অনলাইন ডেস্ক
অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগের ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে মোজিলা ফাউন্ডেশন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য মোজিলা সবচেয়ে বেশি পরিচিত। তবে মোজিলা ফাউন্ডেশন মোজিলা করপোরেশনের মূল কোম্পানি। প্রতিষ্ঠানটি নিজেকে ‘ইন্টারনেটের পরিবেশ ভালো রাখার’ জন্য কাজ করার বলে বর্ণনা করে। এটি স্বাধীন ও উন্মুক্ত ওয়েবের জন্য কাজ করে। তবে অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগের বিলুপ্তির ফলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির এই ধরনের কাজ কমে যেতে পারে।
মোজিলা ফাউন্ডেশনের কমিউনিকেশনস প্রধান ব্র্যান্ডন বর্ম্যান বলেন ‘একটি মুক্ত এবং স্বাধীন ইন্টারনেটের পক্ষে লড়াই করা আমাদের মিশনের মূল উদ্দেশ্য থাকবে এবং অ্যাডভোকেসি সেই কাজে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অব্যাহত থাকবে। আমরা যেভাবে এই কাজটি চালিয়ে যাব তা নিয়ে পুনর্বিবেচনা করছি কিন্তু এটি থামাচ্ছি না। তবে ঠিক কতজন কর্মী ছাঁটাই হয়েছেন তা নিশ্চিত করতে করেননি তিনি। তবে এটি ‘বর্তমান দলের প্রায় ৩০ শতাংশ’ বলে তিনি জানান।
এটি এই বছরের মোজিলার দ্বিতীয় দফার ছাঁটাই। গত ফেব্রুয়ারিতে মোজিলা করপোরেশন প্রায় ৬০ জন কর্মী ছাঁটাই করেছিল। সেসময় কোম্পানিটি বলেছে, তারা একটি ‘কৌশলগত সংশোধন’ করবে। মোজিলা তার ভার্চুয়াল ৩ডি প্ল্যাটফর্ম বন্ধ করে ফায়ারফক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নত করার দিকে মনোনিবেশ করছে। টেকক্রাঞ্চের তথ্যমতে, মোজিলা ফাউন্ডেশনের এই নতুন ছাঁটাইয়ের আগে প্রায় ১২০ জন কর্মী ছিল।
গত ৩০ অক্টোবর সব কর্মীকে পাঠানো একটি ইমেইলে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাভিয়া সাইদ বলেন, অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগ ‘আর আমাদের কাঠামোর অংশে নেই।’
অনুসন্ধানী সংবাদ সাইটের সাবেক সিইও সাইদ বলেন, ‘এই বিশৃঙ্খল ও বিভ্রান্তিকর সময়ে পথ চলার জন্য আমাদের তীব্র মনোযোগ দিতে হবে। কখনো কখনো আমাদের যেটি এত দূর এগিয়ে নিয়ে এসেছে সেই চমৎকার কাজকে বিদায় জানানো প্রয়োজন। কারণ এটি আমাদের পরবর্তী শিখরে নিয়ে যাবে না। লক্ষ্যে পৌঁছাতে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগের ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে মোজিলা ফাউন্ডেশন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য মোজিলা সবচেয়ে বেশি পরিচিত। তবে মোজিলা ফাউন্ডেশন মোজিলা করপোরেশনের মূল কোম্পানি। প্রতিষ্ঠানটি নিজেকে ‘ইন্টারনেটের পরিবেশ ভালো রাখার’ জন্য কাজ করার বলে বর্ণনা করে। এটি স্বাধীন ও উন্মুক্ত ওয়েবের জন্য কাজ করে। তবে অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগের বিলুপ্তির ফলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির এই ধরনের কাজ কমে যেতে পারে।
মোজিলা ফাউন্ডেশনের কমিউনিকেশনস প্রধান ব্র্যান্ডন বর্ম্যান বলেন ‘একটি মুক্ত এবং স্বাধীন ইন্টারনেটের পক্ষে লড়াই করা আমাদের মিশনের মূল উদ্দেশ্য থাকবে এবং অ্যাডভোকেসি সেই কাজে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অব্যাহত থাকবে। আমরা যেভাবে এই কাজটি চালিয়ে যাব তা নিয়ে পুনর্বিবেচনা করছি কিন্তু এটি থামাচ্ছি না। তবে ঠিক কতজন কর্মী ছাঁটাই হয়েছেন তা নিশ্চিত করতে করেননি তিনি। তবে এটি ‘বর্তমান দলের প্রায় ৩০ শতাংশ’ বলে তিনি জানান।
এটি এই বছরের মোজিলার দ্বিতীয় দফার ছাঁটাই। গত ফেব্রুয়ারিতে মোজিলা করপোরেশন প্রায় ৬০ জন কর্মী ছাঁটাই করেছিল। সেসময় কোম্পানিটি বলেছে, তারা একটি ‘কৌশলগত সংশোধন’ করবে। মোজিলা তার ভার্চুয়াল ৩ডি প্ল্যাটফর্ম বন্ধ করে ফায়ারফক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নত করার দিকে মনোনিবেশ করছে। টেকক্রাঞ্চের তথ্যমতে, মোজিলা ফাউন্ডেশনের এই নতুন ছাঁটাইয়ের আগে প্রায় ১২০ জন কর্মী ছিল।
গত ৩০ অক্টোবর সব কর্মীকে পাঠানো একটি ইমেইলে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাভিয়া সাইদ বলেন, অ্যাডভোকেসি ও গ্লোবাল প্রোগ্রামস বিভাগ ‘আর আমাদের কাঠামোর অংশে নেই।’
অনুসন্ধানী সংবাদ সাইটের সাবেক সিইও সাইদ বলেন, ‘এই বিশৃঙ্খল ও বিভ্রান্তিকর সময়ে পথ চলার জন্য আমাদের তীব্র মনোযোগ দিতে হবে। কখনো কখনো আমাদের যেটি এত দূর এগিয়ে নিয়ে এসেছে সেই চমৎকার কাজকে বিদায় জানানো প্রয়োজন। কারণ এটি আমাদের পরবর্তী শিখরে নিয়ে যাবে না। লক্ষ্যে পৌঁছাতে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
অন্যান্য প্রযুক্তির কোম্পানির মতো গুগলও তার মালিকানাধীন প্রায় প্রতিটি পণ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তর্ভুক্ত করার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেমিনি ২.০ ফ্ল্যাশ নিয়ে হাজির হলো কোম্পানিটি। টেক্সটের পাশাপাশি ছবি ও অডিও তৈরি করতে পারবে জেমিনির নতুন সংস্করণটি।
১ ঘণ্টা আগেআইফোনে আইওএস ১৮.২ আপডেট অবশেষে উন্মুক্ত করেছে অ্যাপল। পাবলিক বেটা ও ডেভেলপার্স বেটা সংস্করণের পর এবার আইওএস ১৮.২ এর পূর্ণাঙ্গ (ফাইনাল) সংস্করণটি উন্মুক্ত। এই আপডেটের মাধ্যমে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ সিরিজ ব্যবহারকারীরা এখন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’–এর বেশ কিছু নতুন এআই ফিচার ব্যবহ
৩ ঘণ্টা আগেমেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে গত বুধবার মধ্যরাতে বড় ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটিও ব্যবহারকারীদের ঘণ্টাখানেক ভুগিয়েছে। চ্যাটিজিপিটিসহ ওপেনএআইয়ের লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা–তেও এই সমস্যা দেখা
৫ ঘণ্টা আগেজেনারেটিভ এআই চ্যাটজিপিটি এনে হইচই ফেলে দিয়েছে ওপেনএআই। লেখা থেকে ছবিও বানিয়ে দিতে পারে এই এআই চ্যাটবট। লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা এআই আনার ঘোষণা আগেই দিয়েছিল। তবে মাঝে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে সোরা এআই (Sora AI) ভিডিও জেনারেটর উন্মুক্ত করল ওপেনএআই।
২ দিন আগে