অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।
এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।
ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।
তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।
আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।
অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।
এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।
ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।
তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।
আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।
অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে