারদের জন্য বিজ্ঞাপনসহ সাবস্ক্রাইক্রিপশন প্ল্যান দায়ী। 

সফটওয়্যার প্রতিষ্ঠান ভিজিবল আলফার তথ্য অনুসারে, সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে বিজ্ঞাপনসহ পরিষেবা থেকে ১৮ কোটি ৮১ লাখ ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে ২৮ লাখ সাবস্ক্রাইবারও যুক্ত হতে পারে নেটফ্লিক্সে। 

করোনা মহামারির সময়ে প্রতিযোগিতা বাড়ায় নেটফ্লিক্স বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করে। দাম বৃদ্ধি ও পাসওয়ার্ড শেয়ারিংয়ে কড়াকড়ি পদক্ষেপের পর এখন খুচরা বিক্রির পরিকল্পনা নিচ্ছে নেটফ্লিক্স। 

ডিজনি প্লাস, হুলু ও ম্যাক্সের মতো স্ট্রিমিং সেবাও গত ১২ মাসে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে। এ ছাড়া এক্সবক্স, প্লেস্টেশন প্লাস, স্পটিফাই, ইউটিউব প্রিমিয়াম ও অ্যাপল মিউজিকও গত বছরে সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত